Web bengali.cri.cn   
লেবুর ১০ গুণ
  2015-09-20 19:42:06  cri


লেবু আমরা সবাই চিনি। গরমে লেবুর শরবত অমৃতের মত লাগে, তাই না? আমি জানি, বাংলাদেশে লেবুর শরবত খুব জনপ্রিয়। বাংলাদেশের মানুষ ভাতের সঙ্গেও লেবু খেয়ে থাকেন। তবে এই লেবুতে প্রচুর ভিটামিন সি, শর্করা, ক্যালসিয়াম ও লৌহজাতীয় পদার্থ রয়েছে। এসব উপাদান আমাদের শরীরের জন্য অত্যন্ত কল্যাণকর। আজকের 'স্বাস্থ্য ও জীবন' অনুষ্ঠানে আমরা এই লেবুর ১০টি গুণ নিয়ে আলোচনা করব।

গুণ ১: লেবু মুখের ত্বকের লাবণ্য ধরে রাখে

মুখের ত্বকের লাবণ্য ধরে রাখতে লেবুর ভূমিকা অনস্বীকার্য। আপনি যদি নিয়মিত লেবুর রস খান বা লেবুর রস মুখে মাখেন, তবে আপনার মুখের ত্বক সুন্দর হবে। পানির মধ্যে লেবুর টুকরো, চিনি আর মুধ মিশিয়ে আপনি তৈরি করতে পারেন চমত্কার পানীয় তথা লেবুর শরবত। প্রতিদিন এই শরবত পান করলে আপনার মুখের ত্বক লাবণ্যময় হবে। নিয়মিত লেবুর শরবত পান করলে আপনার গায়ের রঙও তুলনামূলকভাবে ফর্সা হবে। আর সৌন্দর্য চর্চায় লেবুর ব্যবহারও সহজ। মুখ ভাল করে ধুয়ে ছোট ছোট লেবুর টুকরা মুখের ওপর বিছিয়ে নিন। এভাবে আধা ঘন্টা থাকুন। তারপর পরিস্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিন। এভাবে করলে আপনার মুখের ত্বক মসৃণ হবে। আরেকটি কথা, চুলে খুশকি হলে লেবুমিশ্রিত পানি দিয়ে মাথা ধুয়ে নিন; উপকার পাবেন।

গুণ ২: লেবু রোগ প্রতিরোধে সহায়ক

লেবুতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি রক্তনালীর সুরক্ষায় ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। লেবুপানি রক্তচাপ ও কিডনির পাথরসহ অনেক রোগ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

গুণ ৩: লেবু ক্যালসিয়াম ও লৌহযুক্ত খাবারের কার্যকারিতা বাড়ায়

বাজারে ক্যালসিয়াম ও লৌহসমৃদ্ধ খাবার প্রচুর পাওয়া যায়। আমরা নিয়মিত সেসব খাই-ও। কিন্তু যদি এসব খাবারের সঙ্গে একটু লেবু মিশিয়ে নেন, তবে খাবারগুলোর কার্যকারিতা বেড়ে যাবে।

গুণ ৪: খাবারের মশলা ও জীবাণুর নেতিবাচক প্রভাব থেকে লেবু শরীরকে বাঁচায়

সীফুড খেলে অনেকের সমস্যা হয়। এ সমস্যা কাটাতে লেবু ভূমিকা পালন করতে পারে। খাবারে আমরা যে মশলা ব্যবহার করি, অনেকসময় তা আমাদের শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। লেবু এ প্রভাব কাটাতে সাহায্য করে। লেবুর রস খাবারকে জীবাণুমুক্তও করতে পারে। সীফুডকে লেবুপানিতে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে তা জীবাণুমুক্ত হবে।

গুণ ৫: নেশা কাটাতে লেবুর রস কার্যকরী

আমরা জানি, বাংলাদেশের খুব মানুষই মদ্যপান করেন। তবে, বেশি মদ পান করে যদি কেউ মাতাল হয়ে যান, তবে তার নেশা কাটাতে লেবুপানি সাহায্য করতে পারে। শুধু লেবুপানি খেতে না চাইলে তাতে একটু চিনি মিশিয়ে নিতে পারেন।

গুণ ৬: লেবুপানি বমির ভাব দূর করতে পারে

কোনো কারণে বমি বমি ভাব হলে আমাদের ভীষণ অস্বস্থি লাগে। এক্ষেত্রে লেবুর রস মিশ্রিত পানি পান করুন। দেখবেন বমি বমি ভাব কেটে গেছে।

গুণ ৭: মুখের ব্রণ সারাতে লেবু সাহায্য করে

মুখে ব্রণ হলে বা শীতের কারণে মুখে ফুসকুড়ি দেখা দিলে লেবুর ব্যবহার করুন; উপকার পাবেন। রাতের ঘুমানোর আগে লেবু ছোট করে কেটে মুখে মাখুন। নিয়মিত এরকম করলে আপনার মুখের ব্রণ সমস্যা বা ফুসকুড়ির সমস্যা দূর হয়ে যাবে।

গুণ ৮: লেবু স্থুলতা সমস্যা সমাধানে সহায়ক

মুটিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়। মুটিয়ে যাওয়া মানেই শরীরে অতিরিক্তি চর্বি জমে যাওয়া, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি কোনো কারণে ওজন বেড়ে যায়, তবে নিয়মিত লেবুপানি পান করুন। দেখবেন, ওজন কমে আসবে। পেটের সমস্যা হলেও লেবুপানি উপকার দেবে।

গুণ ৯: ফ্রিজের গন্ধ দূর করতে লেবু সহায়ক

ফ্রিজে খাবার রাখা হয়। আর খাবারের কারণেই ফ্রিজের ভেতরে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। কয়েক টুকরো লেবু ফ্রিজের ভেতর খোলা রেখে দিন। দেখবেন ফ্রিজের দুর্গন্ধ দূর হয়ে গেছে।

গুণ ১০: দাঁতের সমস্যা সমাধানে লেবু সহায়ক

আপনার মাড়ি থেকে কি রক্ত পড়ে? লেবুপানি দিয়ে কুলকুচা করুন। দেখবেন, ধীরে ধীরে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আরেকটি কথা, আপনি যদি নিয়মিত লেবুপানি পান করেন, তবে আপনার দাঁতে সহজে ক্ষয়রোগ হবে না।

(ওয়াং হাইমান/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040