Web bengali.cri.cn   
শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানাই
  2015-09-09 19:05:43  cri


অনুষ্ঠানের শুরুতেই যে গানটি আপনারা শুনলেন তার শিরোনাম 'শিক্ষকের কাছে'। আপনারা জানেন ১০ সেপ্টেম্বর চীনে শিক্ষক দিবস। তাই আজ শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপহার দেব একটি বিশেষ অনুষ্ঠান।

বন্ধুরা, ছোটবেলা থেকে পরিবারের বাইরে শিক্ষকদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটাই আমরা। শিক্ষকদের কাছ থেকে আমরা শিখি জ্ঞান ও জীবনের ধারণা। যে কোন দেশেই শিক্ষকতা শ্রদ্ধাভাজন একটি পেশা।

এখন আমরা শুনবো চীনে শিক্ষক সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় একটি গান। গানের নাম 'বড় হওয়ার পর আমি আপনিতে পরিণত হই'। এ গানে তুলে ধরা হয়েছে, একজন ছাত্র বা ছাত্রীর নিজের শিক্ষকের প্রভাবে নিজেও একজন শিক্ষক হিসেবে গড়ে ওঠার গল্প। শুনুন তাহলে গানটি।

শ্রোতা, প্রতিটি মানুষের জীবনেই বিশেষ একজন শিক্ষক থাকেন। যিনি তাকে প্রভাবিত করেন, করেন অনুপ্রাণিত। আমারও এমন একজন শিক্ষক আছেন। প্রাথমিক স্কুলে তৃতীয় শ্রেণীর আমার চীনা সাহিত্যের শিক্ষক মাডাম তুয়ান।

আমি ছেলেবেলায় খুবই অন্তর্মুখী ছিলাম। তাই ক্লাসে শান্ত থাকতাম সবসময়। তবে মাডাম তুয়ান আমাকে অনেক পছন্দ করতেন। নিজের মেয়ের মত মনে করতেন। তিনি আমাকে উত্সাহ দিতেন, ভালোবাসতেন এবং আমার নিজেকে প্রকাশের সুযোগ করে দিতেন সব সময়। তিনি সবসময় অন্য মানুষের সামনে আমার প্রশংসা করে কথা বলতেন। আমার ভেতর অনেক আস্থা সৃষ্টি করে দিতেন তিনি।

আমি জানি না কেন মাডাম তুয়ান আমাকে এতটা পছন্দ করতেন। তবে সন্দেহ নেই তিনি ছাড়া আমি আজ এমন একজন মানুষ হতে পারতাম না। প্রায় বিশ বছর পর আজো তার কথা সবসময় মনে পড়ে আমার। শিক্ষক দিবসে আমার এই শ্রদ্ধাভাজন ম্যাডামকে বিশেষভাবে ভালোবাসা জানাতে চাই আমি। আজকের বিশেষ এ অনুষ্ঠানে তাকে উপহার দিতে চাই একটি গান। গানের নাম 'শিক্ষক ওয়াল্টজ (waltz)'।

প্রিয় বন্ধুরা, এখন যে গানটি আমরা শুনবো তার নাম 'শিক্ষকদের প্রশংসার গান'। নাম থেকেই বুঝতে পারছেন, এ গানে শিক্ষকদের প্রশংসা করা হয়েছে। এ গানের কথা এমন, এক এক বছর, এক এক ঋতু। আপনি মোমবাতির মতো জীবনকে জ্বালান। হ্যাঁ, বন্ধুরা, আমরা শিক্ষকদের সবসময় মোমবাতির আলোর মত মনে করি। কারণে তারা অন্যদের জ্বালানোর জন্য আত্মত্সর্গ করেন। শুনুন তাহলে গানটি।

এখন যে গানটি আমরা শুনবো তার নাম 'ক্যাম্পাসে বসন্তকাল ও শরত্কাল'। চীনা ভাষায় আমরা সাধারণত বসন্তকাল থেকে শরত্কাল পর্যন্ত এক বছর ধরি। ছাত্রছাত্রীরা স্নাতক হওয়ার পর স্কুল ছেড়ে চলে যায়। তবে শিক্ষকরা সারা জীবন এ ক্যাম্পাসেই কাজ করেন। নতুন ছাত্র-ছাত্রীদের স্বাগত জানান এবং স্নাতকদের বিদায় দেন। শুনুন তাহলে গানটি।

সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানে শিক্ষক সম্পর্কিত গানগুলো শুনছেন। এই বিশেষ দিবসে আমরা গানের মাধ্যমে শিক্ষকদের প্রতি ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই। এখন শুনবেন 'শিক্ষকের গান' নামের আরেকটি গান। একজন ছেলে কণ্ঠশিল্পী ও একজন মেয়ে কণ্ঠশিল্পীর দ্বৈত কণ্ঠে গাওয়া এ গানটি খুবই শ্রুতিমধুর।

আচ্ছা বলুন তো, সুযোগ পেলে নিজের শিক্ষককে কি কথা বলতে চান আপনি? আমি অনেকবার এ বিষয়টি নিয়ে চিন্তা করেছি। হয়তো সবচেয়ে সহজ কথাই সবচেয়ে ভালো, তাই না? এখন যে গানটি আমরা শুনবো তার নাম 'হ্যালো শিক্ষক'। যদি স্কুলে আবার ফিরে যাওয়ার সুযোগ পাই, শিক্ষকদের শুভেচ্ছা জানাতে চাই আমি। আবেগপ্রবণ কণ্ঠে বলতে চাই 'হ্যালো শিক্ষক'

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শেষ গান হিসেবে আপনাদের শোনাতে চাই 'আপনার জানালার সামনে।' গানের কথা এমন 'গভীর রাতে আপনি ঘুমিয়ে যাননি। আকাশে তারা জ্বলছে আলোর প্রদীপ হয়ে। আপনার ঘরে তারার উজ্জ্বল আলো। আমার প্রিয় শিক্ষক, যখন আপনার কথা মনে পড়ে তখন উষ্ণতা অনুভব করি।' শুনুন তাহলে গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040