Web bengali.cri.cn   
কোন ধরণের বন্ধুত্ব আপনার জন্য ক্ষতিকর ? জেনে নিন
  2015-09-25 15:08:39  cri


বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা কেউই জন্মসূত্রে পান না। নিজের বিবেক বিবেচনা, বুদ্ধি এবং নিজের মতো একজন মানুষ খুঁজে পেলে আপনা-আপনিই বন্ধুত্ব হয়ে যায়। তবে সব বন্ধুত্বই কিন্তু বুঝে শুনে হয় না। অনেক সময়েই এমন মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায় যারা আমাদের থেকে একেবারেই উল্টো ধরণের। বলতে গেলে তারা থাকেন বন্ধুবেশী শত্রু। তাদের বন্ধুত্ব হয় উপর দিয়ে, ভেতরে কিন্তু তিনি আপনাকে একবারেই বন্ধু ভাবেন না। এই ধরণের মানুষজন অনেক ক্ষতিকর। চিনতে চান এই ধরণের বন্ধুদের? তাহলে জেনে নিন কোন ধরণের মানুষের বন্ধুত্ব আপনার জন্য মারাত্মক ক্ষতিকর।

অন্য বন্ধুদের ক্ষতি করেন যে বন্ধুটি

যে বন্ধু অন্যের ক্ষতি করে, সে আপনারও ক্ষতি করতে পারে। এ বিষয়ে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন। তা ছাড়া যে বন্ধু বা মানুষটি অন্যের সম্পর্কে বাজে কথা আপনাকে বলবে, সে আপনার সম্পর্কে অন্যকে অবশ্যই মন্দ কথা বলে। এ নিয়ে আপনি কোনো ভুল করবেন না। ভালো থাকতে চাইলে এরকম খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করুন।

আপনাকে অবমূল্যায়ন করেন এমন বন্ধু

প্রায় সময়ই দেখবেন কোনো বন্ধু আপনাকে কোনো এক জায়গায় ছোট করে উপস্থাপন করলো। এর উদ্দেশ্য সেখানে নিজে বড় হয়ে থাকা। সাধারণত আত্মবিশ্বাসের অভাব থেকে একজন কাছের অপরজনকে ছোট করে উপস্থাপন করে। ভালো বন্ধু নিশ্চয় এমন করতে পারে না।

সবসময় টাকার পেছনে ছোটেন যিনি

টাকা এমন একটি জিনিস যা সম্পর্ক নষ্ট করে দিতে পারে খুব সহজেই। যে বন্ধুটি সবসময় টাকা টাকা কোরে ন্যায় অন্যায় জ্ঞান হারিয়ে ফেলেন, মনে রাখবেন সে মানুষটি টাকার জন্য আপনার সাথেও অন্যায় করতে পেছপা হবেন না। অতএব এমন বন্ধু থেকে সাবধান।

সবসময় হতাশাগ্রস্ত হয় থাকেন এমন বন্ধু

বন্ধু যদি অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে থাকেন তাহলে তার প্রতি মায়া হওয়াটা খুবই স্বাভাবিক। কিন্তু আপনার বন্ধুটি যদি নিজের এই হতাশা আপনাদের মধ্যেও ছড়িয়ে দেয়ার ক্ষমতা রাখেন তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। অনেক নেতিবাচক মানুষের মধ্যে এই বদ স্বভাবটি রয়েছে। তারা নিজের আশেপাশের মানুষদেরকেও হতাশাগ্রস্ত এবং নেতিবাচক মনোভাবের করে ফেলতে পারেন। এই ব্যাপারটি আপনার ভবিষ্যতের জন্য অনেক বেশি ক্ষতিকর।

বিপদের সময় যাকে পাবেন না এমন বন্ধু

একটা কথা তো অবশ্যই মনে আছে, "সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায়, কেউ কারো নয়।"

সুসময়ের বন্ধু অনেকেই হতে পারেন কিন্তু দুঃসময়ের বন্ধুরাই আসল বন্ধু, তাই যে বন্ধুটিকে বিপদের সময় পাবেন না তিনি ও তার বন্ধুত্ব আপনার জন্য ক্ষতিকর। এই ধরণের বন্ধু থেকে দূরে থাকাই শ্রেয়।

সব সময় অন্যদের হিংসা করেন এমন বন্ধু

আপনার সামনেই অন্যের নানা বিষয় নিয়ে হিংসা করছেন? তাহলে জেনে নিন আপনার বেশ কিছু বিষয় নিয়েও তার হিংসা রয়েছে। সুতরাং এই মানুষটির কাছ থেকেও দূরে থাকুন।

সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে আপনার মাঝে দেয়াল তৈরি করা এমন বন্ধু

কিছু বন্ধু রয়েছে যারা সঙ্গী বা সঙ্গিনী ও আপনার মাঝে দেয়াল তৈরি করে দেবেন। পুরোপুরি আপনাকে ব্যবহার করার জন্য তারা এমন কাজ করে থাকেন। অনেক সময় দেখবেন যাকে সবচেয়ে কাছের বলে মনে করছের, সে অন্যদের থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে।

অনেক মিথ্যা বলেন এমন বন্ধু

মানুষ অনেক কারণেই অনেক সময় মিথ্যা বলে থাকেন এবং ছোটোখাটো অনেক মিথ্যাই বলা হয়। কিন্তু মিথ্যা বলারও একটি সীমা রয়েছে। আর যাকে দেখবেন বেশীরভাগ সময়েই মিথ্যে কথা বলতে থাকেন তাহলে বুঝবেন তিনি যা বলছেন আপনাকে তার মধ্যেও অনেক মিথ্যে মেশানো রয়েছে। এবং মিথ্যের কারণে আপনার বন্ধুটির সাথে আপনিও সমস্যায় পড়তে পারেন।

কথা না রাখেন এমন বন্ধু

আপনার বন্ধু আপনাকে যদি কোন ব্যাপার নিয়ে কথা দেয় এবং আপনি তাকে বিশ্বাস করেছিলেন ওই ব্যাপারে। কিন্তু দেখা হল সে কথা রাখেনি এবং আপনার বিশ্বাস ভঙ্গ করেছে। এরকম হলে অবশ্যই তার মধ্যে সমস্যা আছে। কারণ সে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে এবং আপনাকে অবহেলা করেছে। আপনাকে সে গুরুত্ব দেয় নি বিধায় আপনার বিশ্বাস ভঙ্গ করতে তার সমস্যা হয়নি। এই টাইপের বন্ধু এড়িয়ে চলুন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040