

snti
|
চীনা লেখক লিউ ছি সিন'র সায়েন্স ফিকশন সম্প্রতি আয়োজিত ২০১৫ পেইচিং আন্তর্জাতিক প্রকাশনা ফোরামে দেশি-বিদেশি অনেক বিশ্ববিখ্যাত প্রকাশনা মহল অংশ নিয়েছে। তাদের প্রচুর প্রকাশনা কর্ম সেখানে তুলে ধরা হয়েছে। তা ছাড়া, এ প্রকাশনা মেলার বাণিজ্যিক লাভজনক দিকও আছে। ফোরামে বিজ্ঞান কল্পকাহিনী নিয়ে কোনো বিস্তারিত আলোচনা না হলেও, চীনা লেখক এবং তার চীনের প্রকাশনা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট লি ইয়েন বলেছেন, "আমি মনে করি, চীনা প্রকাশনা মহল, বিদগ্ধ সমাজ এবং আমাদের লেখকদের জন্য তা একটি চমত্কার উদাহরণ। মো ইয়েন, লিউ ছি সিন খুবই বুদ্ধিমান লেখক, তাদের বই আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় প্রমাণিত হয়েছে যে, আমাদের সংস্কৃতি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে।"
আসলে "গত দু'বছর ধরে, প্রকাশনী বাজারে চীনা সাহিত্য কর্মের মধ্যে সায়েন্স ফিকশন বিষয়ক বই উল্লেখযোগ্য হারে কমেছে।"
লি বলেছে যে, এবার এদিকে বন্ধুরা এবার বইটির ঘটনা সংক্ষেপে আপনাদের বলছি। আধুনিক চীনের ঐতিহাসিক সাংস্কৃতিক বিপ্লবের সময়, ১৯৬৬ সালে একটি গোপন সামরিক প্রকল্প থেকে মহাশূন্যে একটি সংকেত পাঠানো হয়, ভিনগ্রহের অধিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। ভিনগ্রহের সেসব প্রাণীদের মধ্যে একটি প্রায় ধ্বংসপ্রাপ্ত জাতি সে সংকেতটি পায় এবং তারা পৃথিবী দখলের সিদ্ধান্ত নেয়। এ সময় পৃথিবীতে তাদের স্বাগত জানিয়ে দুর্নীতিগ্রস্ত এ সমাজকে ভেঙ্গে দেওয়া অথবা তাদের আক্রমণ প্রতিরোধ করার মতো কাজ শুরু হয়। তো কি হয়েছিলো বন্ধুরা... সেটা জানার জন্যই বইটি আপনাদের পড়তে হবে। কারণ বইটির মাধ্যমে পাঠক চলে যায় কল্পনার গভীর সমুদ্রে।




