Web bengali.cri.cn   
সাফল্য অর্জনের জন্য যে কাজ করতে হয়!
  2015-09-03 15:19:07  cri


এই পৃথিবীর সব মানুষই একে অপরের থেকে আলাদা। তাদের কর্মক্ষেত্রও ভিন্ন ভিন্ন। কিন্তু সবাই সফলতা পেতে চায়, ব্যর্থতা নয়। প্রতিযোগিতাপূর্ণ এই পৃথিবীতে কর্মক্ষেত্রে নিজেকে সফল করার জন্য নিজের সর্বোচ্চ প্রচেষ্টা করতে হয়, এর কোনো বিকল্প নেই। আমরা প্রতিদিন কি ধরণের কাজ করছি, কতটুকু করছি, কিভাবে করছি তার উপর সাফল্য নির্ভর করে। আজ যতটুকু কাজ করেছেন, সেটা ভেবে যদি পরবর্তী দিনের জন্য প্রস্তুতি নিয়ে রাখেন তাহলে আপনার কর্মদক্ষতা আরো বেড়ে যাবে। আপনি হবেন আরো সফল। সুপ্রিয় শ্রোতা, আজকের এ অনুষ্ঠানে আমরা কর্মক্ষেত্রে আরও সাফল্য অর্জনের জন্য যে কাজ করতে হয়, সে সম্পর্কে জানিয়ে দেবো। চলুন শোনা যাক আজকের অনুষ্ঠান।

লক্ষ্য নির্ধারণ করুন

আপনার কর্মক্ষেত্রে কি কি সফলতা অর্জন করতে চান। এ সম্পর্কে একটি স্বল্পমেয়াদী লক্ষ্য এবং দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ করা উচিত। মাঝেমধ্যে নিজের কাজগুলো পর্যালোচনা করে দেখুন, আপনি যেভাবে করছেন, তাতে লক্ষ্যের দিকে আপনি সঠিকভাবে এগুতে পারছেন কিনা। যদি মনে হয় যে, লক্ষ্য থেকে দূরে সরে যাচ্ছেন, তাহলে কোন কারণে পিছিয়ে পড়ছেন, সে কারণগুলো খুঁজে বের করুন এবং সমাধান করার চেষ্টা করুন।

প্রতি সন্ধ্যায় পরের দিনের কাজের পরিকল্পনা করুন :

কোন কাজে সাফল্যের অন্যতম প্রধান উপায় হলো পরিকল্পনামাফিক কাজ করা। তাই প্রতিদিন সন্ধ্যায় আপনি আপনার কাজের বিশ্লেষণ করতে বসতে পারেন এবং পরের দিনের কাজের পরিকল্পনা করুন। কি কি কাজ করবেন তার তালিকা তৈরি করুন এবং কোন কাজগুলোকে অগ্রাধিকার দেবেন তা নির্ধারণ করুন। এক্ষেত্রে যে কাজটা বেশি জরুরি সেটা আগে এবং তারপর বাকিগুলো করার চেষ্টা করুন। আর যদি সবগুলো কাজই যদি জরুরি হয় এবং তা অল্প সময়ের মধ্যেই শেষ করতে হয়, সেক্ষেত্রে প্রত্যেক কাজের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ের শিডিউল তৈরি করুন এবং সে সময়ের মধ্যে শেষ করার জন্য আন্তরিকভাবে সর্ব্বোচ্চ চেষ্টা করুন।

বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের চেষ্টা করুন:

যতটা সম্ভব নিজের জ্ঞান এবং অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা করুন। প্রতিযোগিতার এ সময়ে অন্য সবাই যখন প্রতিনিয়ত নিজের জ্ঞান এবং কোয়ালিটি বাড়ানোর জন্য চেষ্টা করছে আপনি সেটা না করলে পিছিয়ে পড়বেন। ইন্টারনেট অথবা বই যেখানে ভালো লাগে পড়ার চেষ্টা করুন। যত পড়বেন ততই জানবেন এবং শিখবেন। এছাড়াও ছুটির দিনগুলোতে শিক্ষণীয় ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে পারেন। যেমন, জাদুঘর, প্রযুক্তি কার্যালয় ইত্যাদি। পাশাপাশি সামাজিক সচেতনতামূলক ইভেন্টে অংশ নিতে পারেন। এতে আপনার জ্ঞান ও অভিজ্ঞতা দুটোই বাড়বে।

সামাজিক যোগাযোগের দক্ষতা বাড়ান:

একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপনের জন্য আপনার আশেপাশের মানুষের সঙ্গে মেশাটা অত্যন্ত জরুরি। সেজন্য সুযোগ হলে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশ নিন। সামাজিক অনুষ্ঠানগুলোতেও নিজের অংশগ্রহণ বাড়াতে থাকুন, এতে অনেক নতুন মানুষের সাথে পরিচিত হবার সুযোগ পাবেন। সবার সঙ্গে মিশুন, মতামত ব্যক্ত করুন। কাজ নিয়ে আলোচনা করুন। এভাবে মানুষের সাথে মেশার অভিজ্ঞতা হবে এবং আপনার নতুন নতুন ক্ষেত্রের যোগাযোগ বাড়বে। কে বলতে পারে কখন কোন যোগাযোগ আপনার কাজে লেগে যাবে।

নিজের দক্ষতা সম্পর্কে সচেতন থাকুন

এই পৃথিবীর কেউই পরিপূর্ণ নয়, প্রত্যেকেরই কিছু না কিছু দূর্বলতা আছে। নিজেকে জানুন, কোন কোন কাজ আপনি বেশি ভালো পারেন এবং কোন কোন কাজে আপনি দুর্বল তা জেনে নিন এবং দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করুন। দুর্বলতা আমাদের সবারই আছে, কিন্তু যে যত দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে পারে সেই ততো বেশি সফল হতে পারে। এ কথাটি আপনারা মনে রাখবেন।

বিশ্রাম নিন:

অনেক কর্মমুখী মানুষই পর্যাপ্ত বিশ্রাম নেন না, কিংবা নিতে পারেন না। কারণ তারা বেশি কাজ করে তাদের কাজের লক্ষ্যকে সফল করতে চান। নিজের কর্মদক্ষতা বৃদ্ধি করে কর্মক্ষেত্রকে সামনে এগিয়ে নিতে চান। এটি অবশ্যই একটি ভালো দিক। কিন্তু পর্যাপ্ত না ঘুমালে বা বিশ্রাম না নিলে শারীরিক অবসাদ ও ক্লান্তি আপনার কর্মদক্ষতা কমিয়ে দেবে। তাই প্রতিদিন সাড়ে সাত থেকে আট ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন। এই বিষয়গুলো মেনে চলুন, দেখবেন আপনার কর্মদক্ষতা, আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আপনি ভুল ছাড়াই অনেক কাজ শেষ করে ফেলতে পারবেন। এতে নিজের প্রতি যেমন বিশ্বাস বাড়বে, তেমনি আপনার কাজের ক্ষেত্রও আপনাকে অনেক দূর নিয়ে যাবে।

চ্যালেঞ্জ নিন

নতুন কোনো কাজকে এড়িয়ে যাবেন না, চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন। আপনার অব্যাহত চেষ্টা আপনাকে অন্য এক উচ্চতায় যেতে সাহায্য করবে। চ্যালেঞ্জ নিয়ে সফল হলে আপনার আত্মবিশ্বাস যেমন বেড়ে যাবে বহুগুণ, অন্যের কাছেও আপনার যোগ্যতা আপনি প্রমাণ করতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040