Web bengali.cri.cn   
বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ : সরকার সমর্থকরা ১১টি পদে জয়ী
  2015-09-03 11:27:40  cri
সেপ্টেম্বর ০৩ : বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফলে সরকার সমর্থক আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল ১৪টি পদের মধ্যে ১১টি পদে জয়ী হয়েছে। বিরোধী জোট সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল পেয়েছে ৩টি পদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে আনুষ্ঠানিক এ ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে বার কাউন্সিল ভবনে ভোটের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়। গত ২৬ আগস্ট বার কাউন্সিলের নির্বাচনে সারাদেশের ৭৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়।

আনুষ্ঠানিক ফলাফলে সাধারণ আসনে বিজয়ী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পাঁচজন হলেন-অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট জেড আই খান পান্না ও অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

সাধারণ আসনে বিজয়ী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের দুইজন হলেন-অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040