Web bengali.cri.cn   
পেইচিংয়ে রুশ প্রেসিডেন্ট ও চীনের প্রধানমন্ত্রীর সাক্ষাত
  2015-09-03 10:25:06  cri

সেপ্টেম্বর ৩: চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং গতকাল (বুধবার) বিকেলে পেইচিংয়ে তিয়াওইয়ুথাই রাষ্ট্রীয় অতিথি ভবনে সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেন।

চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধজয়ের ৭০তম বার্ষিকীর স্মরণ অনুষ্ঠান অংশ নেয়ার জন্য তিনি চীন সফরে আসেন।

লি খ্য ছিয়াং বলেন, বর্তমানে চীন-রুশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক সুষ্ঠুভাবে চলছে। প্রেসিডেন্ট সি চলতি বছর বেশ কয়েকবার আপনার সঙ্গে বৈঠক করেছেন এবং তা দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে সহায়ক হয়েছে।

রুশ প্রধানমন্ত্রী মেদভেদেভের সঙ্গে যৌথভাবে প্রধানমন্ত্রী পর্যায়ের নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করবেন বলে আশা প্রকাশ করেন লি খ্য ছিয়াং।

তিনি আরও বলেন, চীন রাশিয়ার সঙ্গে কৌশলগত সহযোগিতা ও বিনিময় জোরদার করবে, আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে সহযোগিতা ঘনিষ্ঠ করবে, যৌথভাবে বিশ্বের ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের সাফল্য ও আন্তর্জাতিক ন্যায্য অধিকার রক্ষা করবে, যাতে দু'দেশ, এতদাঞ্চল ও বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা যায়।

পুতিন বলেন, দু'দেশের দ্বিপাক্ষিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। রাজনীতিতে দু'দেশের উচ্চপর্যায়ের আস্থা বজায় রয়েছে। এছাড়া, বিশ্বের ফ্যাসিবাদবিরোধী যুদ্ধের সাফল্য রক্ষাসহ বিভিন্ন ইস্যুতে একই অবস্থান পোষণ করে দু'দেশ।

চীনের অর্থনীতি ও দ্বিপাক্ষিক সহযোগিতার ভবিষ্যতের প্রতি আশাবাদী তিনি।

পুতিন আরও বলেন, চীনের সঙ্গে জ্বালানিসম্পদ ও বিমানচলাচলসহ বিভিন্ন খাতের সহযোগিতা জোরদার করবে রাশিয়া, যাতে দু'দেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে নতুন প্রাণশক্তি যোগানো যায়।(সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040