Web bengali.cri.cn   
তিব্বতের লাসা শহরের ইউনিট পরিবার এবং পরিবারগুলোর যৌথ উদ্যোগ
  2015-09-09 19:05:43  cri


আপনি হয়ত জানতে চাইবেন: 'সুয়াং লিয়ান পরিবার' মানে কী? আসলে এটা ২০১৩ সাল থেকে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হওয়া একটি নীতি। এখানে প্রতি ৫ থেকে ১০টি পরিবার নিয়ে এখানে একটি করে 'ইউনিট পরিবার' গঠিত হয় এবং একজন এই ইউনিট পরিবারের প্রতিনিধি নির্বাচিত হন। সরকার এ ইউনিট পরিবারকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এসব সুযোগ-সুবিধার জন্য পরিবারগুলোকে কোনো অর্থ খরচ করতে হয় না। লাও সিয়াং ফেং ফু তিব্বতি রেস্তোরাঁ'-র দায়িত্বশীল ব্যক্তি তান ছিয়াং পা কুও কমিউনিটির ইউনিট পরিবারগুলোর প্রতিনিধিদের একজন। ২০১৪ সালে তার উদ্যোগে ১৩টি ইউনিট পরিবারের ৯৯টি পরিবার যৌথভাবে চালু করেন লাও সিয়াং ফেং ফু তিব্বতি রেস্তোরাঁ। এ রেস্তোরাঁ প্রতিষ্ঠা প্রসঙ্গে তান ছিয়াং বলেন, "প্রতিটি গ্রামে রয়েছে একটি করে সরকারি কর্মদল। এ দলগুলো আমাদের সামনে দারিদ্র্যবিমোচন পরিকল্পনা তুলে ধরেন। আমি একটি ইউনিট পরিবারের প্রতিনিধি এবং আমি তাদের সঙ্গে অন্য প্রতিনিধিদের সহায়তায় রেস্তোরাঁ খোলার ব্যাপারে আলোচনা করি। আমাদের তখন ভেবেছিলাম, যেহেতু পা কুও কমিউনিটি লাসার বিখ্যাত দর্শনীয় স্থান জোখাং মন্দিরের কাছে অবস্থিত, সেহেতু এখানে পর্যটকের সংখ্যা বেশী। আর এসব পর্যটকের চাহিদার কথা মাথার রেখে আমরা একটি রেস্তোরাঁ খুলতে পারি।"

পা কুও কমিউনিটির কর্মকর্তার সহযোগিতা পান ছাং তান। তার সাহায্যে ছাং কুয়ান অঞ্চলের সরকার ছাং তানের পরিকল্পনায় ২ লাখ ৩০ হাজার ইউয়ান বরাদ্দ দেয় এবং ইউনিট পরিবারগুলো ১ লাখ ২০ হাজার ইউয়ান বিনিয়োগ করে। ২০১৪ সালের নভেম্বর মাসে রেস্তোরাঁ চালু হয় এবং এক বছরের মধ্যেই রেস্তোরাঁ-ব্যবসা জমে ওঠে।

ছাং তান বললেন, "বর্তমানে আমাদের প্রতিদিনের আয় ৬-৭ হাজার ইউয়ান। গড়ে দৈনিক সাড়ে ছয় হাজার ইউয়ান আয় ধরলে আমাদের বাত্সরিক আয় প্রায় ২৪ লাখ ইউয়ান। আনুষঙ্গিক ব্যয় ১২ লাখ ইউয়ান বাদ দিলে আমাদের বাত্সরিক নিট আয় দাঁড়ায় ১২ লাখ ইউয়ান। রেস্তোরাঁয় শেয়ার আছে ৯৯টি ইউনিট পরিবারের। এর মানে রেস্তোরাঁ থেকে গড়ে প্রতিটি পরিবারের বাত্সরিক আয় হয় প্রায় ১০ হাজার ইউয়ান করে।"

