Web bengali.cri.cn   
নতুন নিরাপত্তা রক্ষা বিলের বিরুদ্ধে জাপানে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত
  2015-08-31 16:54:18  cri
অগাস্ট ৩১: জাপানে নিরাপত্তা রক্ষা বিলের বিরুদ্ধে গতকাল (রোববার) দেশটির পার্লামেন্টের বাইরে বিশাল বিক্ষোভ হয়েছে। এই বিলে জাপানি সেনাদের আবারো বিদেশে গিয়ে লড়াইয়ে অংশ নেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এ বিক্ষোভের মধ্য দিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের নয়া নিরাপত্তা নীতির বিরুদ্ধে জনগণের আস্থাহীনতা ফুটে উঠল।

ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হওয়ার পর ২০১২ সালে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এরপর রোববার টোকিওতে সবচেয়ে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হলো। আয়োজকরা জানান, এতে বিভিন্ন বয়সের প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন। তা ছাড়া, দেশজুড়ে একই ধরনের বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। পার্লামেন্টের উচ্চকক্ষে নতুন ওই বিলের সম্ভাব্য চূড়ান্ত অনুমোদনকে সামনে রেখে বড় ধরনের বিক্ষোভ হলো।

বিক্ষোভকারীরা জাপানের শান্তিপূর্ণ সংবিধান রক্ষার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাঁরা 'যুদ্ধের জন্য আইন নয়', 'এখনই বিল বাদ দাও', 'আবের পদত্যাগ চাই' লেখা প্ল্যাকার্ডসহ স্লোগান দেয়।

গত ১৬ জুলাই দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দেশের নিরাপত্তা নীতি পরিবর্তন সংক্রান্ত দু'টি বিতর্কিত বিল অনুমোদন দেয়। প্রস্তাবিত এ আইনের বিষয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়। ওই বিলে জাপানি সেনাদের আবারো বিদেশের মাটিতে গিয়ে লড়াই করার অনুমতি দেওয়া হয়েছে। অথচ, দেশটির সংবিধান অনুযায়ী, আত্মরক্ষা ছাড়া জাপান তার বাহিনীকে কোনো সংঘাতে জড়াতে পারে না। তবে নতুন আইনে জাপানের মিত্ররা যদি হামলার সম্মুখীন হয় তবে 'যৌথ আত্মরক্ষা' কৌশলের অংশ হিসেবে দেশটি তার সেনাবাহিনীকে ব্যবহার করার অনুমোদন দেবে।

(শুয়েই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040