20150813filmmusic.m4a
|
আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।
আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে চলুন উপভোগ করা যাক আজকের গানগুলো।
বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'অনেক দিন দেখা হয় নি'।
প্রিয় শ্রোতা, 'অনেক দিন দেখা হয় নি' নামের গানটি 'শেষ দিন পর্যন্ত এ রকমই ভালোবাসবো' নামে একটি চলচ্চিত্রের গান।
'শেষ দিন পর্যন্ত এ রকমই ভালোবাসবো' চলচ্চিত্রটির প্রধান দুটি চরিত্র ইয়াং জেং ও ওয়েন হুই। তাদের জীবনের বিভিন্ন পর্যায়ের ভালোবাসার কথা বর্ণনা করা হয়েছে এ চলচ্চিত্রে।
সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'তোমার ভালোবাসার জন্য অপেক্ষা করি'।
শ্রোতা, 'শেষ দিন পর্যন্ত এ রকমই ভালোবাসবো' নামের চলচ্চিত্রের তিনটি পর্ব রয়েছে। প্রথম পর্বে ইয়াং জেং ও ওয়েন হুই দম্পতি বেশ কয়েক বছর ধরে পেইচিংয়ে বসবাস করেন। এ পরিবারের টাকা-পয়সার কোনো অভাব নেই। তবুও মন ও মানসিকতার দিক থেকে দু'জনের মধ্যে অনেক মতভেদ সৃষ্টি হয়। একটি সম্মেলনের পর ইয়াং জেং বাড়ি ছেড়ে বাইরে গিয়ে এক হোটেলে থাকতে শুরু করেন। তিনি এর মাধ্যমে দিয়ে ওয়েন হুইয়ের ভালোবাসার পরীক্ষা নেন।
সুপ্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'ভালোবাসার কারণে' শিরোনামে একটি গান।
কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করলেও ইয়াং জেংকে খোঁজে নি ওয়েন হুই। ওয়েন হুই আগের মতোই জীবন-যাপন করছে। যেন ইয়াং জেং অস্তিত্বই নেই না তার জীবনে।
শ্রোতা বন্ধুরা, এবার দ্বিতীয় পর্বে চলে যাই। দ্বিতীয় পর্বে শাংহাইয়ের ঘটনা। শাংহাইয়ে সহপাঠিদের একটি সম্মেলনে আয়োজকদের আমন্ত্রণে গাড়ি মেরামতকারি ইয়াং জেং ও ক্রেতা ওয়েন হুই উপস্থিত হন। সে সময় ইয়াং জেং তার স্ত্রীকে ডিভোর্স দেওয়া নিয়ে ভীষণ রাগারাগি করছেন। আর ওয়েন হুই একাকীভাবে তার দুই যমজ পুত্রকে লালন পালন করছেন।
সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'দূর থেকে দেখবো'।
সহকর্মীদের উত্সাহে ইয়াং জেং ও ওয়েন হুই আবার পরস্পরের কাছে চলে আসেন। দু'জন যেন আবার নতুন ভাবে প্রেমে পড়েছেন।
শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'কে' নামের একটি গান।
বন্ধুরা, তৃতীয় পর্বের শুরু দিকে এক গভীর রাতে ইয়াং জেংকে ওয়েন হুই' বিদেশ থেকে কল করেন। কল করে ওয়েন হুই কাঁন্নার জড়িত কণ্ঠে শুভ জন্মদিন গান গাইছিলেন।
শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'তৃতীয় দিন' নামের একটি গান।
ফোনের ও প্রান্তে ওয়েন হুই'র কাঁন্না শুনে ইয়াং জেং খুব দুঃখ পান। তিনি তাত্ক্ষনিকভাবে ফ্রান্সে ওয়েন হুই'র সঙ্গে দেখা করতে ছুটে যান। ফ্রান্সে যাওয়ার পর কি ঘটবে! দুজনের কি আবার দেখা হবে?
সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'শেষ দিন পর্যন্ত ভালোবাসবো' চলচ্চিত্রেরই একটি গান।
ফ্রান্সে পৌঁছালে বিমান বন্দরে ইয়াং জেংকে স্বাগত জানাতে আসেননি ওয়েন হুই। তার পরিবর্তে একটি যুবতী মেয়ে তাকে বিমান বন্দরে স্বাগত জানাতে গেছেন। ইয়াং জেং এ যুবতী মেয়ের আমন্ত্রণে vineyards-তে ওয়াইন উপভোগ করতে যান। সেখানেই তিনি উপলব্ধি করেন ওয়েন হুইয়ের এতো দুঃখ পাওয়ার কারণ কি।
সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি হলো 'আমি আর কি কি করতে পারি' নামের একটি গান।
সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো .....................।
এবার বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)