0914shuqing
|
বন্ধুরা, শুরু করছি আজকের সঙ্গীতানুষ্ঠান 'সুরের ধারায়'। সঙ্গে আছি আমি শুয়েই ফেইফেই শিখা।
চলুন, আপনাদের নিয়ে প্রবেশ করি নতুন ও অনিন্দ সুন্দর এক সঙ্গীতের ভুবনে। কী, যাবেন তো আমার সঙ্গে? হ্যাঁ, জানি, যতক্ষণ 'সুরের ধারা' অনুষ্ঠানে আমি আছি, ততক্ষণ আপনারাও আমার সাথেই থাকবেন। আপনাদের এই ভালোবাসাই তো আমার সফলতা।
শ্রোতা, আজকের অনুষ্ঠানে আপনাদের চীনের কয়েকটি folk গান শোনাবো। আশা করছি গানগুলো আপনাদের ভালোই লাগবে।
প্রথমে শুনুন 'easy mind' নামে একটি সঙ্গীতব্যান্ডের গাওয়া খুব সরল এবং আনন্দে পরিপূর্ণ একটি গান। এ গানের নাম 'আমি শুধুই একটি কফির দোকান চাই'।
প্রিয় শ্রোতা, সম্প্রতি চীনের folk সঙ্গীত মহলে 'সুং তুং ইয়ে'-এর নাম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি রাজধানী পেইচিংয়ের নাগরিক। তার লেখা গান খুব আবেগময়। তার গানে প্রিয় মানুষ, প্রিয় জায়গা এবং প্রিয় বন্ধু সম্পর্কে তার ভাবাবেগ বর্ণনা করা হয়েছে। এখন আমরা শুনবো তার লেখা এবং গাওয়া 'মিস তুং' নামের একটি গান। গানের কথা এমন, কখনই তোমার মৃদুহাসি ভুলে যাই নি/তোমার মৃদুহাসি যেন নদীর পানির মত পরিস্কার/মিস তুং, তুমি জানো, আমি কাউর কাছ থেকে বিদায় দিতে চাই না/মিস তুং, প্লিজ, আমার সাথেই দূরে কোথাও চল/মিস তুং, প্লিজ, আমার সাথেই দূরে কোথাও চল.....।
বন্ধুরা, এখন আমরা কণ্ঠশিল্পী সুং তুং ইয়ে'র গাওয়া আরেকটি সুন্দর গান শুনবো। গানের নাম 'জেব্রা'। এ গানে বলা হয়েছে, জেব্রা, জেব্রা, তুমি ঘুমাও না/তোমার লেজের ক্ষত আমাকে দেখাও/জেব্রা, জেব্রা, তুমি তোমার বাসায় ফিরে গেছো/তবে তোমার শহরে আমার জন্য কোনো খোলা দরজা নেই/জেব্রা, জেব্রা, আমার কথা মনে আছো তো?/আমি একজন বোকা গায়ক। জেব্রা, জেব্রা, তুমি দয়া করে ঘুমাও/আমি গিটার নিয়ে দূরে কোথাও যাবো...।
প্রিয় শ্রোতা, এখন শুনুন 'সূর্যালোকের শহর' নামে খুবই মধুর একটি গান। গানটি গেয়েছে সঙ্গীতব্যান্ড 'খাছিসে'। গানের কথা এমন, সূর্যালোক গান গাইছে/তোমার চোখ ঝকঝক করছে সূর্যালোকে/উঁচু উঁচু ভবনও রঙিন হয়ে উঠেছে/ও বন্ধু, মন খারাপ করবে না/বেশি দুঃখ থাকলেও সূর্যালোক আমার সঙ্গেই থাকবে...। আচ্ছা, এখন শুনুন সুন্দর এ গানটি।
শ্রোতাবন্ধুরা, এখন শুনুন 'নিজের সঙ্গে দেখা করা' নামে একটি গান। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী ছাও ফাং। ছাও ফাংয়ের জন্ম ১৯৮২ সালে। তার জন্মস্থান দক্ষিণ-পশ্চিম চীনের ইয়ুননান প্রদেশে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত এবং গাই গাইতে বেশ পছন্দ করেন। ২০০৬ সালে 'নিজের সঙ্গে দেখা করা' শিরোনামে একটি অ্যালবাম প্রকাশ করে ছাও ফাং সে বছরের শ্রেষ্ঠ সঙ্গীত রচয়িতার পুরস্কার পান। আচ্ছা, এখন তাহলে শুনুন এ গানটি।
সুপ্রিয় শ্রোতা, এখন শুনুন 'সড়কের গান' নামে একটি গান। গেয়েছে সঙ্গীতব্যান্ড 'থুংইয়াং'। গানের কথা এমন, স্বপ্ন কোথায় আছে/আমরা তা খুঁজতে চাই/আমার পা কখনই থেমে যায় নি/শুধুই তোমার কাছে পৌঁছানোর অপেক্ষা/স্বপ্ন অদূর ভবিষ্যতেই আছে/আজ রাতের তারা বিশেষভাবে উজ্জ্বল/ভোরের ঊষা দেখতে পাচ্ছি/আমি দেখেছি স্বপ্নের ফুল ইতোমধ্যেই ফুটেছে...। আচ্ছা প্রিয় শ্রোতা, এখন শুনুন গানটি।
শ্রোতা, এখন আপনাদের শোনাবো আরেকটি মধুর গান। এ গানের নাম 'গোপন প্রেম'। নাম শুনেই বুঝতে পারছেন এটি একটি রোমান্টিক গান। প্রেম অসীম, প্রেম অনন্য। প্রেম ছাড়া মানুষ বাঁচতে পারে না। আর প্রেমের এই গানটি গেয়েছেন কন্ঠশিল্পী 'শেং ইন ওয়ান চুই'। শুনুন তাহলে গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো একটি খুবই রোমান্টিক ও সুন্দর চীনা গান। গানের নাম 'সবচেয়ে উজ্জ্বল তারকা'। আর এ গানটি গেয়েছে চীনের একটি নতুন সঙ্গীতব্যান্ড 'থাওভাও চিহুয়'। ব্যান্ডটির চীনা নামের অর্থ হল 'পালিয়ে যাওয়ার পরিকল্পনা'।
এ গানটি চীনের চতুর্থ রক সঙ্গীত দিবসে শ্রেষ্ঠ রক গানের পুরস্কার লাভ করে। এ গানে বলা হয়েছে, আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা/যখন আমি পথ হারিয়ে ফেলি/প্লিজ, আমাকে দিক নির্দেশনা দিও/আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা/তুমি কি জানো, আগে যারা আমার সঙ্গে ছিলো তারা এখন কোথায়?/প্লিজ, আমাকে আস্থা দাও, আমাকে বিশ্বাস দাও...। (শুয়েই/মান্না)