Web bengali.cri.cn   
'আকাশের সাথে'-রাশিয়া ও চীনের মহাপ্রাচীর ভ্রমণ
  2015-08-22 16:54:41  cri

সম্প্রতি আকাশ ভাই তার বাবামাকে নিয়ে রাশিয়া ভ্রমণে গিয়েছিলেন। সেখানে তিনি একমাস ছিলেন। তারপর রাশিয়া থেকে এসে তিনি চীনের দক্ষিণাঞ্চলের সাগরের শহর সিয়া মেনে কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়েছেন।

রাশিয়ায় প্রথমে তিনি ক্রাসনোইয়ার্স্ক গিয়েছেন। ক্রাসনোইয়ার্স্ক হচ্ছে সাইবেরিয়ার একটি বড় শহর। সেখানে তিনি সুন্দর সকাল, চমত্কার বাতাস, সীমানাহীন বন উপভোগ করেছেন।

তিনি সেখানে অনেক অনেক খাবার খেয়েছেন। দই খেয়েছেন, ভদকা খেয়েছেন, সসেজ খেয়েছেন, কালো রুটি খেয়েছেন, দুধ পান করেছেন, দারুণ সব সুস্বাদু খাবার খেয়েছেন। তিনি পাখির গান, বনের আরামদায়ক বাতাস ও চমত্কার সূর্যের আলোর মধ্যে মিষ্টি মিষ্টি ঘুমিয়েছেন। সেখানে তিনি হাজার হাজার ছবি তুলেছেন।

আজকের অনুষ্ঠানে আকাশ ভাইয়ের রাশিয়া ভ্রমণের পাশাপাশি শুনবেন টুটুলের চীনের মহাপ্রাচীরের গল্প। পরিবেশনায় শিয়েনান আকাশ ও এনামুল হক টুটুল।

প্রিয় শ্রোতা, আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040