0921shuqing
|
বন্ধুরা, শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা।
চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও অনিন্দ সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, জানি, যতক্ষণ 'সুরের ধারায়' অনুষ্ঠানে আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সাথেই থাকবেন। আপনাদের এই ভালোবাসাই তো আমার সফলতা।
শ্রোতা, এখন চলছে শরত্কাল। আস্তে আস্তে চারদিকের বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। আকাশের বুকে স্বচ্ছ মেঘের খেলা। প্রকৃতিজুগে কেমন স্বিগ্ধতা। আজকের অনুষ্ঠানে আপনাদের কয়েকটি শরত্কাল বিষয়ক গান শোনাবো। আশা করছি গানগুলো আপনাদের ভালোই লাগবে।
প্রথমে শুনুন 'গ্রীষ্মকাল' নামে একটি গান। হ্যাঁ, শরত্কালের শুরুতেই গ্রীষ্মকালের কথা স্মরণ করলে আপনাদের মনে কি কি বিষয় ভেসে উঠে? তাহলে আমরা এ গানটি শুনবো। গানটি গেয়েছেন চীনের কণ্ঠশিল্পী লি চিউ চে।
প্রিয় শ্রোতা, এখন শুনুন আরেকটি মধুর প্রেমের গান। গানের নাম 'ঠান্ডা বাতাসে হাঁটাহাটি করি'। গানটি গেয়েছেন চীনের কণ্ঠশিল্পী লিউ সি হান।
গানের কথা এমন, তুমি বলেছো, আমাকে আর ভালোবাসবে না। শীত্কালের ঠান্ডা বাসাতে একাই হাঁটছি। পায়ের নিচে সবই আমার ভাঙা স্বপ্ন। হ্যাঁ, আমি কিছুই বলি নি। তবে তুমি কি জানো, আমার হৃদয়ে অনেক কষ্ট?
প্রিয় শ্রোতা, এখন শুনুন 'গর্বের সঙ্গে ওড়া' নামের একটি সুন্দর গান। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী সাউইইয়ু।
গানের কথা এমন, ও প্রিয়, তুমি কি জানো, কালো জায়গায়ও অনেক উজ্জ্বল তারা আছে। তোমার স্বপ্নকে নষ্ট করবে না। যদিও ভবিষ্যতের পথ এখন অস্পষ্ট। তবে প্লিজ, গর্বের সঙ্গে আকাশে উড়বে। তুমি নিশ্চয়ই মনের স্বপ্নকে বাস্তবায়ন করবে।
শ্রোতা, এখন শুনুন 'গ্রীষ্মকালের বাতাস' নামে একটি সুন্দর গান। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী উন লান।
গানের কথা এমন, গ্রীষ্মকালের বাতাস, আমি কখনই ভুলে যাবো না। তুমি আমাকে বলেছো, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমার মিষ্টি হাসি দেখতে পাই। গ্রীষ্মকালের বাতাস, আমি কখনই ভুলে যাবো না। আমার চুলে, আমার কানে বাতাস মিষ্টি কথা বলছে, তুমি আমার গ্রীষ্মকাল।
শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'উপযুক্ত প্রেম চাই' নামের একটি গান। গানটি গেয়েছেন চীনের কণ্ঠশিল্পী লি রুং হাও।
এ গানে বলা হয়েছে, আমি মনে করতাম ভালোবাসা মানেই জীবন। তুমি যে জিনিস পছন্দ করো, আমিও তা পছন্দ করি। এমন ভালোবাসায় আমি নিজেকে হারিয়েছি। আমি শুধুই উপযুক্ত প্রেম চাই।
প্রিয় শ্রোতা, এখন শুনুন আরেকটি মধুর গান। গানের নাম 'বৃষ্টির শব্দ শুনেছি'। গানটি গেয়েছেন কণ্ঠশিল্পী চৌ চিয়ে লুন।
গানের কথা এমন, আমি বৃষ্টির শব্দ শুনেছি। তোমার চেহারা আমার চোখে ভেসে উঠেছে। সুখও খুব শান্ত হতে পারে। তুমি সবসময় আমার কাছেই আছো। তুমি সবসময় আমাকে সমর্থন করো। বৃষ্টিই আমাদের প্রেমের গান।
সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষে আপনাদের শোনাবো 'শরত্কাল আসবে না' নামে একটি গান, গানটি গেয়েছেন তাইওয়ানের কন্ঠশিল্পী হৌ সিয়াং থিং। শুনুন তাহলে গানটি। (ফেইফেই/মান্না)