Web bengali.cri.cn   
'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠান
  2015-10-02 18:47:06  cri

অনুষ্ঠানের শুরুতেই আমি আপনাদেরকে মার্কিন গায়িকা Avril Lavigne–এর "Knockin On Heaven'S Door" গানটি শোনাতে চাই। আশা করি গানটি আপনাদের অনেক ভাল লাগবে। তাহলে চলুন, আমরা একসাথে এ গানটি উপভোগ করি, কেমন? ।--2'52

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে মার্কিন গায়ক "Adam Lambert"–এর একটি খুবই সুন্দর গান শোনাবো। গানটির শিরোনাম "Outlaws of Love"।--3'51

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালো।

প্রিয় শ্রোতা, আপনারা হয়তো বিখ্যাত মার্কিন গায়ক Jason Mrazএর নাম শুনে থাকবেন। তাঁর অনেক বিখ্যাত গান রয়েছে। আর এদের মধ্যে রয়েছে "Love Someone" নামের সেই বিখ্যাত গানটিও। তাহলে এখন আমি আপনাদেরকে এই গানটি শোনাতে চাই, আশা করি গানটি পছন্দ করবেন আপনারা।–4'17

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আমি আপনাদেরকে জানাতে চাই যে, আমাদের এই সঙ্গীতানুষ্ঠানে আমরা এমন কিছু গান আপনাদেরকে শোনাতে চাই, যার মধ্য দিয়ে আপনারা যেন বিশ্ব সঙ্গীতের সাথে পরিচিত হয়ে উঠতে পারেন। আর সেজন্যই আমাদের এই প্রচেষ্টা।

এবারে আমরা মার্কিন গায়ক Chris Brown–এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম 'Don't Be Gone Too Long'—3'22

বন্ধুরা, এখন আমি আপনাদেরকে বিখ্যাত সঙ্গীতদল Owl City এবং কানাডার গায়িকা Carly Rae Jepsen এর একটি গান "Good Time" শোনাবো। আশা করি, গানটি শোনার পাশাপাশি আপনারাও Good Time অতিবাহিত করবেন।–3'25

বন্ধুরা, গানটি কেমন লেগেছে? মাঝেমাঝে সহযোগিতামূলক গান খুবই অন্যরকম অনুভূতি দেয়, তাইনা? তাহলে এখন আমি শোনাবো Coldplay ও Rihanna'র সহযোগিতায় গাওয়া গান "Princess of China"। আশা করি, এ গানটিও আপনাদের ভীষণ ভালো লাগবে।–3'59

শ্রোতাবন্ধুরা, "Princess of China" গানটি শোনার পর আমি আপনাদেরকে মার্কিন গায়ক "Prince"-এর দুটো গান শোনাতে চাই। গানের শিরোনাম "CLOUDS"–4'27 এবং "FALLINLOVE2NITE"।–3'18

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি বিখ্যাত ব্রিটিশ গায়ক "Robbie Williams"এর একটি খুবই বিখ্যাত ও সুন্দর গান আপনাদেরকে শোনাতে চাই। আর এ গানটির শিরোনাম "Angels"। আশা করি, আজকের গানগুলো ভাল লেগেছে আপনাদের ।–4'27 ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040