20150820music.m4a
|
শরতের এই স্নিগ্ধ দিনগুলোতে আপনাদের সময় কাটছে কি ভাবে? প্রকৃতির মনোরম দৃশ্য অবলোকন করে আমি কিন্তু মুগ্ধ। আপনারাও নিশ্চয় মুগ্ধ। স্বচ্ছ আকাশে মেঘের ভেলা আর ফুরফুরে প্রকৃতির দিকে তাকিয়ে মিষ্টি কতগুলো গান শুনলে কেমন হয় বলুন তো। চলুন তাহলে আপনাদের মনের মতো কতগুলো গান শুনি।
ভাবছি, আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের বর্তমান সময়ের বেশ কিছু জনপ্রিয় গান শোনাবো। আশা করছি গানগুলো আপনাদের মন জয় করতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, উপভোগ করা যাক আজকের মিষ্টি-মধুর গানগুলো।
বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'আমার চুল বড় হওয়ার অপেক্ষা'।
সুপ্রিয় শ্রোতা, 'আমার চুল বড় হওয়ার অপেক্ষা' নামের এই গানটি 'সুন্দরী' নামের একটি সিরিয়ালের গান।
'সুন্দরী' সিরিয়ালে চীনের থাং রাজবংশের রাজপ্রসাদের নানা রকম ঘটনা উপস্থাপন করা হয়েছে।
সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'শ্রবণ' অর্থাত শোনা।
সুপ্রিয় শ্রোতা, থাং রাজবংশের সবচেয়ে সমৃদ্ধ দশকে একজন নারী সম্রাট ছিলেন। সে সময় রাজবংশের চিকিত্সা বিভাগে সহজ-সরল ও আরামপ্রিয় একজন চিকিত্সক ছিলেন। তার নাম হে লান চুন। হে লান চুনের আবার সুন্দরী নারী তৈরির সামর্থ্য ছিলো। সে সময়ের নারী সম্রাটও তার এ সামর্থ্যের খুবই প্রশংসা করতেন।
বন্ধুরা, একটু আগে আপনারা 'আমার চুল বড় হওয়ার অপেক্ষা' নামের একটি গান শুনেছেন। এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'তোমার চুল বড় হওয়ার অপেক্ষা'।
এদিকে হলো কি! চিকিত্সক হে লান চুন অতি প্রশংসায় আত্মসন্তুষ্ট। আত্মসন্তুষ্ট হওয়ায় তার জীবনে নেমে এলো বিপর্যয়। সৃষ্টি হলো নানা বৈরিতার। অবশেষ সে এক ষড়যন্ত্রের শিকার হলে রাজপ্রসাদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়। এমন কি, তার স্ত্রীও তাকে ঠোকিয়ে ছেড়ে যায়।
শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'তিন রাজবংশের দলিল' নামের একটি গান।
রাজপ্রাসাদ থেকে বেড়িয়ে এসে লে লান চুন হঠাত যেন স্বর্গ থেকে জাহাননামে পড়েছেন। অতীতে তার পাশে থাকা লোকগুলো আর কেউ তার পাশে নেই। এ সময় হলো কি, এক গরিব পরিবারের সুন্দরী মেয়ে সু লিয়ান তার দিকে হাত বাড়িয়ে দেন। রাজপ্রসাদ ছেড়ে দিলেও নানা ষড়যন্ত্রে জড়িত হন হে লান চুন। তারপর কি ঘটবে, হে লান চুন আবার রাজপ্রসাদে ফিরে যাবেন?
সুপ্রিয় বন্ধুরা, এখন আপনাদের জন্য নিয়ে আসছি 'সবচেয়ে সুন্দর সময়' নামের সিরিয়ালের গানগুলো।
এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'একজনের মন জয়' নামের একটি গান।
'সবচেয়ে সুন্দর সময়' নামের সিরিয়ালে একজন কামার্ত মেয়ে কি ভাবে তার পছন্দের ছেলের মন জয় করে তাই এখানে বর্ণনা করা হয়েছে।
প্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'প্রেমের সময় শেষ হয়ে গেছে' নামের একটি গান।
বিদেশী একটি বড় প্রতিষ্ঠানে কাজ করেন সু মান নামের এক সুন্দরী মেয়ে। একদিন মা-বাবার আয়োজনে সে তার বহু বছরের পছন্দের ছেলে সোং ই'য়ের সাথে দেখা করতে গেলেন।
সোং ই'য়ের ভালোবাসা পাওয়ার জন্য সু মান ভালো চাকরি ছেড়ে এমজি নামের একটি কোম্পানিতে যোগ দেন। এই সুন্দরী মেয়েটি ধীরে নিজের পরিকল্পনা মতো সোং ই'য়ের ভালোবাসা জয় করার কাজ চালিয়ে যাচ্ছে। সে কি জয়ী হতে পারবে?
শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'সবচেয়ে সুন্দর সময়' নামের একটি গান।
সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগল আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা .....................।
এবার বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)