Web bengali.cri.cn   
'হুয়া ছিয়ান কু'
  2015-09-17 19:59:49  cri


প্রিয় শ্রোতা, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবী।

আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে চলুন উপভোগ করা যাক আজকের গানগুলো।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'হাজার বছরের অতীত'।

শ্রোতা বন্ধুরা, 'হাজার বছরের অতীত' শিরোনামের গানটি চীনের বর্তমান সময়ের খুবই জনপ্রিয় 'হুয়া ছিয়ান কু' নামে টিভি সিরিয়ালের গান।

এই সিরিয়ালটি ২০১৫ সালে মুক্তি পায়। বর্তমান সময়ের চীনা যুবক যুবতিদের মধ্যে এই সিরিয়াল ব্যাপক সাড়া জাগিয়েছে।

এ সিরিয়ালে 'হুয়া ছিয়ান কু' নামের একটি মেয়ের অসাধারণ জীবন-যাত্রার কথা বর্ণনা করা হয়েছে।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনেছেন, সেটি 'মনের আগুন' শিরোনামে একটি গান।

জন্ম থেকে অদ্ভুত ভাগ্য থাকে এমন একজন অনাথ বলে মনে করা হয় 'হুয়া ছিয়ান কু'কে। অনাথ হলেও হুয়া ছিয়ান কু খুব দৃঢ় ও সদয়।

একদিন হঠাত খুব বিপদে পড়ে যান হুয়া ছিয়ান কু। সে সময় তাকে রক্ষা করেন ছাং লিউ এলাকার দেবতা 'পাই চি হুয়ায়া'। এরপর থেকে হুয়া ছিয়ান কু দেবতা পুরুষ পাই চি হুয়ায়ার প্রেম পড়ে যান।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তা এই সিরিয়ালের 'চিরদিন' শিরোনামের একটি গান।

দেবতা পাই চি হুয়ায়া বিশ্বজুড়ে মানব জাতিকে রক্ষা করার দায়িত্ব পালন করেন। হুয়া ছিয়ান কু তার মৃত্যু ঘটাবে জেনেও তিনি হুয়া ছিয়ান কুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। তাকে প্রাণে বাঁচান।

বড় হয়ে হুয়া চিয়ান কু পাই চি হুয়াকে খুঁজতে ছাং লিউ এলাকায় যান। বেশ কয়েটি পরীক্ষা-নিরীক্ষার পর হুয়া ছিয়ান কু পাই চি হুয়ায়া'র শিক্ষানবিশ হলেন। মাস্টার এবং শিক্ষানবিশ হলেও দুজনে ঠিক বন্ধুর মত। দু'জনই মানুষকে সাহায্য করা এবং খারাপদের শাস্তি দেওয়ার দায়িত্ব পালন করেন।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'বলা যায় নি' শিরোনামে একটি গান।

এদিকে 'সিয়া চি সুন' নামে একটি মেয়ে পাই চি হুয়ায়া'কে খুব ভালোবাসে। সে হুয়া ছিয়ান কুকে হিংসা করে। আর পাই চি হুয়ায়া প্রতি ভালোবাসার কারণে সিয়া চি সুন হিংসায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হুয়া ছিয়ান কু'র কারণে পাই চি হুয়ার মৃত্যু ঘটতে পারে এ কথা শুনে সে হুয়া ছিয়ান কুকে বিষপানে হত্যা করতে চায়। কিন্তু হুয়া ছিয়ান কুকে বাঁচিয়ে দেন পাই চি হুয়া। এবারে পাই চি হুয়ায়া নিজেই বিষ খেয়ে মারা যাচ্ছেন।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনি যে গাটি শুনছেন, তার শিরোনাম 'এই রাতে'।

হুয়া ছিয়ান কু পাই চি হুয়াকে বাঁচাতে চান। পাই চি হুয়ায়াকে বাঁচাতে চাইলে এমন একটি অসাধারণ যন্ত্রণা লাগবে। হুয়া ছিয়ান কু সে যন্ত্রণা চুরি করতে যান। অসাবধানে তিনি বিস্ময়কর প্রাণীগুলোকে মুক্তি দেন। এরপর থেকে মানবজাতির কল্যাণ শুরু হয়।

বন্ধুরা, এখন আপনারা 'রিং' শিরোনামে একটি গান শুনবেন।

পাই চি হুয়া গুরুতর আহত হলেও মানবজাতিকে রক্ষা করার দায়িত্ব ভুলে যান নি। তিনি আবার হুয়া ছিয়ান কুকেও রক্ষা করতে চান।

এ দিকে পাই থাং পাওসহ হুয়া ছিয়ান কু'র বেশ কয়েকজন ভালো বন্ধুর মৃত্যু ঘটে। তাদের মৃত্যুতে হুয়া ছিয়ান কু নিরাশ হয়ে যান। তিনি তার ওপর পাই চি হুয়া'র জারি করা সীল থেকে বেরিয়ে অসাধারণ প্রাণী হয়ে যান।

প্রিয় শ্রোতা, এখন শুনবেন এ সিরিয়ালের একই নামের গান-'হুয়া ছিয়ান কু'।

এরপর কি ঘটবে.................? খুব মজার একটি কাহিনী, তাই না। শেষ পরিণতি জানতে প্রিয় শ্রোতা আপনারা সিরিয়ালটি দেখে নিতে পারেন।

সুপ্রিয় বন্ধুরা, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো .....................।

এবার বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040