Web bengali.cri.cn   
২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর চাংচিয়াখৌ
  2015-09-12 20:15:02  cri
সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন সুদূর পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান 'মুক্তার কথা'। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু মুক্তা এবং আমি আলিমুল হক।

প্রিয় শ্রোতা, গত ৩১ জুলাই চীনের পেইচিং ও চাংচিয়াখৌ ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর হিসেবে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে পেইচিংয়ের প্রতিবেশী শহর চাংচিয়াখৌর পরিবহন, পর্যটন, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে এ সম্পর্কিত একটি প্রতিবেদন পড়ে শোনাবো।

চলতি বছর ও তার আগের বছর পেইচিং ও চাং চিয়াখৌ'র বেশ কিছু পরিবর্তন হয়েছে।

চীনের একটি কথা প্রচলিত আছে। কথাটা হচ্ছে: 'যদি ধনী হতে চাও, তাহলে প্রথমে সড়ক মেরামত কর'। বিগত ১০ বছরে চীনে দ্রুতগতির রেলওয়ে খাতে ব্যাপক উন্নতি ঘটেছে। পেইচিং থেকে চাংচিয়াখৌ পর্যন্ত দ্রুতগতির রেলপথ নির্মাণের পরিকল্পনা আছে। পেইচিং, ইয়ানছিং ও চাংচিয়াখৌ—এই তিনটি শহরকে যুক্ত করবে এ রেলপথ। শীতকালীন অলিম্পিক গেমস চলাকালে যে-কোনো নিবন্ধিত ব্যক্তি বা দর্শক প্রতিযোগিতার টিকিট দেখিয়ে বিনে পয়সায় সেসব ট্রেনে চড়তে পারবেন। দ্রুতগতির ট্রেন চালু হলে পেইচিং থেকে চাং চিয়াখৌ যাওয়ার সময় তিন ঘন্টা থেকে নেমে আসবে ৫০ মিনিটে। এ সম্পর্কে পেইচিং শীতকালীন অলিম্পিক গেমস আয়োজক কমিটির ভাইস চেয়ারম্যান চাং চিয়ানদং বলেন,

(রে ১)

'চীন এখন পেইচিং ও পেইচিংয়ের কাছাকাছি থিয়ানচিন শহর ও হোপেই প্রদেশ একসাথে উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করছে। চাং চিয়াখৌ হোপেই প্রদেশে অবস্থিত। পেইচিং, থিয়ানচিন ও হোপেই-এর মধ্যে দ্রুতগতির রেলযোগাযোগ চালুর কাজ চলছে। পেইচিং থেকে চাংচিয়াখৌ পর্যন্তও চলবে দ্রুতগতির ট্রেন। গত বছরের শেষ দিকে এ সংক্রান্ত কাজ শুরু হয়েছে। ২০১৯ সাল নাগাদ এ কাজ সম্পন্ন হবে।'

শীতকালীন অলিম্পিক গেমস চাংচিয়াখৌর পর্যটনশিল্পের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। চাংচিয়াখৌ শহরের ছংলি জেলার সুন্দর আবহাওয়া ও স্কি খেলার আধুনিক ব্যবস্থা প্রচুর পর্যটক আকর্ষণ করছে। মিইউয়ানইউনদিং স্কিং পার্কের উপ-পরিচালক মিয়াও জুন এখানকার পর্যটনশিল্প নিয়ে বেশ আশাবাদী। পর্যটকদের জন্য শীতকালে স্কি খেলা, গ্রীষ্মকালে পাহাড়ে ওঠা ও পিকনিকসহ বিভিন্ন সুযোগ-সুবিধা সৃষ্টির কাজ চলছে। এ সম্পর্কে তিনি বলেন,

(রে ২)

'আমাদের পযর্টন এলাকার মোট আয়তন ১০০ বর্গকিলোমিটার। এখানকার ১০ হাজার ঘরে ৩০ হাজার পর্যটক বাস করতে পারেন। এখানে প্রতিবছর আনুমানিক এক কোটি পর্যটক আসেন। শীতকালীন অলিম্পিক গেমসের সফল আয়োজনের পরেও চাংচিয়াখৌ'র পর্যটনশিল্প উন্নয়ন কর্মকাণ্ড চলতে থাকবে।'

গ্রীষ্মকালে ছংলিতে প্রচুর পর্যটক আসেন। মাদাম ওয়াং সপরিবার ছংলিতে বেড়াতে এসেছেন। তিনি পাহাড়ে উঠতে পছন্দ করেন। তিনি মনে করেন, এখানকার আবহাওয়া ভাল। তিনি বলেন,

