Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/৮/৩১
  2015-08-31 18:44:04  cri

১. বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সম্প্রতি ঢাকায় হয়ে গেল তিন দিনের এশীয় পর্যটন মেলা। গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ মেলা চলে রাজধানীর বসুন্ধরা কনভেনশনসেন্টারে।

পর্যটন বিষয়ক পত্রিকা মাসিক বিচিত্রার আয়োজনেএবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) ও বাংলাদেশ পর্যটন করপোরেশনের (বিপিসি) সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় ভারত, ফিলিপিন্স, নেপাল, ভূটান, চীন, উজবেকিস্তান ও সিঙ্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় স্টল ছিল ১২০টি।

মেলায় কমিউনিটি বেইজড ট্যুরিজম প্রদর্শনী, ইয়ুথ ট্যুরিজম স্কিলস কম্পিটিশন, পর্যটন বিষয়ক সেমিনার, কমিউনিটি কালচারাল অনুষ্ঠান, শিশুদের জন্য 'বিউটিফুল বাংলাদেশ' শিরোনামে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও অ্যাডভেঞ্চারগিয়ার প্রদর্শনীর ব্যবস্থা ছিল।

২.বাংলাদেশের টেক্সাটাইল শিল্পখাতে চীন ২৭৩০ কোটি টাকা সমমূল্যের ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার বিকেলে অর্থমন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে 'বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার' শীর্ষক প্রকল্পের চুক্তি স্বাক্ষর শেষে সাংবাদিকদের মুহিত আরও জানান, টেক্সটাইল শিল্প ছাড়াও রেলওয়ে, পাট ওব্রিজ প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে চীন।

অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরের সময় অনুষ্ঠিত আলোচনার ভিত্তিতে যে সব প্রকল্প প্রস্তাব চীনা সরকারের কাছে দেওয়া হয়েছে, সেগুলোর সবকটিতেই ইতিবাচক সাড়া দিয়েছে চীন সরকার।

উল্লেখ্য, রাজধানী ঢাকারঅদূরে পূর্বাচল উপশহরে 'বাংলাদেশ-চীন ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার' নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে মঙ্গলবার পৃথক দু'টি বিনিময়পত্র স্বাক্ষরিত হয়। বিনিময়পত্রের আওতায় প্রকল্প বাস্তবায়নের মোটপ্রাক্কলিত ব্যয়ের ৭৯৬ কোটি ১ লাখ টাকার মধ্যে চীন সরকার ৬৭৫ কোটি ৭০ লাখটাকার অনুদান সহায়তা দেবে।

৩.চলতি অর্থবছরের শুরুতেই বাংলাদেশে কৃষিঋণ বিতরণ কমেছে। বাংলাদেশ ব্যাংক বলছে, বন্যার কারণে ফসলের জমি প্রস্তুত করতে দেরি হওয়ায় কৃষিঋণ বিতরণ কমেছে। তবে অগাস্ট থেকেই বিতরণ বাড়বে।

এদিকে, জুলাই মাসে কৃষিঋণ বিতরণে সরকারি ব্যাংকগুলো বেসরকারি ব্যাংকগুলোর তুলনায় পিছিয়ে ছিল। আর বেসরকারি ও বিদেশি খাতের অন্তত ১২টি ব্যাংক কোনো ঋণই বিতরণ করতে পারেনি।

চলতি অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৬,৪০০ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুসারে, জুলাইয়ে সব বাণিজ্যিক ব্যাংক মিলে কৃষিঋণ বিতরণ করেছে ৮৬১ কোটি ৯১ লাখ টাকা, যা চলতি অর্থবছরের নির্ধারিত লক্ষ্যমাত্রার ৫.২৬ শতাংশ।

উল্লেখ্য, চলতি অর্থবছরে ব্যাংকগুলোকে মোট ঋণের ন্যূনতম আড়াই শতাংশ কৃষি ওপল্লী খাতে বিতরণ করতে হবে। নতুন ব্যাংকগুলোর জন্য এ হার ৫ শতাংশ। কৃষি নীতিমালা অনুযায়ী, যারা লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হবে না তাদেরকে অর্থবছরশেষে লক্ষ্যমাত্রার অনর্জিত অংশ বাংলাদেশ ব্যাংকে বাধ্যতামূলক জমা করতে হবে। ব্যাংক এই জমার ওপর কোন সুদ পাবে না।

৪. বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অপরিশোধিত, পরিশোধিত সবধরনের চিনির ওপর২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক (রেগুলেটরি ডিউটি) আরোপ করেছে। গত বুধবার বোর্ড এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

