Web bengali.cri.cn   
সান্তাক্লজের মহা সম্মেলন
  2015-09-07 15:43:10  cri

আপনারা নিশ্চয়ই সান্তাক্লজের নাম শুনেছেন, তাইনা?

হ্যাঁ, বলা হয়ে থাকে, সান্তাক্লজ মানুষের স্বপ্ন বা আশা পূরণ করেন এবং বড় দিনে ছোট শিশুদের বিছানায় রাখা মোজায় মিষ্টি ও উপহার দেন।

সম্প্রতি সান্তাক্লজদের একটি বিশেষ সম্মেলন আয়োজিত হয় ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।

আপনি কি এমন দৃশ্য কল্পনা করতে পারেন, বিশ্বের ১৫টি দেশ ও অঞ্চলের ১২৫ জন সান্তাক্লজ কোপেনহেগেনে এ সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন হলে এত বেশি সান্তাক্লজ একসাথে বসে আছেন, সবাই লাল কাপড় পরা এবং সবার মুখে সাদা দাড়ি। এমন দৃশ্য ছোট শিশুদের সবচেয়ে পছন্দ হবে, তাইনা? সম্মেলনের সময়সূচিতে উল্লেখ আছে ডেনমার্কের দর্শনীয় স্থান পরিদর্শন করা, সান্তাক্লজদের ক্রীড়া প্রতিযোগিতা ইত্যাদি ইত্যাদি।

এ ছাড়া সান্তাক্লজরা পেশাদার বিষয় নিয়েও আলোচনা করেন, যেন জাতিসংঘের সম্মেলনের মতই পেশাদার। যেমন সান্তাক্লজদের ওজন কমানো, বিভিন্ন দেশের শিশুদের লেখা চিঠি নিয়ে আরও তাড়াতাড়ি সাড়া দেওয়া এবং জলবায়ু উষ্ণ হওয়ায় কি কি ঝুঁকির সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি। খুবই মজার না?

ভেবে দেখুন, আমাদের সান্তাক্লজরা মানুষের স্বপ্ন বাস্তবায়ন ছাড়া খুব গুরুগম্ভীর বিষয় নিয়েও চিন্তা করেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040