Web bengali.cri.cn   
 থ্রিডি প্রিন্টারে ঔষুধ
  2015-08-27 11:14:06  cri


খাবার, পোশাক, অঙ্গপ্রত্যঙ্গ, গাড়ি, ভবনের পর এবার থ্রিডি প্রিন্টার প্রযুক্তির মাধ্যমে ওষুধ তৈরির প্রক্রিয়া বাজারে এলো। সম্প্রতি ফ্রান্সের Le Figaro লা ফিগারো পত্রিকার এক খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)অনুমোদনে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপ্রেশিয়া ফার্মাসিউটিক্যালস থ্রিডি প্রিন্টারে মৃগীরোগ চিকিত্সায় ব্যবহৃত ওষুধ তৈরি করছে। যার মানে এখন রোগীদের কাছে থ্রিডি প্রিন্টারে তৈরি ওষুধ বিক্রি করতে পারবে ।

মৃগীরোগীদের জন্য তৈরি বিশেষ এ ওষুধের নাম 'স্পিরট্যাম'। থ্রিডি প্রিন্টারে তৈরি সম্ভব হওয়ায় যখন রোগীর প্রয়োজন অনুযায়ী ওষুধ প্রস্তুত এবং বিতরণ করা যাবে। প্রিন্টারে তৈরি ঔষুধ প্রচলিত ওষুধের সঙ্গে কোনো পার্থক্য থাকবে না।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ল্যাঙ্কারশায়ারের শিক্ষক ও গবেষক জানান, এর আগে ৫০ বছর ধরে কারখানায় ওষুধ উত্পাদন করে সেগুলো হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটি আমরা করে আসছি। তবে এই প্রথমবারের মতো রোগীর প্রয়োজন অনুসারে আলাদা আলাদা ডোজের ওষুধ তৈরির পথে এগিয়ে যাচ্ছি আমরা। থ্রিডি প্রিন্টারে তৈরি ওষুধ ব্যয়বহুল হবে বলে জানা গেছে। তবে জরুরি মুহূর্তে জীবন রক্ষাকারী ওষুধ তৈরির ক্ষেত্রে নতুন এ প্রযুক্তি গবেষকদেরও আরও নানা বিষয়ে গবেষণায় উত্সাহিত করে তুলছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040