Web bengali.cri.cn   
চীনের বিজ্ঞান কল্পকাহিনী বা সায়েন্স ফিকশন (Sci-Fi) 'Hugo Award' লাভের পর পর বাজারে Sci-Fi বই চালু হওয়া
  2015-09-08 18:36:13  cri

চীনা লেখক লিউ ছি সিন'র সায়েন্স ফিকশন সম্প্রতি 'Hugo Award' লাভ করেছে। তারপর বিশ্বের বিভিন্ন বাজারে বইটি দ্রুত ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি আয়োজিত ২০১৫ পেইচিং আন্তর্জাতিক প্রকাশনা ফোরামে দেশি-বিদেশি অনেক বিশ্ববিখ্যাত প্রকাশনা মহল অংশ নিয়েছে। তাদের প্রচুর প্রকাশনা কর্ম সেখানে তুলে ধরা হয়েছে। তা ছাড়া, এ প্রকাশনা মেলার বাণিজ্যিক লাভজনক দিকও আছে। ফোরামে বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে কোনো বিস্তারিত আলোচনা না হলেও, চীনা লেখক এবং তার ছিলো আলোচনার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ প্রত্যেক অংশগ্রহণকারী বইটি পড়েছেন এবং তা খুবই পছন্দ করেছেন।

চীনের প্রকাশনা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লি ইয়েন বলেছেন, আন্তর্জাতিক পুরস্কার পাওয়ায় তা চীনা প্রকাশনা মহলের জন্য একটি ইতিবাচক অর্জন। তিনি বলেন,

"আমি মনে করি, চীনা প্রকাশনা মহল, বিদগ্ধ সমাজ এবং আমাদের লেখকদের জন্য তা একটি চমত্কার উদাহরণ। মো ইয়েন, লিউ ছি সিন খুবই বুদ্ধিমান লেখক, তাদের বই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় প্রমাণিত হয়েছে যে, আমাদের সংস্কৃতি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।"

আসলে Hugo Award' লাভের আগেই চীনের সায়েন্স ফিকশন (Sci-Fi) ভক্তরা বইটি পড়েছেন এবং পছন্দ করেছেন। চীনের বাজারে বইটির দশ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে, যা একটি রেকর্ড সৃষ্টি করেছে। তবে, চীনের বই বাজারে সায়েন্স ফিকশন গল্পের সংখ্যা কমে গেছে। বর্তমানে খুব অল্প পরিমাণ বিজ্ঞান কল্পকাহিনী প্রকাশিত হয়ে থাকে। তিনি আরো বলেন,

"গত দু'বছর ধরে, প্রকাশনী বাজারে চীনা সাহিত্য কর্মের মধ্যে সায়েন্স ফিকশন বিষয়ক বই উল্লেখযোগ্য হারে কমেছে।"

লি বলেছে যে, এবার পুরস্কার পাওয়ায় অনেক পাঠক সায়েন্স ফিকশনের প্রতি আগ্রহী হয়ে উঠেছে। কিন্তু শুধু একটি বই পাঠকদের সে চাহিদা পূরণ করতে পারে না।

এদিকে বইটি যুক্তরাষ্ট্রের ফিকশন ভক্তদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে রয়েছে বিখ্যাত সিরিজ বই র লেখক--George Martin। তিনি অনেক বার নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। বইটি নিয়ে লি ইয়েন মনে করে, র চমত্কার অনুবাদ বইয়ের সাফল্যের সঙ্গে অচ্ছেদ্য। সেজন্য চীনা বই আন্তর্জাতিক সাহিত্যিক মহলে সাফল্য অর্জন করেছে, যা খুবই চমত্কার।

বন্ধুরা এবার বইটির ঘটনা সংক্ষেপে আপনাদের বলছি। আধুনিক চীনের ঐতিহাসিক সাংস্কৃতিক বিপ্লবের সময়, ১৯৬৬ সালে একটি গোপন সামরিক প্রকল্প থেকে মহাশূন্যে একটি সংকেত পাঠানো হয়, ভিনগ্রহের অধিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। ভিনগ্রহের সেসব প্রাণীদের মধ্যে একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত জাতি সে সংকেতটি পায় এবং তারা পৃথিবী দখলের সিদ্ধান্ত নেয়। এ সময় পৃথিবীতে তাদের স্বাগত জানিয়ে দুর্নীতিগ্রস্ত এ সমাজকে ভেঙ্গে দেওয়া অথবা তাদের আক্রমণ প্রতিরোধ করার মতো কাজ শুরু হয়। তো কি হয়েছিলো বন্ধুরা... সেটা জানার জন্যই বইটি আপনাদের পড়তে হবে। কারণ বইটির মাধ্যমে পাঠক চলে যায় কল্পনার গভীর সমুদ্রে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040