Web bengali.cri.cn   
ফেইয়ে ওয়াং'এর গান
  2015-08-19 17:53:00  cri

 


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো আছেন? সুদূর পেইচিং থেকে আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আমি আপনাদের বন্ধু সুবর্ণা। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের জন্য চীনের অত্যন্ত জনপ্রিয় ও বিখ্যাত গায়িকা মিস ওয়াং ফেই'র গাওয়া বেশ কিছু চমত্কার গান উপস্থাপন করবো।

মিস ওয়াং ফেই ১৯৬৯ সালের ৮ আগস্ট পেইচিংয়ে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালের শেষ দিকে তিনি পেইচিং থেকে হংকংয়ে গিয়ে গান গাইতে শুরু করেন। ১৯৮৯ সলে তিনি গায়িকা হিসেবে প্রথম সংগীত অ্যালবাম প্রকাশনা করেন। ১৯৯১ সালের শুরুতে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে সংগীত বিষয়ে পড়াশোনা করেন। পরের বছরই মানে ১৯৯২ সালে 'কষ্ট পাওয়া নারী' শীর্ষক গান গেয়ে হংকংয়ে তিনি জনপ্রিয় হন।

তিনি দু'বার বিয়ে করেছেন। তার প্রথম স্বামী চীনের বিখ্যাত রক শিল্পী তৌ ওয়ে। তাদের এক মেয়ে আছে। ২০০৫ সালে তিনি চীনের অভিনেতা লি ইয়া পেংকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন এবং পরে দ্বিতীয় মেয়ের জন্ম দেন।

তবে ২০১৩ সালের ১৩ সেপ্টেম্বর তার দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়। মার্কিন টাইমস ম্যাগাজিনের প্রথম চীনা cover girl আখ্যায়িত চীনের গায়িকাদের মধ্যে তার বৈশিষ্ট্যময় কন্ঠ বেশ শ্রুতিমধুর ও মিষ্টি।

বন্ধুরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনবেন তার নাম 'শপথ'।

এ গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন হয়, 'আমি ভেবেছিলাম আমরা চিরদিনের মতো পরস্পরের হতে পারি/কয়েক বার এ কথা ভেবে ঘুমতে পাড়ি না/তুমি যদি আন্তরিকভাবে আমাকে ভালোবাস তবে কোনো চিন্তা নেই/সামনের পথ সম্ভবত এত স্পষ্ট নয়/নিঃসন্দেহে হাঁটাহাটি করে ক্লান্ত লাগে/তবে থামতে পারি না/আকাশ যত অন্ধকার মন তত ক্লান্ত/আমি তোমার চেহারা দেখি আর মুখের শপথ শুনি/তবে হঠাত বুঝতে পারি তুমি আর আমার দিকে তাকাও না....।

শ্রোতা, পরের গানের নাম 'ধোঁয়া দেখা'। গানের সুর দারুণ সুন্দর এবং কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়, ধোঁয়া আবার উড়ে গেছে, আকাশ আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে/ধোঁয়াকে জিজ্ঞেস করতে চাই কোথায় যাবে?/এ অন্ধকার ও সূর্যাস্তের দৃশ্য দারুণ সুন্দর হলেও মনে মনে শুধু তোমাকে দেখতে পাই/ধোঁয়া আবার উড়ে গেছে, আমার স্মরণের গল্প মনে রাখি/কামনা করি তুমি সুন্দর গোলাপী মেঘে পরিণত হয়ে আমার মনে প্রবেশ করা/এ অন্ধকার ও সূর্যাস্তের দৃশ্য দারুণ সুন্দর হলেও আমার মন শুধু তোমাকে দেখতে পায়...।

