n150815.mp3
|
সঙ্গীতানুষ্ঠান
'চিঠি'
মান্না : প্রিয় শ্রোতাবন্ধুরা, শুভেচ্ছা। পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি আইরীন নিয়জী মান্না এবং আমি শিয়েনেন আকাশ।
আকাশ : সুপ্রিয় বন্ধুরা, ভালো আছেন তো? গত সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো কেমন লেগেছে আপনাদের? আশা করছি বেশ ভালো লেগেছে।
মান্না : শরতের এ নির্মল দিনগুলোতে কেমন কাটছে আপনাদের সময়। স্বচ্ছ আকাশের বুকে মেঘের খেলা। বাতাসে স্নিগ্ধতার ছোঁয়া। কেমন মনকাড়া পরিবেশ। বন্ধুরা, আকাশের কোনো সীমানা নেই; নেই বাউন্ডারির সীমারেখা। আর তাই বুঝি চীন এবং বাংলাদেশের আকাশের রূপ একই রকম। শরত আমাকে দেশে থাকতেও ভীষণ টানতো, এখানে এসেও আমি শরতের রূপে মুগ্ধ। আজ শরতের এই চমত্কার রূপ দেখতে দেখতে কিছু অনিন্দ সুন্দর গান শুনলে কেমন হয় বন্ধুরা?
আকাশ : প্রিয় ভাই-বোনরা, অনেক কথা হলো। চলুন এবার আমরা বেশ কয়েকটি সুন্দর গান শুনি। আজ আমরা অনুষ্ঠানের শুরুতেই এ সময়ের কোলকাতার জনপ্রিয় শিল্পী মৌসুমী ভৌমিকের গাওয়া দু'টি গান শুনাবো। প্রথমেই শুনবেন 'চিঠি' গানটি। (৭)
মান্না : মৌসুমী ভৌমিক বাংলাদেশে ভীষণ পরিচিত নাম। বাংলাদেশে বেশ কবার অনুষ্ঠান করতে গেছেন তিনি। বন্ধুরা, এবার আমরা মৌসুমী ভৌমিকের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'গরম দুপুর'। (৮)
আকাশ : বন্ধুরা, কোলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী ইন্দ্রানী সেন সকলের প্রিয় শিল্পী। এখন আমরা তার কণ্ঠে একটি গান শুনবো। আর এ গানটির নাম 'জীবন গান'। (১৩)
মান্না : এবার আমরা ইন্দ্রানী সেনের আরেকটি গান শুনবো। আর এ গানটির নাম 'জানি না কখন যে সে'। (১৮)
আকাশ : প্রিয় বন্ধুরা, কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। এ সময়ের বাংলাদেশ এবং ভারতের ব্যাপক জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি। ভারতীয় হিন্দি সিনেমার তার গাওয়া গানগুলো সুপার হিট হচ্ছে। কাজের স্বীকৃতি হিসেবে প্রতি বছরই তিনি বিশাল বিশাল পুরস্কার পাচ্ছেন। এখন আমরা শ্রেয়া ঘোষালের কণ্ঠে একটি চমত্কার বাংলা গান শুনবো। আর এ গানটির নাম 'যেতে দাও আমায় ডেকো না'। বন্ধুরা, এই গানটির মূল কণ্ঠশিল্পী উপমহাদেশের প্রখ্যাত শিল্পী লতা মঙ্গেশকর। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই এই গানটি গেয়েছেন শ্রেয়া। তাহলে শুনুন এ গানটি। (০২)
মান্না : এবার আমরা শ্রেয়া ঘোষালের আরেকটি গান শুনবো। এ গানের বিষয় 'মা'। মা পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ। মায়ের চেয়ে আপন কেউ নয়। মা সে তো সন্তানের চরম নির্ভরতার জায়গা। আর এ গানটির মাধ্যমে সেই হারিয়ে যাওয়া মাকে খুঁজে ফিরছে এক সন্তান। বন্ধুরা, এই হৃদয়গ্রাহী গানটি বিভিন্ন সময় বিভিন্ন শিল্পী গেয়েছেন। এ সময়ের দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের কণ্ঠে এখন আপনারা 'ও তোতা পাখি গো' গানটি শুনুন। (২০)
আকাশ : বন্ধুরা, কেমন লাগছে আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানের গানগুলো? আশা করছি ভাল।
মান্না : আমরা আপনাদের প্রায়ই বলি, আমাদের এ গানের অনুষ্ঠানে আমরা সত্যিই বৈচিত্র আনার চেষ্টা করি সবসময়। এই অনুষ্ঠানে বাজানো গানগুলোর মাধ্যমে আমরা অপনাদের সাথে রুচি ও মনের এক ধরনের সেতুবন্ধন তৈরি করতে চাই। এসব গান আপনাদের ও আমাদের মধ্যে নতুন এক ধরনের অনুভূতি তৈরি করে বলে আমাদের বিশ্বাস।
আকাশ : বন্ধুরা, এখন আমরা বাংলাদেশের খ্যাতিমার সঙ্গীত শিল্পী মিতালী মুখার্জির গাওয়া দু'টি গান শুনবো। মিতালী মুখার্জি বাংলাদেশের মেয়ে। আশির দশকে তার কণ্ঠশিল্পী হিসেবে আত্নপ্রকাশ। আকর্ষনীয় কণ্ঠ মাধুর্যের কারণে দেশে তিনি ভীষণ জনপ্রিয়। বর্তমানে স্বামী-সন্তানসহ বসবাস করছেন মুম্বাইতে। এখন আমরা প্রথমেই শুনবো তার 'হারানো দিনের মতো হারিয়ে যাবো আমি' গানটি। (৫)।
মান্না : বন্ধুরা, এবার আমরা মিতালী মুখার্জির আরেকটি গান শুনবো। আর এ গানটি শোনার মধ্য দিয়েই শেষ করবো আমাদের আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। তো বন্ধুরা, চলুন শোনা যাক মিতালী মুখার্জির 'এ দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়' শিরোনামের গানটি। (২০)।
আকাশ : সুপ্রিয় বন্ধুরা, গান শুনতে শুনতে অনুষ্ঠানের একেবারে শেষপ্রান্তে চলে এসেছি আমরা। এবার বিদায়ের পালা। আর হ্যাঁ, এ অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চাইলে আমাদের জানাতে পারেন। আমরা আপনাদের কথা রাখার যথাসাধ্য চেষ্টা করবো।
মান্না : প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে আমাদের জানাতে পারেন। আমাদের ইমেল : mannajournalist@yahoo.com। আমাদের ফোন নম্বর : ০০৮৬১০৬৮৮৯২৪২০।
আকাশ : শ্রোতাবন্ধুরা, আজ তাহলে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও কথা হবে। সেই প্রত্যাশায় বিদায়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়েন।