Web bengali.cri.cn   
সুরের ধারায় ০৯/০৭'সাইকেল প্রেমিক'
  2015-09-07 15:57:56  cri

 


বন্ধুরা, এখন আমার সঙ্গে চলুন সঙ্গীতের দুনিয়ায়। আপনাদের একটি মধুর চীনা গান শোনাবো। এ গান চীনের কন্ঠশিল্পী চাং লিয়াং ইয়ং-এর গাওয়া।

সাম্প্রতিক বছরগুলোতে চীনে বিভিন্ন ধরনের সঙ্গীত প্রতিযোগিতা আয়োজিত হয়। এবং তা অসংখ্য সঙ্গীতপ্রেমীদের জন্য নিজের সামর্থ্য তুলে ধরার একটি মঞ্চ এনে দিয়েছে। এ মঞ্চে অনেক তরুণ তরুণী নিজের সঙ্গীত স্বপ্ন বাস্তবায়ন করেছেন এবং জনসাধারণের মাঝে জনপ্রিয় হয়েছেন। চাং লিয়াং ইং তাদের মধ্যে অন্যতম এবং এখন তার সঙ্গীতব্রতের উন্নয়ন অনেক সুষ্ঠু।

আজকের এই দুটি গানের নাম হল "তোমাকে অপেক্ষা করি" এবং I miss you।

বন্ধুরা, এখন শুনুন চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ওয়াং লি হুংয়ের গাওয়া "তুমি আমার মনের গান" নামে গানটি। এটি খুব মধুর গান। এটি শুধু প্রেমিক প্রেমিকার জন্য রচনা করা হয়েছে। আচ্ছা আমরা একসাথে গানটি শুনি।

প্রিয় শ্রোতা, চীনের অনেক চলচ্চিত্রেই একটি কমন দৃশ্য দেখা যায়। দৃশ্যটি হচ্ছে: ছেলে সাইকেল চালাচ্ছে ছায়াঢাকা গ্রীষ্মের পথে; পেছনে বিপুল আবেগ নিয়ে বসে আছে সুন্দর একটি মেয়ে। হ্যাঁ, দৃশ্যটি নিশ্চয়ই আর ব্যাখ্যা করার দরকার নেই। বড়ই রোমান্টিক সে দৃশ্য! এ যেন সাইকেলে চড়ে খোদ প্রেমের পথচলা!! আসুন আমরা এখন এমন একটি গান শুনবো যার শিরোনাম "সাইকেল প্রেমিক"; গেয়েছেন কন্ঠিশিল্পী হৌ সিয়ান।

প্রিয় মানুষের সঙ্গে অনেক মিষ্টি, সুখের এবং মনমুগ্ধকর মূহূর্ত আছে, তাই না? এ মুহূর্তগুলো সত্যিই মূল্যবান। আসুন এখন শুনি "আমাদের ছোট ছোট সুখ" নামের একটি গান। গেয়েছে সঙ্গীত ব্যান্ড "তা মাই মাই"।

এবার আবারও আমি আপনাদের গান শোনাতে চাই। কি শুনবেন তো? এই গানটি হলো আমার খুব প্রিয় কন্ঠশিল্পী ইয়ু খো উই-এর গাওয়া। মজার বিষয় হল তিনিও "সুপারগল" নামে সঙ্গীত প্রতিযোগিতা থেকে জয়ী হয়ে বিখ্যাত হয়েছেন। তার কন্ঠ খুব মধুর এবং পানির মত পরিস্কার। আজকে তার গাওয়া "হৃদয়কে উষ্ণকরণ" নামে একটি গান আপনাদের শোনাবো। গানে বলা হয়েছে: তোমার কাছে থাকলে আমার খুব নিরাপদ লাগে। তোমাকে জানাতে চাই, তোমার চেয়েও আমি তোমাকে আরো বেশি ভালোসি। তোমার যত্ন আমার হৃদয়কে উষ্ণ করেছে। যেন গ্রীষ্মকালের বাতাসের মত মধুর। আচ্ছা বন্ধুরা আমরা একসাথে এই প্রেমের গানটি শুনি। (সঙ্গীত)

এখন আপনাদের শোনাবো চীনের হংকংয়ের কন্ঠশিল্পী ছেন ই সুনের গাওয়া "বাইরের বিশ্ব" শিরোনামে একটি গান। গানে বলা হয়েছে: বাইরের বিশ্ব খুব চমত্কার, বাইরের বিশ্ব অনেক কঠিন। যদি তুমি মনে করো বাইরের বিশ্ব অনেক চমত্কার, তাহলে আমি মন থেকে তোমার শুভকামনা করি। যদি তুমি মনে করো বাইরের বিশ্ব অনেক কঠিন, আমি ঠিক এখানেই তোমার জন্য অপেক্ষা করি। আচ্ছা বন্ধুরা, আমরা একসাথে গানটি শুনি (সঙ্গীত)

এখন আপনাদের শোনাতে চাই চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ওয়াং রো লিনের গাওয়া দু'টি গান।

ওয়াং রুওলিন চীনের নতুন প্রজন্মের একজন বিখ্যাত গায়িকা। ১৯৮৮ সালে চীনের তাইওয়ানে জন্ম গ্রহন করেন তিনি । তাঁর বাবা একজন বিখ্যাত সংগীত বিশেষজ্ঞ, তাই উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর ওয়াং রুওলিন আর শিক্ষা গ্রহন করেননি। তিনি তাঁর বাবার ব্রত চালিয়ে গিয়েছেন। তিনি পিয়ানো বাজাতে পছন্দ করেন, তিনি গিটার বাজাতে পছন্দ করেন এবং তিনি গান গাইতে সবচেয়ে পছন্দ করেন। এ ছাড়া, তিনি নিজেও গান লিখতে পারেন। তাঁর গানের রীতি হলো জাজ তাই তাঁর সুরে রয়েছে কিছু অলসতা। তাঁর গান শুনলে আপনারা বাড়ির সোফার উপরে সূর্যালোকের উষ্ণতা অনুভব করতে পারবেন। তাই আজকের সংগীতনুষ্ঠান সুরের ধারায় আমার সংগে ওয়াং রুওলিনের কয়েকটি প্রতিনিধিত্বশীল গান শুনবেন। প্রথমে শুনুন 'লাভ ইউ' এবং ' কান্ট টেক মাই আইজ অফ ইউ' নামক দুটি গান।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040