Web bengali.cri.cn   
ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান
  2015-09-11 18:18:50  cri
বন্ধুরা, আমি প্রিয় ১০০টি ইংরেজি গানের একটি লিস্ট গোছগাছ করে রেখেছিলাম মনে আছে তো আপনাদের। তাহলে আজ বন্ধুদের এ লিষ্টের বাকী গানগুলো শোনাবো। আশা করি আপনারা পছন্দ করবেন।

প্রিয় শ্রোতা, আজকের অনেক গানের কথায় উঠে এসেছে ভালবাসার গল্প। ভালবাসা ছাড়া আমাদের জীবন অর্থহীন। জীবনে বন্ধুত্বও খুবই গুরুত্বপূর্ণ। ভালবাসা ভেঙে গেছে, কিন্তু যদি বন্ধুরা পাশে থাকে আমরা জানি, সবকিছু ভাল হয়। জীবনে সব শেষ হয়ে যেতে পারে কিন্তু বন্ধুত্ব চিরদিনের মত থাকবে। তাহলে শুনুন 'Robbie William'এর গাওয়া গান 'Eternity'।

'The Suburbs' কানাডার একটি সঙ্গীত ব্যান্ড। ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ৪টি সঙ্গীত album প্রকাশিত হয়েছে তাদের। আজ শুনবো তাদের গান 'Arcade Fire'। এ গানে ব্যান্ড সদস্যদের তারুণ্যের সময়ের কানাডার উপকণ্ঠে বসবাসের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। তাহলে শুনুন গানটি।

বন্ধুরা, আপনারা কি ভেবেছেন আপনাদের আগামী ২০ বছরের জীবনে কী ঘটবে? কী বড় পরিবর্তন হতে পারে জীবনে? জগতে আরো কোনো নতুন প্রযুক্তি আসবে? আমাদের জীবন আরো নিকটতম হবে? নিজের স্বপ্ন কি বাস্তবায়িত হবে এবার? তাহলে শুনুন ব্রিটিশ সঙ্গীত ব্যান্ড 'Placebo'এর 'Twenty years to go'।

বন্ধুরা, আপনারা কি 'Placebo'র গানটি পছন্দ করেছেন? তাদের গানের কথার বেশ গভীর তাত্পর্য রয়েছে। শুনলে বেশ ভাল লাগে। তাহলে এবার তাদের 'every me every you' গানটি শুনুন।

শ্রোতাবন্ধুরা, ব্রিটিশ গায়ক 'Sam Smith' আপনাদের মনে আছে? আমি তার কয়েকটি গানের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম সবাইকে। তিনি বয়সে বেশ তরুণ এবং বুদ্ধিমান। কিন্তু জনপ্রিয় হওয়ার আগে তার জীবনে অনেক কষ্ট ছিলো। সেই দূ:খ-বেদনাই মাঝে মাঝে তার গানে উঠে এসেছে। সেজন্য তার গান শুনে কখনো কখনো চোখ যেন জলে ভরে ওঠে। তাহলে শুনুন 'stay with me' নামের চমত্কার কথা ও সুরের গানটি।

'LMNT' একটি মার্কিন সঙ্গীত ব্যান্ড। ব্যান্ডের চারজন সদস্য যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নেয়। তারপর তারা 'LMNT' ব্যান্ড প্রতিষ্ঠা করে। তাদের গানে আনন্দময় ভালবাসার গল্প রয়েছে। তাহলে শুনুন 'Juliet' শিরোনামের গানটি।

'Hooverphonic' হচ্ছে বেলজিয়ামের একটি সঙ্গীত ব্যান্ড। তাদের গান শুনে মনে হয় যেন একটি রহস্যজনক ফুলের বাগানে প্রবেশ করেছি। আপনারা শুনতে আগ্রহী তাদের গান? তাহলে শুনুন 'When you know' গানটি।

নরওয়ের 'Rolf lovland' ও আয়ারল্যান্ডের নারী বেহালাবাদক 'Secret Garden' একটি সঙ্গীত ব্যান্ড প্রতিষ্ঠা করেছেন। তাদের গানের স্টাইল ইউরোপের আবহাওয়ার মত অপূর্ব। তাহলে শুনুন তাদের 'Nocturne' গানটি।

বন্ধুরা, আজকের 'ইউরোপীয় ও আমেরিকান' সঙ্গীত অনুষ্ঠান এখানেই শেষ করছি। আশা করি গানগুলো আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনারা ইউরোপীয় ও আমেরিকান গায়ক বা গায়িকার কোনো গান শুনতে আগ্রহী হন, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাবেন।

আমাদের ইমেল ঠিকানা: wangcuiyang@gmail.com। চিঠিতে প্রথমে লিখবেন, ইউরোপীয় ও আমেরিকান সঙ্গীত প্রস্তাব।

আপনাদের চিঠি বা ইমেলের অপেক্ষায় রইলাম। আজকের মতো তাহলে এখানেই বিদায়। আগামীতে আবারও আপনাদের সঙ্গে কথা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। যাই চিয়ান।(জিনিয়া ওয়াং/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040