ছাং তান জানান, তিনি ও একাধিক বাবুর্চি প্রতিদিন রেস্তোরাঁয় কাজ করেন এবং বাকি পরিবারগুলোর মধ্যে পর্যায়ক্রমে অন্য ১০টি পরিবারের সদস্য এখানে কাজ করেন। যারা এখান একাজ করেন তাদের বেতন আলাদা।

রেস্তোরাঁ-ব্যবসা ভাল চলছে এবং ছাং তান নিজের কমিউনিটির জন্য কিছু করতে চান। কমিউনিটির অন্য পরিবারের সাহায্যার্থে তিনি তাদের আয়ের একটি অংশ আলাদা করে রাখেন। এ প্রসঙ্গে ছিয়াং তান বলেন, "আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি যে, রেস্তোরাঁর আয়ের ২০ শতাংশ কমিউনিটির অন্য পরিবারগুলোর সাহায্যার্থে ব্যয় করা হবে। যেমন, এ অর্থ দরিদ্র পরিবারের সদস্যদের চিকিত্সায় ব্যয় হবে। আসলে সরকারের নীতি ভাল। আমাদের অধিকাংশেরই চিকিত্সাবীমা আছে। সেক্ষেত্রে এ তহবিল থেকে দরিদ্র ও অসুস্থ মানুষের জন্য পুষ্টিকর খাবার কিনে দেওয়া যেতে পারে। "

কমিউনিটিতে 'সুয়াং লিয়ান পরিবার'-এর এ ভাল উদ্যোগের কথা ছেং কুয়ান অঞ্চল গোটা লাশা শহরে প্রচার করতে চায়। লাসা শহরের প্রচার বিভাগের প্রধান চাই সিন পিং বলেন, "আমরা 'উই চ্যাট'-এ 'সুখি পরিবার-সুয়াং লিয়ান পরিবার' নামে একটি প্ল্যাটফর্ম খুলেছি। এ প্ল্যাটফর্মে সংশ্লিষ্ট ভিডিও প্রকাশ করা হয়। গত মাসে আমরা লাও সিয়াং ফেং ফু তিব্বতি রেস্তোরাঁ'র একটি ভিডিও আপলোড করেছি। এখন গোটা লাসা শহরের ইউনিট পরিবারগুলো এ ভিডিও দেখতে পারছে। তারাও 'লাও সিয়াং ফেং ফু তিব্বতি রেস্তোরাঁ'র কাছ থেকে কিছু শিখতে পারে।"

২০১৩ সালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে চালু হয় 'ইউনিট পরিবারের আয় বৃদ্ধি ও নিরাপত্তা' নামক কর্মসুচি। সরকার ক্ষুদ্রঋণ দেওয়াসহ নানা উপায়ে মানুষকে নিজস্ব ব্যবসা দাঁড় করাতে উত্সাহ দিচ্ছেন। সরকারের সমর্থনের পাশাপাশি এ বিষয়ে ইউনিট পরিবারগুলোর প্রতিনিধিরাও অনেক কাজ করছেন। 'লাও সিয়াং ফেং ফু তিব্বতি রেস্তোরাঁ'র দায়িত্বশীল ব্যক্তি হিসেবে ছাং তান ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী। তিনি আশা করেন, আরও বেশি কমিউনিটি বাসিন্দা পরিশ্রমের মাধ্যমে নিজেদের আয় বাড়াতে সচেষ্ট হবেন।

ছাং তান বলেন, "আমরা রেস্তোরাঁ'র একটি শাখা খুলব। আমি সরকারের কাছে এ প্রকল্পের অনুমোদন চেয়েছিলাম এবং অনুমোদন পেয়েছিও। এ প্রকল্পে সরকার আমাদের ৩ লাখ ইউয়ান বরাদ্দও দিয়েছে। আমাদের প্রথম রেস্তোরাঁ সফল হয়েছে এবং অনেকেই সে কারণে আমাদের নতুন প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী হচ্ছেন। আমি আশা করি, ইউনিট পরিবারগুলোর বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আরও মানুষ অতিরিক্তি অর্থ উপার্জনে সক্ষম হবে এবং এ থেকে অন্যরাও উপকৃত হবেন।" (শিশির)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040