Web bengali.cri.cn   
মিসরে সংসদ নির্বাচন অক্টোবরে
  2015-08-31 16:20:14  cri
অগাস্ট ৩১ : মিসরের বহুল প্রতীক্ষিত সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ অক্টোবর এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। এটি হবে অস্থিতিশীল দেশটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার পথে সর্বশেষ ধাপ। দেশটির নির্বাচন কমিশন গতকাল (রোববার) নির্বাচনের তারিখ ঘোষণা করে।

জানা গেছে, এবারের ভোট গ্রহণ দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ের ভোটদান গিজা, আলেজান্ডারিয়া ও ফাইয়ুমসহ ১৪টি প্রদেশে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্যায়ের ভোটদান কায়রো, সুয়েজ ও পোর্ট সাইডসহ ১৩টি প্রদেশে অনুষ্ঠিত হবে।

এদিকে সমালোচকরা বলছেন, ভোট দানের এ পর্বটি ব্যাপক সরকারি দমনপীড়নে কলঙ্কিত হয়েছে।

উল্লেখ্য, গত ২০১২ সালের জুন মাস থেকে মিসরে কোন পার্লামেন্ট নেই। সে সময় আদালত গণতান্ত্রিকভাবে নির্বাচিত পার্লামেন্টের মূল কক্ষ বিলুপ্ত ঘোষণা করেছিলেন। এতে বর্তমানে নিষিদ্ধ মুসলিম ব্রাদারহুডের প্রাধান্য ছিলো। গত মার্চেই এ নির্বাচন হওয়ার কথা থাকলেও আদালত নির্বাচনী আইনের অংশ বিশেষকে অসাংবিধানিক ঘোষণা করায় তা বিলম্বিত হয়। (শুয়েই/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040