(রে ৩)

'আমি আমার পরিবার নিয়ে আবার এখানে আসবো শীতকালে। আমরা এখানে স্কি শিখতে চাই।'

ছংলিতে ক্রীড়াসামগ্রীর বিক্রিও বেড়েছে। এখানকার বড় বাজার দেশি-বিদেশি ব্যবসায়ীদের আকর্ষণ করছে। জার্মানির একজন ব্যবসায়ী এ সম্পর্কে বলেন,

(রে ৪)

'পেইচিং ও চাংচিয়াখৌ ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজক শহর নির্বাচিত হওয়ার খবর আমার জন্য আনন্দদায়ক। আমি দেখছি, গত কয়েক বছরে ছংলি'র অবকাঠামো দ্রুত উন্নত হচ্ছে। এটি পর্যটক ও স্থানীয় নাগরিকদের জন্য অনুকূল।'

আমরা বিশ্বাস করি, ২০২২ সালে শীতকালীন অলিম্পিক গেমস্‌ ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের মতই সফল হবে হবে এবং চীনকে বিশ্বের কাছে আরও একবার এক মহান দেশ হিসেবে তুলে ধরবে।

গান

প্রিয় শ্রোতা, এখন আপনাদের চিঠিপত্রের উত্তর দেওয়ার পালা।

বাংলাদেশের গোপালগঞ্জ জেলার সি আর আই ফ্রেন্ডস ক্লাবের কানন রানী টিকাদার তার ইমেলে লিখেছেন, খুব উপভোগ করি আমার প্রিয় চায়না রেডিও ইন্টারন্যাশনাল-এর বাংলা অনুষ্ঠানসমূহ। খবর, প্রতিবেদন, গান সবই আমার ভালো লাগে। সাহিত্য, বিজ্ঞান, বিনোদন, ভ্রমণ, চিকিত্সা, জানা-অজানা নানা আঙ্গিকের নানা স্বাদের অনুষ্ঠান চায়না আন্তর্জাতিক বেতার থেকে নিয়মিত পাই যা আমার ও আমাদের ক্লাবের সকলের মন জয় করতে সক্ষম। একটানা ২/৩ ঘন্টা আপনাদের অনুষ্ঠান শুনতে না-পারলেও প্রতিদিন অন্তত ১/২ ঘন্টা শুনি। আপনাদের অনুষ্ঠানের শ্রবণমান খুব ভালো তাই আমরা পরিস্কারভাবেই সব অনুষ্ঠান সব সময় শুনতে পারি। আমাদের প্রিয় অনুষ্ঠান 'মুক্তার কথা' আসরে আমাদের লেখা পত্রের উত্তর নিয়মিত শুনতে চাই। চীনে এখন আবহাওয়া কেমন? উত্তর জানালে বাধিত হব।

আচ্ছা, কানন রানী টিকাদার, আপনাকে মতামত দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। এখন আমি আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। চীন একটি বড় দেশ। বিভিন্ন জায়গার আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ব্যবধান রয়েছে। দক্ষিণ চীনে যেমন কুয়াংতং, হাইনান, ফুচিয়ান ও তাইওয়ান প্রদেশের আবহাওয়া আসলে বাংলাদেশের মত। গ্রীষ্মকালে গরম বেশি, কিন্তু শীতকালে বেশি ঠাণ্ডা না। কিন্তু উত্তর চীনে গ্রীষ্মকালে বেশি গরম পড়ে না। আর এই মুহূর্তে চীনের রাজধানী পেইচিংয়ে বেশ গরম পড়েছে, বৃষ্টিও হয় মাঝেমধ্যে। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

রাজশাহী জেলার মোঃ উজ্জল হোসেন ইমেলে লিখেছেন, সুপ্রিয় মুক্তা আপু প্রত্রের শুরুতে জানাই প্রাণঢালা সালাম, ভালোবাসা, প্রিতি ও শুভেচ্ছা। আপু ও পরিবারের সবাই কেমন আছেন? অক্লান্ত পরিশ্রম ও অধিক সময় ধরে নানা ঝড়-তুফান এবং অনেক কষ্টের মাঝেও অনেক ত্যাগ স্বীকার করেও CRIএর বাংলা অনুষ্ঠান সঠিক ও সুন্দর এবং মানসম্মতভাবে আমাদের প্রতিনিয়ত উপহার দিয়েই চলেছেন। তাই আরো বেশি ধন্যবাদ জানাই। CRIএর অনুষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ রয়েছি আপনাদের সাথে। আরো ভাল লাগে আপনার অনুষ্ঠান। CRIএর সকল অনুষ্ঠান আমার কাছে বেশ ভাল লাগে। একদিন criএর বাংলা অনুষ্ঠান না শুনলে মনে হয়, কতদিন যাবত CRIএর বাংলা অনুষ্ঠান শুনিনি। যখন সময় পাই তখন ওয়েবসাইট দেখি। আল্লাহ আপনাকে দীর্ঘজীবি করুন।

