Web bengali.cri.cn   
নাটক 'তারকাশোভিত রাত'
  2015-09-13 15:49:48  cri


ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে"। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ।

ক: সুপ্রিয় শ্রোতা, এখন চীনে শরতকাল চলছে। সবচেয়ে সুন্দর ঋতু। এসময়টি গরমও নয় আবার শীতও নয়। হালকা বৃষ্টি, হালকা বাতাস। সত্যি খুবই মুগ্ধকর।

ট: হ্যাঁ। এখন বাংলাদেশের শীতকালের কথা আমার খুব মনে পড়ছে। বলতে গেলে আমি মনে মনে বাংলাদেশের শীত অনুভব করা শুরু করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, মধুর ক্যান্টিন, হাকিম চত্বরের মামার চায়ের দোকান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আড্ডা-এসব কিছু আমার খুব মনে পড়ছে।

ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আকাশ এবং তারার কথাও মনে পড়ছে।

তারা: তুমি আমাকে এভাবে প্রতিদিন একটি করে ফুল দাও। এটি আমাকে অনেক মুগ্ধ করে।

আকাশ: তুমি আমার উপহার নাও, এর মানে তুমি আমার মন নিয়েছো।

তারা: তুমি যদি সবসময় আমার সাথে এ রকম কর, তাহলে আমি অবশ্যই তোমাকে নিয়ে মনের দিক থেকে এগিয়ে যাবো। কারণ তুমি যা করছো, তা আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে। তুমি এটা চাও বা আমার সত্য ভালবাসা চাও?

আকাশ: আমি, আমি, আমি সত্যি সত্যি তোমার সত্য ভালবাসা চাই। ঠিক আছে, আমি এখন কি করব, বল?

তারা: তুমি এখন আর আমাকে ফুল দেবে না। আমরা দুই বছর পর দেখি, সত্যি আমরা পরস্পরকে ভালবাসবো কি না, কেমন?

আকাশ: ঠিক আছে, আমরা তাহলে এখন থেকে সেই আগের মতোই বন্ধু। তোমার কোনো চিন্তা নেই, কেমন? তোমার যা খুশি, তাই করবো।

ট: এভাবে দু'টি বছর পার হয়ে যায়। এসময় আকাশ এবং তারার মধ্যে অনেকবার দেখা হয়েছে। যতবারই দেখা হয়েছে, পরস্পরের চোখে যখন চোখ পড়েছে ততবারই তারা লজ্জায় লাল হয়ে অন্যদিকে চলে গেছে।

সময় নদীর স্রোতের মতোই পার হয়ে যায়। এমনকি আকাশ এবং তারাও স্নাতক পরীক্ষা শেষ করে ফেলে। স্নাতক পরীক্ষা শেষ হওয়া উপলক্ষ্যে আয়োজিত পার্টির সময় প্রত্যেক সহপাঠী পরস্পরকে একটি ছোট চিঠি লেখে।

তারাও আকাশকে একটি চিঠি লেখে। তারপর সবাই একসাথে উত্তরায় গিয়ে নৌকায় চড়ে পুকুরে ঘুরে বেড়ায়। এর মধ্যে হঠাত বাতাস এবং ঝড় ওঠে। সহপাঠীরা সবাই নৌকার মধ্যে অনেক হৈ চৈ করে, মজা করে।

দ্বিতীয় দিন আকাশ লক্ষ্য করে, সবার চিঠি আছে কিন্তু তারার দেওয়া চিঠিটা নেই। আকাশ খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। সে তখন উত্তরা গিয়ে সারা দিন সেই পুকুরে তারার চিঠি খুঁজতে থাকে। কিন্তু সে খুঁজে পায় না।

স্নাতক শেষ করে তারা কানাডার কুইবেকে গিয়ে মাস্টার্স ডিগ্রি শুরু করে।

হঠাত একদিন আকাশ তারার একটি চিঠি পায়। তারা লিখেছে,

তারা: আকাশ, আমি তোমাকে স্নাতক পার্টিতে যা লিখেছি তা তোমার এখন মনে আছে? এখানে এখন গ্রীষ্মকাল। তুমি যখন আমাকে প্রতিদিন গোলাপ ফুল দিতে ঠিক সেই সময়ের মত আবহাওয়া। প্রতিরাতে বৃষ্টি শেষে ঘাসের উপর বসে আকাশ ও তারার দিকে তাকিয়ে থাকি আমি...।

(গান)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040