0908minyue
|
বন্ধুরা, যে সুর মাত্র শুনলেন সেটা হল চীনের কুচেং ও বাঁশি দিয়ে বাজানো 'ফু থি শু' সুরটি।
শুনুন, চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র দিয়ে বাজানো চলচ্চিত্র 'টাইটেনিক'-এর সুর 'মাই হার্ট ওয়েল গো আন'।
হু ইয়াং গাছ উত্তর চীনে প্রায় দেখা যায়। এ গাছ শুকনো আবহাওয়াতেও খুব খুব সুন্দরভাবে বড় হতে পারে। তাই উত্তরাঞ্চলীয় চীনা মানুষের মনে হু ইয়াং হলো ধৈর্য্যশীল এক রকমের গাছ। শুনুন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বাজানো সুর 'হু ইয়াং'।
চীনের ছিং হাই অঞ্চল খুব সুন্দর। সেখানে সুন্দর পাহাড় ও হ্রদ আছে এবং নিজস্ব বৈশিষ্টময় রীতিনীতি রয়েছে। শুনুন সুর 'ছিং হাই ছি'।
চীনের 'ইন ইয়াং' দর্শনে 'থাই চি' একটি প্রতীক। শুনুন সুর 'থাই চি'।
অবশেষে শুনুন 'শিয়াও আও চিয়াং হু' সুরটি।
সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নিতে হচ্ছে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। চাই চিয়ে। (স্বর্ণা/মান্না)