Web bengali.cri.cn   
চীন আন্তর্জাতিক বেতারের নির্মিত প্রামাণ্যচিত্র 'চীনে রোমানিয়ার নাগরিকদের গল্প'
  2015-09-17 15:09:23  cri
সম্প্রতি রোমানিয়ার অ্যাস্ট্রা চলচ্চিত্র উত্সবের (এএফএফ) সাংগঠনিক কমিটির সূত্র থেকে জানা গেছে, চীন আন্তর্জাতিক বেতারের (সিআরআই) উদ্যোগে নির্মিত 'চীনে রোমানিয়ার নাগরিকদের গল্প' নামে একটি প্রামাণ্যচিত্র এ চলচ্চিত্র উত্সবে অংশ নেয়।

সিআরআইয়ের নির্মিত প্রামাণ্যচিত্র এবারই প্রথমবারের মতো ইউরোপের প্রধান কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে অংশ নেয়।

জানা গেছে, ৯০টিরও বেশি দেশের ১৫০০টিরও বেশি চলচ্চিত্র এবারের অ্যাস্ট্রা চলচ্চিত্র উত্সবে অংশ নেয়। এগুলোর মধ্যে রয়েছে অস্কার পুরস্কার বিজয়ী মার্কিন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জশুয়া ওপেনহেইমারসহ বিভিন্ন চলচ্চিত্র পরিচালকের চলচ্চিত্র।

কয়েক দফা বাছাইয়ের পর অবশেষে মোট ৮২টি চলচ্চিত্র নির্বাচিত হয়। এর মধ্যে ৪৮টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতার ইউনিটে এবং ৩৪টি প্রদর্শনের ইউনিটে অংশ নেয়।

গত ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে অ্যাস্ট্রা চলচ্চিত্র উত্সবে অংশ নেওয়া চীনের চলচ্চিত্রের সংখ্যা তেমন বেশি নয় এবং 'চীনে রোমানিয়ার নাগরিকদের গল্প' নামে প্রামাণ্যচিত্র হলো এগুলোর মধ্যে একটি।

আসলে এই প্রামাণ্যচিত্র চীনের বিভিন্ন চলচ্চিত্র উত্সবে এবং প্রামাণ্যচিত্র উত্সবে বহুবার পুরস্কার পেয়েছে। এই প্রামাণ্যচিত্র রোমানিয়ার জাতীয় টিভি কেন্দ্রসহ দেশটির তিনটি প্রধান টিভি কেন্দ্রে প্রদর্শিত হয়েছে।

রোমানিয়ার চলচ্চিত্র সমিতির চেয়ারম্যান এ প্রামাণ্যচিত্র নিয়ে বলেন, গল্প বলা এবং শুটিং করার ক্ষেত্রে এ প্রামাণ্যচিত্রের কৌশল প্রথম শ্রেণির পর্যায়ের।

'চীনে রোমানিয়ার নাগরিকদের গল্প' প্রামাণ্যচিত্রে কয়েকজন রোমানিয়ান তরুণের চীনে স্বপ্ন খুঁজে বের করা, অনুসন্ধান করা এবং বাস্তবায়ন করার গল্প তুলে ধরা হয়।

এ প্রামাণ্যচিত্র শুটিং করার আগে আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র তৈরির মানদণ্ড নির্ধারণ করা হয়। কাঠামো, গল্প বলা, দৃশ্য-বিন্যাস, সম্পাদনা, শব্দ ও সঙ্গীতসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক প্রচলিত পদ্ধতি গ্রহণ করা হয়।

রোমানিয়ার প্রধানমন্ত্রী ভিক্টর পন্টা এ প্রামাণ্যচিত্র দেখার পর বিশেষ করে সিআরআইকে এক অভিনন্দন বাণী পাঠান এবংপ্রামাণ্যচিত্রটির উচ্ছ্বসিত প্রশংসা করেন।

উল্লেখ্য,অ্যাস্ট্রা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব হলো রোমানিয়ার একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। প্রতি বছর একবার করে এই উত্সব অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রামাণ্যচিত্রের একটি প্লাটফর্ম এবং এক ধরনের সাংস্কৃতিক যোগাযোগের একটি শক্তিশালী উত্সব হলো এ চলচ্চিত্র উত্সব। প্রতি বছর হাজার হাজার দর্শক এই উত্সবে প্রদর্শিত চলচ্চিত্র উপভোগ করেন। (লিলি/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040