এদিকে, নতুন করে শুল্ক আরোপ করায় এখন থেকে প্রতি কেজি চিনিতে পাঁচটাকা খরচ বেশি পড়বে বলে জানিয়েছে দেশের সবচেয়ে বড় চিনি পরিশোধনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ।

৫.বাংলাদেশ থেকে ওষুধ ও নদীর বালি আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। এছাড়া, বাংলাদেশের গভীর সমুদ্রে টুনা মাছ আহরণে একটি যৌথ ফিশিং কোম্পানি গঠন এবংমালদ্বীপের সাথে বাংলাদেশের সরাসরি জাহাজ চলাচলের লক্ষ্যে একটি শিপিংলাইনচালুর প্রস্তাবেও মালে সম্মত হয়েছে।

সম্প্রতি মালদ্বীপ সফরকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠকে মালদ্বীপের উপ-রাষ্ট্রপতি আহমেদ আদিব আব্দুল গাফুর এ আগ্রহের কথা জানান। মালদ্বীপের রাষ্ট্রপতির সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল কাজী সারোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন। সম্প্রতি শিল্প মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

৬.বাংলাদেশে স্থানীয় সফটওয়্যার শিল্পের উন্নয়নের স্বার্থে সফটওয়্যার আমদানিতে ১৫ শতাংশ হারেভ্যাট (মূল্য সংযোজন কর) আরোপ করা হয়েছে। অপারেটিং সিস্টেম ছাড়া বাকি সবধরণের সফটওয়্যার আমদানি করতে গেলে এ ভ্যাট দিতে হবে।

গত বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ বিষয়ে একটি আদেশ (এসআরও) জারি করে। আদেশে বলা হয়েছে, এটি গত ৪ জুন থেকে কার্যকর হবে।

৭.আগামী দু'বছরের মধ্যে সবধরনের বাণিজ্যিক গাড়ি তৈরি করতে চায় ভারতের মহীন্দ্রা গোষ্ঠী। এ জন্য ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে করবে তারা। গোষ্ঠীর অন্যতম কর্তা রাজন ওয়াধেরা জানান, ৬ থেকে ৪৯ টনের সব ধরনের বাণিজ্যিক গাড়ি তৈরিই সংস্থার লক্ষ্য।

৮.ইংলিশ প্রেমিয়ার লিগ (ইপিএল) ফুটবল খেলার সঙ্গে জোট বেঁধে পর্যটন ব্যবসায় নেমেছে লন্ডনেরস্টার্ট-আপ সংস্থা প্রেমিয়ার এক্সপ্লোর। আর সে দেশের বাইরে প্রথম পা রাখারজন্য ব্রিটিশ এই সংস্থা বেছে নিয়েছে আর এক ফুটবল-প্রেমী শহর ভারতের কলকাতাকে।

২০১৪-এ তৈরি সংস্থা প্রেমিয়ার এক্সপ্লোর স্থানীয় উদ্যোক্তা অভিজিৎ দাসের সঙ্গে যৌথ-ব্যবসায় নেমেছে। সংস্থার প্রতিষ্ঠাতা পিটার ওয়াটস-এর দাবি, ইংলিশ প্রেমিয়ার লিগের খেলার সবচেয়ে বেশিসংখ্যক টেলিভিশন দর্শক রয়েছেন ভারতে। ফলে এই খেলাকে কেন্দ্র করে তৈরি পর্যটন পরিকল্পনার বাণিজ্যিক সাফল্য নিয়ে তাদের মনে কোনো সংশয় নেই।

কলকাতায় অফিস খোলার আগেই সংস্থার প্যাকেজ কিনেছেন ১০০ জন ভারতীয়।চলতি বছরে কমপক্ষে২০০ জন ক্রেতা পাবে বলেন সংস্থা আশা করছে। গত ফুটবল মৌসুমে ১৫ কোটির বেশি ভারতীয় ইংলিশপ্রেমিয়ার লিগ খেলা দেখেছেন। এঁদের মধ্যে যারা মাঠে গিয়ে খেলা দেখতে চানতাঁদের জন্য থাকবে প্রিয় খেলোয়াড়ের সঙ্গে সেলফি তোলার সুযোগ এবং সংস্থার নিজস্ব গাড়ি করে লন্ডন-সহ বিভিন্ন শহর ঘুরে দেখার সুবিধা। প্যাকেজের দামহবে কমপক্ষে ২০০০ পাউন্ড বা প্রায় ২ লক্ষ রুপি। (আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040