Web bengali.cri.cn   
উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি নতুন স্মার্টফোন আসছে!
  2015-09-24 15:20:17  cri


৬ অক্টোবর উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমনির্ভর দুটি স্মার্টফোন ও সারফেস প্রো ৪ ট্যাব উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট। উইন্ডোজনির্ভর নতুন পণ্যের উদ্বোধন উপলক্ষে আগামী মাসের ৬ তারিখে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেছেন, 'উইন্ডোজ ১০ ডিভাইস নিয়ে কিছু চমৎকার খবর আপনাদের দেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।'

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, ৬ তারিখের অনুষ্ঠানে দুটি প্রিমিয়াম লুমিয়া ফোন ও সারফেস ব্র্যান্ডের নতুন ট্যাব উন্মুক্ত করতে পারে মাইক্রোসফট। সিটিম্যান ও টকম্যান কোড নাম দিয়ে ফোন দুটি তৈরি করা হয়েছে। এ ছাড়াও ব্যান্ড ২ নামে হাতে পরিধেয় মাইক্রোসফট ব্যান্ডের দ্বিতীয় সংস্করণের ঘোষণাও আসতে পারে।

উইন্ডোজ ৮ বাজারে ছাড়ার তিন বছর পরে এ বছরের ১০ জুলাই উইন্ডোজ ১০ উন্মুক্ত করে মাইক্রোসফট। নতুন এই অপারেটিং সিস্টেমটি ল্যাপটপ, ডেস্কটপ ও ট্যাব ও স্মার্টফোনে চালানো যায়।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্টোবর মাসে মাইক্রোসফটের অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে নতুন সারফেস ট্যাব। সারফেস প্রো ৪ নামের এই ট্যাব ল্যাপটপের বিকল্প হিসেবেও ব্যবহার করা যাবে। এই ট্যাবে ইনটেলের তৈরি কোর 'এম' চিপ ব্যবহার করা হতে পারে। এর ফলে অ্যাপলের ম্যাকবুক এয়ারের মতোই হবে এই ট্যাবের পারফরমেন্স।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডার জানিয়েছে, বর্তমানে প্রযুক্তিবিশ্বে নতুন লুমিয়া ফোন নিয়ে অনেক গুজবই রয়েছে। অক্টোবর মাসে উইন্ডোজ ১০ মোবাইল অপারেটিং সিস্টেমনির্ভর এক জোড়া লুমিয়া এনে সে গুজবের অবসান ঘটাতে চাইছে মাইক্রোসফট। শুধু ফোন আর ট্যাবই নয়, অনুষ্ঠানে এক্সবক্স ওয়ানের একটি হালকা-পাতলা সংস্করণ এবং সারফেসের ট্যাবের একটি মিনি সংস্করণও দেখা যেতে পারে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040