Web bengali.cri.cn   
বাংলাদেশে এমপি পদ থেকে লতিফ সিদ্দিকীর পদত্যাগ
  2015-09-02 15:36:46  cri
সেপ্টেম্বর ০২ : বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সপ্তম অধিবেশনের প্রথম দিনে সন্ধ্যায় নিজের বক্তব্য শেষেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

শেষবারের মতো বক্তব্য দিয়ে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক এই মন্ত্রী। সপ্তম অধিবেশনের প্রথম দিনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের বক্তব্য শেষেই স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

শেষবারের মতো দেওয়া ১৫ মিনিটের এই বক্তব্যে তিনি নিজেকে সাচ্চা মুসলমান, বাঙালি ও আওয়ামী লীগার দাবি করে ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে জানান।

তার বক্তব্যকালে অধিবেশন কক্ষে ছিলেন না সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছুদিন আগে নিউইয়র্কে একটি অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র হজ নিয়ে বিরূপ মন্তব্য করার পর প্রথমেই মন্ত্রিসভা থেকে তাকে বাদ দেয় সরকার। এরপর আওয়ামী লীগের প্রেসিডিয়াম থেকে বাদ দেওয়া হয় তাকে। পরে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করে দলটি। সবশেষ তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে দু'পক্ষকে নিয়ে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন।

গত ১৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদকে চিঠি দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। এতে লতিফ সিদ্দিকীর এমপি পদ থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত চাওয়া হয়। সে মোতাবেক বিরোধটি নিষ্পত্তির প্রক্রিয়া হাতে নেয় ইসি। (মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040