বন্ধু মোঃ উজ্জল হোসেন, আপনার ইমেলের জন্য ধন্যবাদ। আপনি প্রায় প্রতিদিনই আমাদের লেখেন। আমরা সত্যিই এতে আনন্দিত। আশা করি, আপনার লেখা কখনও বন্ধ হবে না। ধন্যবাদ।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ মানিক উল্লাহ তার ইমেলে লিখেছেন, প্রিয় ভাইয়া এবং আপু হৈমন্তী রাতের শুভেচ্ছা নেবেন। আমি সিআরআই বাংলা বিভাগের একজন নিয়মিত শ্রোতা। সিআরআই বাংলা বিভাগ হতে প্রচারিত সকল অনুষ্ঠান আমার কাছে বেশ ভাল লাগে। তবে বেশি ভাল লাগে এশিয়া টুডে, সুরের ধারায়, কনফুসিয়াস ক্লাসরুম এবং মুক্তার কথা। মুক্তা আপু, আমি যখন কনফুসিয়াস ক্লাসরুম অনুষ্ঠানটি শুনি, তখনই চীনা দার্শনিক কনফুসিয়াস-এর কথা আমার মনে পড়ে যায়। তাই চীনা দার্শনিক কনফুসিয়াস-এর জীবন সর্ম্পকে আপনার কাছে জানতে চাই। পাশাপাশি জানতে চাই চীনা দার্শনিক কনফুসিয়াস-এর নামেই কনফুসিয়াস ক্লাসরুম অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে কি না..? আশা করি আমার প্রশ্নের যথাযথ জবাব দেবেন। পরিশেষে সিআরআই বাংলা বিভাগের সকল কর্মকর্তাদের শুভ কামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।

বন্ধু মানিক উল্লাহ, আপনাকে ইমেল লেখার জন্য ধন্যবাদ জানাই। আমি এখানে কনফুনিয়াস, যা চীনা নাম খংজি—তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব।

কনফুসিয়াস হলেন চীনের কনফুসিয়ান তত্ত্বের প্রতিষ্ঠাতা। দু'হাজার বছর ধরে চীনে কনফুসিয়ান তত্ত্বের প্রভাব শুধু রাজনীতি ও সংস্কৃতি ক্ষেত্রে নয়, বরং চীনাদের চিন্তাধারা ও আচার-আচরণেও প্রতিফলিত হয়ে আসছে। কোনো কোনো বিদেশি পন্ডিত কনফুসিয়ান তত্ত্বকে চীনের ধর্মীয় চিন্তাধারা মনে করেন। আসলে কনফুসিয়ান তত্ত্ব প্রাচীন চীনের মতবাদগুলোর একটি মাত্র। এই তত্ত্ব ধর্ম নয়, এক ধরনের দার্শনিক চিন্তাধারা। চীনে দু'হাজার স্থায়ী সামন্ততান্ত্রিক সমাজে কনফুসিয়াসের চিন্তাধারাকে যথেষ্ঠ মর্যাদা দেওয়া হয়েছে। কনফুসিয়াসের চিন্তাধারা শুধু চীনে প্রভাব বিস্তার করেনি, তার প্রভাব কিছু এশীয় দেশেও বিস্তৃত হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে প্রবাসী চীনা আছেন। কাজেই কনফুসিয়াসের চিন্তাধারা চীন ও এশিয়ার সীমাও ছাড়িয়েছে।

