Web bengali.cri.cn   
চীনের ঐতিহাসিক স্মরণ অনুষ্ঠানে অংশ নিতে আসা অতিথিদের সঙ্গে প্রেসিডেন্ট সি'র বৈঠক
  2015-09-03 10:19:08  cri
সেপ্টেম্বর ৩: চীনা জনগণের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধজয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে পেইচিং সফররত বিদেশি নেতা এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে গতকাল (মঙ্গলবার) বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং।

বৈঠকে প্রেসিডেন্ট সি তাঁদের চীনে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, চীনের এ স্মরণ অনুষ্ঠানকে সমর্থন করার মাধ্যমে চীনা জনগণের সঙ্গে সুগভীর মৈত্রী, ইতিহাসের প্রতি সম্মান প্রদর্শন এবং শান্তির প্রতি মূল্যায়ন প্রতিফলিত হয়েছে। চীনা জনগণের জাঁকজমকপূর্ণভাবে স্মরণ অনুষ্ঠানের আয়োজনের লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন জনগণের সঙ্গে ইতিহাসকে মনে রাখা, যুদ্ধে নিহতদের স্মরণ করা, শান্তিকে মূল্যায়ন করা এবং সুন্দর ভবিষ্যত সৃষ্টি করা।

অন্যদিকে, বিশ্ব নেতারা বলেন, চীনা জনগণ বিশ্বের ফ্যাসিবাদ প্রতিরোধ যুদ্ধে চূড়ান্ত জয়ের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে এবং গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে। তাই সুন্দর ভবিষ্যতের জন্যে বিভিন্ন দেশের জনগণের উচিত্ ঐক্য ও সহযোগিতা জোরদার করে সম্মিলিতভাবে আন্তর্জাতিক ন্যায় ও বিশ্বশান্তি সুরক্ষা করা।

লিলি/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040