Web bengali.cri.cn   
চীনের শিচিয়া জাদুঘর ও থিয়েনচিন ভ্রমণ
  2015-08-15 16:44:51  cri

ট: প্রিয় শ্রোতাবন্ধুরা, da jiahao! আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন 'আকাশের সাথে' । আর এ আয়োজনে আপনাদের সঙ্গে রয়েছি এনামুল হক টুটুল এবং শিয়েনেন আকাশ।

ক: ভাই, এখন আবার ঝড় হচ্ছে, তাইনা?

ট: হ্যাঁ, সম্প্রতি মাঝে মাঝে বেশ হালকা ঝড় হচ্ছে । তাছাড়া, বেশ বৃষ্টিও হচ্ছে ।

ক: এখন প্রতিদিন আকাশ, রাস্তাঘাট একদম পরিষ্কার। মাঝে মাঝে পেইচিংয়ের আকাশজুড়ে ঝড়ের খেলা। হ্যাঁ, এমন দিনে বাইরে যাওয়ার দরকার নেই ।

আমরা একসাথে সিআরআইয়ের ১২তলায় রেকর্ডিং রুমে বসে ভ্রমণ করতে পারি, কেমন? ভাই, দেখ ! কত সুন্দর!

ট: হ্যাঁ, বন্ধুরা, আমাদের রেকর্ডিং রুম একটা বড় গ্লাস দিয়ে ঘেরাও করা । এই রুম থেকে আমরা বাইরের দৃশ্য উপভোগ করতে পারি । আমাদের অফিসের একটু দূরেই একটি সুন্দর পাহাড় অবস্থিত। নাম 'লাউশান'। আমরা এই রেকর্ডিং রুমে বসে সেই পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করি ।

ক: হ্যাঁ, ভাইবোনেরা, আমরা একসাথে এখানে আরাম করে সোফায় বসে আইসক্রিম, খিচুরি, বিরানি খেতে খেতে আজ ভ্রমণ করবো, কেমন?

ট: তবে ভ্রমণের আগে আমরা সবাই মিলে একটি গান শুনবো। গানের নাম 'আই এ্যাম এ ড্রিমার অন এয়ার'।

আ: (আকাশ এ গান গাইবে)

ট: ভ্রমণ (লাইভ)

ট: বন্ধুরা, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.

ক: বন্ধুরা, এবার তাহলে বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আপনারা সবসময়ই আমাদের মনে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়।

ট: হ্যাঁ বন্ধুরা, জীবনে মরণে আমরা কখনো পৃথক হবো না। চাই চিয়েন। (আকাশ/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040