খৃষ্টপূর্ব ৫৫১ সালে কনফুসিয়াসের জন্ম। খৃষ্টপূর্ব ৪৭৯ সালে তার মৃত্যু হয়। তার জন্ম গ্রীসের বিখ্যাত পন্ডিত আরিষ্টোটলের চেয়ে শতাধিক বছর আগে। কনফুসিয়াসের বয়স যখন তিন বছর, তার বাবা মারা যান। তিনি মার সঙ্গে এখনকার পূর্ব চীনের সাংতুং প্রদেশে থাকতেন। কনফুসিয়াসের আসল নাম খুন ছিউ, কনফুসিয়াস হল তার সম্মানসূচক নাম। প্রাচীন চীনে একজনকে সম্মান প্রদর্শনের জন্য লোকেরা তার পারিবারিক উপাধির পিছনে চি যোগ করতেন। কনফুসিয়াসের পারিবারিক উপাধি খুন, তাই সবাই তাকে খুন চি ডাকেন। কনফুসিয়াস একজন বিদ্বান ব্যক্তি। তিনি সারা জীবনে কোনো বড় সরকারি পদে কাজ করেননি। প্রাচীন চীনে পড়াশুনার সুযোগ পাওয়া শুধু অভিজাত পরিবারের সন্তানের অধিকার ছিল। কিন্তু কনফুসিয়াস এ ধারণা ভেঙ্গে দেন। তিনি ছাত্র সংগ্রহ করে তাদের শিক্ষা দিতেন। যে কোনো লোক শিক্ষার ফি হিসেবে অল্প কিছু খাবার বা অন্য জিনিস জমা দিলেই কনফুসিয়াসের ছাত্র হতে পারতেন। কনফুসিয়াস নিজের ছাত্রদের মধ্যে তার রাজনৈতিক মতবাদ ও নৈতিক চিন্তাধারা প্রচার করেন। জানা গেছে, কনফুসিয়াসের প্রায় তিন হাজার ছাত্রের মধ্যে বেশ কয়েকজন পরে বড় পন্ডিত হয়েছিলেন। তারা কনফুসিয়াসের চিন্তাধারা উওরাধিকার সূত্রে গ্রহণ করেছেন এবং তার বিকাশ করেছেন। চীনের সামন্ততান্ত্রিক সমাজে শাসকশ্রেণী কনফুসিয়াসের চিন্তাধারাকে সমর্থন করতেন। তার কারণ, কনফুসিয়াসের কড়া শ্রেণীবিভাগ চিন্তা আর রাজনৈতিক সংস্কারের চিন্তা শাসকশ্রেণীর স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ ছিল। তার এইসব চিন্তাধারা রাজ্যের স্থিতিশীলতা বজায় রাখা আর সমাজের বিকাশের অনুকুল। কনফুসিয়াস মনে করতেন, নীচু স্তরের কর্মকর্তার উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেম অমান্য করা বা ছেলের বাবার কথা অমান্য করা গুরুতর অপরাধ। তার মতে, রাজাকে ভালো করে দেশ শাসন করতে হবে এবং সাধারণ অধিবাসীকে রাজাকে মান্য করতে হবে। একজন লোক একই সময় মন্ত্রী, বাবা ও ছেলে হতে পারেন। তাকে বিভিন্ন অবস্থায় শ্রেণীবিভাগ ও পারিবারিক অবস্থান অনুসারে নিজের দায়িত্ব পালন করতে হবে। এইভাবে দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে। 'লুন ইয়ু' নামক একটি বইয়ে কনফুসিয়াসের চিন্তাধারা বর্ণনা করা হয়েছে। এই বইয়ে কনফুসিয়াসের বক্তব্য আর তার সঙ্গে শিষ্যদের কথাবার্তাও লিপিবদ্ধ করা হয়েছে। প্রাচীন চীনে এই বই পাশ্চাত্য দেশের বাইবেলের মত পবিত্র ছিল। কনফুসিয়াসের মতবাদ প্রাচীনকালের মতবাদ হলেও অনেক বিষয় আজ পর্যন্ত কাজে লাগে। 'লুন ইয়ুতে' কনফুসিয়াসের অনেক উক্তি চীনারা এখনও ব্যবহার করছেন, যেমন কনফুসিয়াস বলেছিলেন: তিনজনের মধ্যে অবশ্যই আমার শিক্ষক আছেন। কনফুসিয়ানের এই কথার অর্থ হল, প্রত্যেকেরই কোনো না কোনো গুণ আছে এবং সবার উচিত সবার কাছ থেকে শেখা।

মোটামুটি এই হচ্ছে কনফুসিয়াস। আর বন্ধু মানিক উল্লাহকে আরও বলছি, ঢাকায় আমাদের সিআরআই এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুমের নামকরণ মহান দার্শনিক কনফুসিয়াসের নামেই করা রয়েছে। আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই।

