Web bengali.cri.cn   
'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠান
  2015-08-21 19:31:05  cri

 


ব্রিটিশ রক সঙ্গীতের ব্যান্ড 'Pink Floyd'-এর সাথে কম-বেশি আপনাদের সবারই পরিচয় আছে। সম্প্রতি এই ব্যান্ড 'Pink Floyd' ঘোষণা করেছে, তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। এটা খুবই দুঃখজনক খবর। ভক্তদের জন্য হতাশার কথা।

আজকের 'আমেরিকান ও ইউরোপীয়' সঙ্গীতানুষ্ঠানে শুরুতেই আমি আপনাদের এই ব্যান্ডের একটি গান শোনাবো। এ গানের শিরোনাম 'High Hopes' ।–7'52। হ্যাঁ, বন্ধুরা আশা সব সময় উচু-ই হতে হয়। নিচু বা ছোট আশা করে লাভ নেই। শুনুন তাহলে গানটি।

গানটি কেমন লেগেছে আপনাদের? আশা করছি ভালো। আচ্ছা, বন্ধুরা, এখন শুনবেন ব্রিটিশ সঙ্গীতব্যান্ড 'Passenger'-এর একটি গান। নাম 'Let Her Go'। অর্থাত 'তাকে যেতে দাও'। শিরোনাম শুনেই বোঝা যাচ্ছে গানটি রোমান্টিক। শুনুন তাহলে চমত্কার এ গানটি। –4'26

এবারে আপনাদের জন্য রয়েছে 'Say Something' নামের একটি গানটি। মার্কিন বিখ্যাত গায়িকা 'Christina Aguilera'-এর গাওয়া চমত্কার একটি গান এটি। তাহলে এখন আমরা গানটি একসাথে শুনি, কেমন? –3'49

বরাবরের মতো আজও আপনাদের জানাতে চাই, আপনাদের বিশ্বসঙ্গীতের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই আমাদের এ আয়োজন, আমাদের এ প্রচেষ্টা। এ অনুষ্ঠান আপনাদের ভালো লাগলেই আমাদের সফলতা। এ আয়োজনে সবসময় আমাদের সঙ্গে থাকবেন আপনারা এই তো আমাদের প্রত্যাশা।

এবার আমরা কানাডার ব্যান্ড 'Nickelback'-এর একটি গান শুনবো। আর এ গানটির শিরোনাম 'Far Away'—3'42।

কেমন লাগলো গানটি? ভালো লেগেছে তো? এবারে আমরা ব্রিটিশ গায়িকা 'Jess Glynne'–এর সুললিত কণ্ঠে একটি গান শুনি। এ গানের শিরোনাম 'Why Me'।–3'31 শুনুন তাহলে গানটি।

আপনারা নিশ্চয়ই মার্কিন গায়িকা 'Rachel Platten'এর নাম শুনে থাকবেন। সম্প্রতি তার গান খুবই জনপ্রিয় হচ্ছে। আজ আমি আপনাদের শোনাবো তার একটি অদ্ভূত সুন্দর গান। গানের শিরোনাম 'Fight Song'–3'24। তাহলে শুনুন শ্রুতিমধুর এই গানটি।

Britney Spears-এর নাম কেন না জানে। সারা পৃথিবীব্যাপী তার খ্যাতি। বিশ্বের প্রতিটি দেশে এই কণ্ঠশিল্পীর ফ্যান বা ভক্তর অভাব নেই। এখন আপনারা শুনবেন এই বিখ্যাত গায়িকা Britney Spears ও Iggy Azalea-এর দ্বৈতকণ্ঠে গাওয়া 'Pretty Girls' নামের একটি গান। -2'43

এখন আমি আপনাদের শোনাবো ব্রিটিশ সঙ্গীতব্যান্ড 'Little Mix' এর একটি গান। এ গানের নাম 'Black Magic'।–3'31

গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। তবে বিদায় নেবার আগে আজকের অনুষ্ঠানের শেষ গানটি আপনাদের শোনাতে চাই। সুদূর অস্ট্রেলিয়ার সঙ্গীতব্যান্ড 5 Seconds of Summer-এর গান এটি। আর এ গানটির নাম 'She's Kinda Hot'। আশা করছি গানটি আপনাদের খুবই ভাল লাগবে।–3'38

(প্রেমা/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040