Web bengali.cri.cn   
পেইচিংয়ে সি চিন পিংয়ের সঙ্গে মিয়ানমারর প্রেসিডেন্টের সাক্ষাত
  2015-09-04 16:57:39  cri
সেপ্টেম্বর ৪: মিয়ানমারের প্রেসিডেন্ট উ থেইন সেইন আজ (শুক্রবার) পেইচিংয়ের মহা গণভবনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাত করেন। এসময় প্রেসিডেন্ট সি চীনের 'ভি-ডে প্যারেডে' অংশ নেওয়ায় প্রেসিডেন্ট উ'কে ধন্যবাদ জানান।

সাক্ষাতে সি চিন পিং বলেন, তার দেশ মিয়ানমারের প্রাকৃতিক দুর্যোগকবলিত অঞ্চলসমূহে সাহায্য-সহযোগিতা দেওয়া অব্যাহত রাখবে। দু'দেশের মধ্যে সীমান্ত-বাণিজ্য সুষ্ঠুভাবে চলবে এবং সাংস্কৃতিক আদান-প্রদান বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

জবাবে, মিয়ানমারের প্রেসিডেন্ট দীর্ঘকাল ধরে তার দেশকে সাহায্য-সহযোগিতা দিয়ে আসায় চীনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, তার দেশ চীনের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে ইচ্ছুক।(আকাশ/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040