n150912.m4a
|
সঙ্গীতানুষ্ঠান
'প্রাণে খুশির তুফান উঠেছে'
মান্না : প্রিয় শ্রোতাবন্ধুরা, শুভেচ্ছা। পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আছি আমি আইরীন নিয়াজী মান্না এবং আমি শিয়েনেন আকাশ।
আকাশ : সুপ্রিয় বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করছি বেশ ভালো লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এ অনুষ্ঠানে আপনাদের বিভিন্ন দেশের শ্রুতিমধুর সব গান শুনাতে চাই। এমন সব গান যেগুলো আপনাদের মন জয় করবে।
মান্না : বন্ধুরা, আজ আমরা আপনাদের বেশ কিছু রবীন্দ্র সঙ্গীত শোনাবো। রবীন্দ্র সঙ্গীত পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আসলে বিশ্ব কবি রচিত গানগুলো যেন এক ধরনের সাধনা। তার সঙ্গীত মনকে আমাদের মনকে প্রশমিত করে; শান্তি দেয়। তিনি নিজের গানকে তিন ভাগে ভাগ করেছেন। প্রেম, প্রকৃতি ও আধ্যাত্ববাদ। আজ এই তিন ঘরণার কিছু গান আপনাদের সামনে উপস্থাপন করবো।
আকাশ : প্রিয় ভাই-বোনরা, অনেক কথা হলো। চলুন এবার আমরা বেশ কয়েকটি রবীন্দ্র সঙ্গীত শুনি। আমরা শুরুতেই কোলকাতার একজন জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুপ্রতীক দাশের কণ্ঠে দু'টি গান শুনবো। প্রথমেই শুনবেন 'তুমি সন্ধ্যারো মেঘমালা' নামের জনপ্রিয় গানটি। (৫)
মান্না : সুপ্রতীক দাশ বাংলাদেশেও একটি জনপ্রিয় নাম। তার ভরাট কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত অন্য এক অন্য ধরনের দ্যোতনার সৃষ্টি করে। বন্ধুরা, এবার আমরা সুপ্রতীক দাশের কণ্ঠে আরেকটি রবীন্দ্র সঙ্গীত শুনবো। আর এ গানটির নাম 'বধু মিছে রাগ করো না, করো না...'। (৭)
আকাশ : বন্ধুরা, রবীন্দ্র সঙ্গীত শিল্পী শ্রাবণী সেনকে আপনারা সকলেই চেনেন। আমরা এখন দুই বাংলার জনপ্রিয় এই কণ্ঠশিল্পীর কন্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের 'মনে হলো যেন প্রিয়' গানটি শুনবো। (৪)
মান্না : শ্রোতাবন্ধুরা, এবার আমরা শ্রাবণী সেনের চমত্কার কণ্ঠে আরেকটি রবীন্দ্র সঙ্গীত শুনবো। আর এ গানটির শিরোনাম 'তবু মনে রেখো.... তবু...'। (৬)
আকাশ : প্রিয় বন্ধুরা, কেমন লাগছে আজকের রবীন্দ্র সঙ্গীতের এ আসর। নিশ্চয় আপনারা বিশ্ব কবির লেখা ও সুর করা গানগুলো উপভোগ করছেন। এখন আমরা সুপ্রতীক দাশের কণ্ঠে আরো একটি চমত্কার রবীন্দ্র সঙ্গীত শুনবো। আর এ গানটির শিরোনাম 'ওরে যায় নাকি জানা'। (৩)
মান্না : এবার আমরা সুপ্রতীক দাশের কণ্ঠে আরেকটি গান শুনবো। আর এখন আপনারা যে গানটি শুনবেন তার নাম 'প্রাণে খুশির তুফান উঠেছে'। (২)
আকাশ : বন্ধুরা, এখন আমরা খ্যাতিমার সঙ্গীত শিল্পী শ্রাবণী সেনের কণ্ঠে আরো একটি রবীন্দ্র সঙ্গীত শুনবো। এখন আমরা শুনবো তার গাওয়া 'আহা তোমার সঙ্গে প্রাণের...' গানটি। (৮)।
মান্না : সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল : .....................। আমাদের ফোন নম্বর হলো : ০০৮৬১০৬৮৮৯২৪২০।
আকাশ : বন্ধুরা, এবার তাহলে বিদায়। আগামীতে আবারও আপনাদের সাথে কথা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (মান্না/আকাশ)