Web bengali.cri.cn   
নিরাপদ স্ক্রীন আসছে!
  2015-09-17 19:49:45  cri


দিন দিন স্মার্টফোন, ট্যাব, টিভি বা পিসির পর্দা থেকে চোখ সরানো কষ্টকর হয়ে দাঁড়াচ্ছে। এসব যন্ত্র থেকে বের হওয়া বিভিন্ন ধরনের রশ্মি কিন্তু চোখের রেটিনার জন্য ক্ষতিকর ও রাতের ঘুমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। এবার সে উদ্বেগ কমাতে জন্য একটি সুখবর আসছে বাজারে।

জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ইলেকট্রনিকস শো'তে নেদারল্যান্ডসের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ফিলিপস কম্পিউটার স্ক্রিনের জন্য নতুন এক ধরনের স্ক্রিনের কথা ঘোষণা করেছে। তারা বলছে, 'সফটব্লু' নামের এই পর্দা নিরাপদ কারণ এটি রেটিনার কোনো ক্ষতি করে না।

ফিলিপসের বিপণন ব্যবস্থাপক স্টেফান সমার বলেন, 'এখন আমরা ক্ষতিকর নীল আলোর বদলে ৪৫০ থেকে ৪৬০ ন্যানোমিটারের কম তরঙ্গের আলোর দিকে সরে এসেছি।'

প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান আইএএচএস গ্লোবাল ইনসাইটের বিশ্লেষক পল গ্রে বলেন, 'বেশিক্ষণ টিভি স্ক্রিনের সামনে থাকলে চোখ নষ্ট হয়ে যাবে, ছোটবেলা থেকে মা-বাবার কাছে এটা শুনে আসছি। নিরাপদ স্ক্রিন গ্রাহকদের এ সমস্যা থেকে মুক্তি দেবে।'

কম শক্তি খরচে বেশি ঘনত্বের আলো উত্পন্ন করে বলে স্মার্টফোন টিভি ও পিসিতে লাইট এমিটিং ডায়োড বা এলইডি স্ক্রিন অধিক ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই স্ক্রিন থেকে নীল রশ্মি বেশি নির্গত হচ্ছে বলে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।

অবশ্য গবেষকেরা দাবি করছেন, দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের আলো অতিবেগুনি রশ্মির মতো চোখের জন্য ক্ষতিকর। তবে সূর্যরশ্মির মতো অতটা প্রখর নয়।

ফ্রান্সের একজন বিশেষজ্ঞ বলেন, স্ক্রিন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আসল সমস্যা হলো, স্ক্রিনের দিকে বেশি সময় চেয়ে থাকার বিষয়টি। স্ক্রিনের দিকে ছয় ঘণ্টার বেশি তাকিয়ে না থাকার পরামর্শ দিয়েছেন তিনি। যাদের বেশিক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয় তাঁদের বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চশমা পরা উচিত। পাশাপাশি শিশুদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এই বিশেষজ্ঞ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040