প্রিয় বন্ধুরা, পরের গানের নাম 'তুমি হাসলে আমি খুশি হই'। এ গানটি ওয়াং ফেই তার বড় মেয়ের জন্মের সময় রচনা করেন। গানের কথা তিনি নিজের মত করে লিখেছেন। এ গানে এক মমতাময়ী মায়ের সন্তানের প্রতি ভালবাসা প্রতিফলিত হয়েছে। গানে বলা হয়েছে, তোমার মুখে হাসি দেখলে আমিও হাসি/তোমার চোখ লাল হলে আমার কষ্ট লাগে/আকাশ জানে তুমি হাসলে আমার খুশি লাগে/জীবনে গোলাপ ফুঁটেছে আমি আর কি চাই?/তোমার হাসি ও কাঁন্না আমি উপভোগ করি...।

বন্ধুরা, ওয়াং ফেই'র মিষ্টি কন্ঠে গান শুনতে কেমন লাগছে? পছন্দ করছেন কিনা? এখন আপনারা যে গানটি শুনবেন তার নাম 'eyes on me'। এটি একটি ইংরেজী গান। গানের মাধ্যমে প্রেমিক-প্রেমিকার মধ্যে রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্ট এ প্রেমের সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। চলুন একসাথে গানটি শুনি আমরা।

সুপ্রিয় শ্রোতা, পরের গানের নাম 'চক্রবর্ষ'। সময় যেন পানির মতো দ্রুত গতিতে চলে যায়। এটি গানের শিরোনামের অর্থ। এ গানের কথা বাংলায় অনুবাদ করলে এমন হয়, একজন মানুষ পরীর প্রেমে পড়তে পারে না/আমায় ভালবেসে তুমি পরীতে পরিণত হতে চাও/ফুল ফোঁটার সময় আমাদের সম্পর্ক আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে/হয়তো বিধাতার এমনই ইচ্ছে/মে মাসের সূর্যালোকের আকাশে হঠাত বাজ দেখা যায়/আমাদের দুজনের মিলন এড়ানো যাবে না/আমার করতলে আঁকাবাঁকা ভাগ্যরেখার সৃষ্টি হয়েছে/প্রেমে পড়লে তা-ও মাত্র কিছুদিন স্থায়ী হতে পারে/ সময় চক্রের মতো চলে যায়....।

বন্ধুরা, পরের গানের নাম 'কাহিনী'। এটি আমার প্রিয় গানগুলোর অন্যতম। গানের লেখক লি চিয়ান, চীনের বিখ্যাত গায়কদের অন্যতম। মিস ওয়াং ফেই তার আকর্ষনীয় কন্ঠে এ গানটি গেয়েছেন। গানের মাধ্যমে প্রেমিক-প্রেমিকা যুগলের পরিচিত হওয়ার কথাই বর্ণনা করা হয়েছে।

এ গানে বলা হয়েছে, অনেক লোকের ভীড়ে তোমাকে একবার দেখার পর তোমার চেহারা আর ভুলতে পারছি না/কল্পনা করি পরের দিন তোমার সাথে আরেকবার দেখা হবে/তখন থেকে একাকী তোমাকে মিস করা শুরু করি/আকাশে, চোখের সামনে, মন ও মগজে তোমাকেই দেখা যায়/আমাদের বিগত নিয়মাবলী থাকবে বলে মনে করি/আমাদের প্রেমের গল্প আর পরিবর্তন হবে না/আমি সারা জীবন তোমার সাথে থাকবো...।

বন্ধুরা, সময় সত্যি দ্রুত চলে যায়। গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। শেষ করার আগে আরেকটি গান প্রচার করবো। এ গানের নাম 'তারুণ্য দ্রুত শেষ হয়'। এটি একটি চলচ্চিত্রের থীম সংগীত। এই গানের মাধ্যমে তারুণ্যে ছেলে-মেয়েদের প্রেমে পরার অনুভূতি বর্ণনা করা হয়েছে। শুনুন রোমান্টিক এ গানটি।

আর এ গানের মধ্য দিয়ে শেষ করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আবার কথা হবে। যাই চিয়ান। (সুবর্ণা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040