Web bengali.cri.cn   
টোকিওতে প্রদর্শন করা হলো জাপানের 'আত্মসমর্পণ দলিল'
  2015-09-01 19:34:33  cri

সেপ্টেম্বর ১: জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক যাদুঘরে গতকাল (সোমবার) ফের প্রদর্শন করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নিঃশর্ত আত্মসমর্পণ দলিলের মূল কপি। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ২০ বছরের পর আবারো এ কপিটি প্রদর্শন করল।

১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর, টোকিও উপসাগরে মার্কিন জাহাজ 'মিসৌরি'তে অনুষ্ঠিত হয়, জাপানের নিঃশর্ত আত্মসমর্পণ অনুষ্ঠান। জাপানের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী মামোরু সিগেমিতসু, জাপানের রাজা ও সরকারের পক্ষ থেকে, স্টাফ প্রধান উমেজু ইয়ুশিযিরো এ আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।

আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

(শিশির/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040