Web bengali.cri.cn   
বাংলাদেশে ২০ দলের প্রতিবাদ সভা একদিন পেছালো
  2015-09-03 10:26:39  cri
সেপ্টেম্বর ০৩ : বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি একদিন পেছানো হয়েছে। এতে শনিবারের (৫ সেপ্টেম্বর) পরিবর্তে এ কর্মসূচি পালিত হবে রোববার (৬ সেপ্টেম্বর)।

বুধবার (২ সেপ্টেম্বর) রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্মসূচির সময় পরিবর্তনের বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

হিন্দু ধর্মাবলম্বীদের জন্মষ্টমী ৫ সেপ্টেম্বর হওয়ায় কর্মসূচির তারিখ পরিবর্তন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এর আগে, অপর এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার সারাদেশে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছিলেন নজরুল ইসলাম খান।

প্রেস বিজ্ঞপ্তিতে নজরুল ইসলাম খান বলেন, দৈনন্দিন পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে দেশের নির্দিষ্ট, নিম্ন ও মধ্য আয়ের কোটি কোটি মানুষ যখন দিশেহারা, ঠিক তখন অযৌক্তিক ও বে-আইনিভাবে গ্যাস-বিদ্যুত ও সিএনজির দাম বাড়ানো হয়েছে।

তিনি বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ১২০ ডলার থেকে কমে যখন ৪০ ডলার হয়েছে। এসময় জ্বালানি তেল দিয়ে উত্পাদিত বিদ্যুতের দাম কমানো-ই ছিল স্বাভাবিক। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040