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের মহ: হাফিজুর রহমান তার ইমেলে লিখেছেন, প্রথমেই আমার ও আমাদের শ্রোতা সংঘের সকলের পক্ষ থেকে আন্তরিক সালাম ও লাল গোলাপ শুভেচ্ছা জানাই। আমি নিয়মিতভাবে চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছি। আমাদের শ্রোতা সংঘের প্রত্যেক সদস্য চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান ও ওয়েবসাইট অত্যন্ত পছন্দ করে। চীন আমার অত্যন্ত প্রিয় দেশ। চীনের ভাষা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি, সামাজিকতা ইত্যাদি সব কিছুই আমাকে ভীষণভাবে আকৃষ্ট করে। আমার এই প্রিয় দেশকে জানতে, সেখানকার মানুষদের জানতে আমি চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনি এবং ওয়েবসাইট দেখি। আপনাদের ওয়েবসাইটে রাখা ভিডিও চিত্র, সাক্ষাত্কার, চিঠিপত্র, সংস্কৃতি, পর্যটন, অর্থনীতি, শীর্ষ সংবাদ, সর্বশেষ নিবন্ধ, মন্তব্যের পাতা, প্রতিবেদন, চীনা সংবাদ, বিশ্ব সংবাদ, দক্ষিণ এশিয়ার খবর, বিশেষ কলাম, সংগীতানুষ্ঠান, চীনের বিশ্বকোষ, ইতিহাসে আজ, ইত্যাদি প্রতিটি বিভাগ অত্যন্ত আকর্ষণীয়, তথ্যপূর্ণ, বস্তুনিষ্ঠ ও উচ্চমানের। প্রতিটি বিভাগ আমাদের দারুণভাবে সমৃদ্ধ করে । আপনাদের সুমিষ্ট কন্ঠস্বর অতুলনীয় যা মনে গভীরভাবে দাগ কাটে। চীন অন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান নিয়মিত শোনার আনন্দই আলাদা। আমরা সকলে মিলে এই আনন্দ ভীষণভাবে উপভোগ করি। আমাদের জন্য সুন্দর, আকর্ষণীয়, মনোগ্রাহী ও অসাধারণ অনুষ্ঠান পরিবেশনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ করে নিলে আমরা চির কৃতজ্ঞ থাকব।

বন্ধু হাফিজুর রহমান, অনেক দিন পর আপনার চিঠি পেলাম। আপনি নিয়মিত লিখছেন না কেন? আপনার ঠিকানা আমাদের কাছে সঠিকভাবেই লিপিবদ্ধ আছে। ঠিকানা পরিবর্তন হলে আমাদের জানাবেন। আমাদের প্রশংসা করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আপনি নিয়মিত আমাদের মতামত দেবেন।

প্রিয় বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ দিকে আমি আপনাদেরকে একজন নতুন শ্রোতার সঙ্গে পরিচয় করিয়ে দেব। তিনি হলেন বাংলাদেশের ফরিদপুর জেলার ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের সুজন ভক্ত। তিনি তাঁর ইমেলে লিখেছেন, অনেক দিন ধরেই CRI-এর বাংলা অনুষ্ঠান শুনে আসছি। আমি 'ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব'-এর নতুন সদস্য। CR-এর বাংলা বিভাগ থেকে প্রচারিত সকল অনুষ্ঠানই আমার খুব ভাল লাগে। সূচিপত্র না থাকার কারণে মাঝে মাঝে অনুষ্ঠান মিস করি। ধন্যবাদ।

আচ্ছা, বন্ধু সুজন ভক্ত, আপনাকে আমাদের অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের ওয়েবসাইটে অনুষ্ঠান সূচি পাবেন। আমাদের অনুষ্ঠান সূচি পেতে নীচের লিঙ্কে ক্লিক করুন: https://bengali.cri.cn/983/2013/12/24/41s140278.htm

আশা করি, আপনি এখন থেকে আমাদের অনুষ্ঠান মিস করবেন না এবং আমাদেরকে নিয়মিত লিখবেন।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আপনারা আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা হলেও আনন্দ পেয়ে থাকেন, তাহলে মনে করবো আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুনতে থাকুন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আমাদের সঙ্গে থাকুন, আমাদের অনুষ্ঠান শুনুন আর আপনার যে-কোনো মতামত বা প্রশ্ন পাঠিয়ে দিন চিঠি বা ই-মেইলের মাধ্যমে।

আমাদের ই-মেইল ঠিকানা হচ্ছে ben@cri.com.cn এবং আমার নিজস্ব ইমেইল ঠিকানা হল caiyue@cri.com.cn। 'মুক্তার কথা' অনুষ্ঠান সম্পর্কিত ইমেইল আমার নিজস্ব ইমেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিনে, একই সময়ে আবার আপনাদের সঙ্গে কথা হবে। ততোক্ষণ সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। (ছাই/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040