Web bengali.cri.cn   
চীনের লোকসংগীত
  2015-08-26 10:34:29  cri


আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেব চীনের বেশ কিছু লোকসংগীতের সাথে। লোকংগীতের বিষয় বৈচিত্রময়। ধর্ম, ভালবাসা, যুদ্ধ, কাজ, নৃত্য, খাওয়া-দাওয়াসহ যে কোনো বিষয় লোকসংগীতের বিষয়বস্তু হতে পারে।

বন্ধুরা, আমি লোকসংগীত পছন্দ করি কারণে যখন লোকসংগীত শুনি তখন মনে ভীষণ শান্তি লাগে। কেউ কেউ বলেন, রক বা পপ সংগীতের চেয়ে লোকসংগীত শান্ত ও স্থিতিশীল। তাই এ গানে কোন মজা নেই। কথাটি একদম ঠিক নয়। লোকসংগীতে আছে একধরনের জীবনবোধ। যা মন ও হৃদয়কে স্পর্শ করে। গিটারের সুর এবং শিল্পীর স্নিগ্ধ কণ্ঠে গাওয়া লোকসংগীতগুলো বেশ আকর্ষণীয়।

আচ্ছা বন্ধুরা, এখন আমরা শুনবো আজকের প্রথম গানটি। গানের নাম 'ঋক্ষ'। গেয়েছেন তা ছিয়াও এবং সিয়াও ছিয়াও। তা ছিয়াও সিয়াও ছিয়াওয়ের চাচা। একজন পুরুষ ও একজন মেয়েকে নিয়ে গঠিত হয়েছে তাদের ব্যান্ডদলটি। চমত্কার এ গানটি শুনুন।

শ্রোতা, লোকসংগীত কী? আমার একজন বন্ধু বলেন, চীনা লোকসংগীত একটি কবিতা যা সুর দিয়ে গাওয়া যায়। লোকসংগীতের কথা সবসময় কবিতার মতো। এখন আমরা শুনবো 'রোদে সূর্যমুখী ফুল' নামে একটি গান। গেয়েছেন মা থিয়াও। এ গানের কথা কবি মাং খের একটি কবিতা থেকে নেয়া। এ গানে বলঅ হয়েছে, 'দেখ, দেখ রোদে ওই সূর্যমুখী ফুল। সে মাথা নত করে নয় বরং পিছনে মুখ করে তাকিয়ে আছে। তার সাথে সূর্যের সম্পর্ক আছে। কিন্তু সূর্যের প্রখরতা থেকে সে যেন মুক্তি পেতে চায়।' শুনুন তাহলে গানটি।

লোকসংগীতের মাধ্যমে আমরা আসলে নানা রকম ভাব অনুভব করতে পারি। কিছু কিছু লোকসংগীত চিরস্থায়ী হয়ে থাকে হৃদয়ে। এখন যে গানটি আমরা শুনবো তার নাম 'পেইচিং পেইচিং'। কণ্ঠশিল্পী হাউ ইয়ুন পেইচিংয়ের মানুষ। তাই নিজের শহরকে তিনি অনেক বেশি পছন্দ করেন। এ গানের প্রথম দিকে আমরা শুনতে পারবো একটি ড্রামের শব্দ। এটা পেইচিংয়ের ঐতিহ্যিক লোকশিল্প 'চিং ইয়ুন তা কু'-এর প্রধান বাদ্যযন্ত্র। আপনারা গানটি শুনুন।

প্রিয় বন্ধুরা, এখন আমরা উপভোগ করব একটি লোকসংগীত ব্যান্ডের গান। গানের নাম 'ভ্যালি বাসিন্দা'। এ ব্যান্ডের নাম 'সিয়াও চুয়ান ও ভ্যালি বাসিন্দা'। নাম শুনে আপনি নিশ্চয় বুঝতে পারছেন এ ব্যান্ডের প্রধান গায়ক সিয়াও চুয়ান। চারজন সদস্য নিয়ে গঠিত এ ব্যান্ড। সিয়াও চুয়ান ছাড়াও অন্য তিনজন সদস্য যথাক্রমে মাউথ-অর্গান, গিটার ও ড্রাম বাজান। 'ভ্যালি বাসিন্দা' গানটিতে আপনারা শুনতে পাবেন নদী, বাতাস ও পাখির শব্দ। এ শব্দ ঠিক যেন ভ্যালি বা উপতক্যা থেকে বাতাসে ভেসে আসছে।

'স্কুল লোকসংগীত' চীনা লোকসংগীতের গুরুত্বপূর্ণ একটি অংশ। ছাত্রছাত্রীরা এ ধরনের গান বেশ পছন্দ করে। এ ধরনের গান সবসময় স্কুল জীবনের সাথে সম্পর্কিত। জীবন ও প্রেম, জন্মস্থানের প্রতি ভালোবাসাসহ নানা বিষয় স্কুল লোকসংগীতে পাওয়া যায়। এখন আমরা দুটি স্কুল লোকসংগীত শুনবো। প্রথমে শুনবো ছুং লি ফেংয়ের গাওয়া 'রাস্তার পাশে' নামে একটি গান। এ গানে কথা এমন 'তুমি বলেছ, চারটি ঋতুর মধ্যে তুমি শীতকাল সবচেয়ে বেশি পছন্দ করো। কারণ তুষারে তুমি দেখেছ তোমার প্রেম। রাস্তার পাশে শিশুরা তুষারের মধ্যে খেলা করছে এবং মেয়েরা নিজের প্রেমিকের জন্য অপেক্ষা করছে।'

শ্রোতা, চীনের লোকসংগীত শিল্পীদের মধ্যে অনেকেই পেইচিংয়ের মানুষ। ছাও লেই তাদের মধ্যে একজন। তার সবচেয়ে বিখ্যাত একটি গান হলো 'দক্ষিণঞ্চলের মেয়ে'। উত্তর চীনের এক ছেলের পছন্দের মেয়েটি দক্ষিণ চীনের মানুষ। এ গানে এ ছেলেটি তার পছন্দের মেয়েটির প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছে। শুনুন তাহলে এ গানটি।

আজকের শেষ গান হিসেবে আপনাদের শোনাব আমার প্রিয় একটি লোকসংগীত। গেয়েছেন ছুন চি। দুঃখের একটি বিষয় হলো যখন আমি প্রথমবার এ গান শুনি তখন আমি এ গায়িকার সম্পর্কে কিছু তথ্য জেনেছি এবং আবিষ্কার করেছি ছুন চি এ পৃথিবীতে আর নেই। ২০০০ সালে ২৩ বছর বয়সি এ প্রতিভাবান কণ্ঠশিল্পী আত্মহত্যা করেন। যদিও চুন চি আমাদের মাঝে নেই কিন্তু তার গানের মাধ্যমে তিনি চিরদিন বেঁচে থাকবেন আমাদের হৃদয়ে। শুনুন তাহলে গানটি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040