Web bengali.cri.cn   
'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠান
  2015-09-04 16:10:46  cri

চলতি বছর হচ্ছে চীনা জনগণের জাপানের আগ্রাসনবিরোধী যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধজয়ের ৭০তম বার্ষিকী। ৭০ বছর আগে, হাজার হাজার চীনা সৈন্য নিজেদের জীবন দিয়ে বৈদেশিক আগ্রাসন প্রতিরোধ করে এবং চূড়ান্ত বিজয় অর্জন করে।

আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই স্মরণ করছি সেই সব বীরদেরকে যারা দেশের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন। যারা এ যুদ্ধে অংশ নিয়ে চীনের জন্য বিজয় ছিনিয়ে এনেছেন তাদেরকে আমরা স্মরণ করি আমাদের হৃদয়ের গভীর থেকে। 

শুরুতে তাহলে শুনুন বিখ্যাত ব্রিটিশ গায়ক 'John Lennon'-এর গান 'Give Peace a Chance' ।--4'24

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করছি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন মার্কিন গায়ক 'Bob Dylan'-এর একটি গান। নাম 'Masters Of War'। গানটিতে যুদ্ধের ক্ষয়ক্ষতি বর্ণনা করা হয়েছে। শুনুন তাহলে এ গানটি। –4'30

প্রিয় শ্রোতা, এবারে আপনাদের জন্য রয়েছে 'Heal The World'  নামের গানটি। বিশ্ববিখ্যাত গায়ক 'Michael Jackson'-এর গাওয়া চমত্কার ও বিখ্যাত গান এটি। গানটি 'বিশ্বের সবচেয়ে সুন্দর গান'-এর সুনাম অর্জন করেছে। তাহলে এখন আমরা গানটি একসাথে শুনি, কেমন? –4'32

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করি ভাল। তাহলে এখন আমরা Michael Jackson–এর আরেকটি যুদ্ধবিরোধী গান শুনবো, কেমন? গানের শিরোনাম 'We've Had Enough'।–5'45

প্রিয় শ্রোতা, বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই, আপনাদের বিশ্বসঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ অনুষ্ঠান আপনাদের ভালো লাগলেই আমাদের সফলতা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন এই আমাদের প্রত্যাশা।

বন্ধুরা, এবার  আমরা মার্কিন সঙ্গীতদল 'Green Day'-এর একটি গান শুনবো।  আর এ গানটির শিরোনাম '21 Guns'—5'22।

কেমন লাগলো গানটি? এবার আমরা মার্কিন সঙ্গীতদল 'Simon & Garfunkel'–এর একটি গান শুনবো। এ গানের শিরোনাম 'The Sound Of Silence'।–3'09 শুনুন তাহলে গানটি।

প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই ব্রিটিশ গায়িকা 'Sarah Brightman'এর নাম শুনে থাকবেন। আজ আমি আপনাদের শোনাবো তার একটি খুব বিখ্যাত ও সুন্দর গান। গানের শিরোনাম 'Scarborough Fair'–4'11। তাহলে শুনুন এই গানটি।

বন্ধুরা, Linkin Park -এর নাম কে না জানে। সারা পৃথিবীব্যাপী তার খ্যাতি। এখন আপনারা শুনবেন এই বিখ্যাত সঙ্গীতদলের গাওয়া 'What I'Ve Done' নামের একটি গান। -3'25

শ্রোতা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। তবে বিদায় নেবার আগে আজকের অনুষ্ঠানের শেষ গানটি আপনাদের শোনাতে চাই। কানাডার সঙ্গীতব্যান্ড Nickelback -এর গান এটি। আর এ গানটির নাম 'When We Stand Together'। আশা করছি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–3' 10

প্রেমা

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040