Web bengali.cri.cn   
তিব্বতসম্পর্কিত একাধিক প্রতিবেদন
  2015-08-12 16:24:00  cri


শুরুতেই আমরা একজন তিব্বতি মেয়ের সঙ্গে পরিচিত হব। ২০১৫ সালের মার্চ মাসে চীনে ইন্টারনেটে ছড়িয়ে-পড়া একটি ভিডিও জনপ্রিয় হয়ে ওঠে। ভিডিওতে একটি মেয়ে তিব্বতি ভাষায় 'তোমাকে পছন্দ করি' শিরোনামে চীনা গান গেয়েছে। অরিজিনাল গানটি ছিল চীনের বিখ্যাত ব্যান্ড 'বিয়ন্ড'-এর ক্যানটোনিজ ভাষার গান।

মেয়ের নাম বিয়ান পা তে চি। তিনি বলেন, সংগীতের মাধ্যমে তিনি তুলে ধরতে চান এমন এক তিব্বতকে, যেখানে ঐতিহ্যিক ও আধুনিক উপাদান মিলেমিশে একাকার হয়েছে।

বন্ধুরা চলুন তার কণ্ঠে আগে গানটি শুনি।

যেমনটি আগে বলেছি, কিছুদিনের মধ্যে তার কণ্ঠে এ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এটি ছড়িয়ে পড়ে। বিয়ান পা তে চি জানালেন, তিব্বতি নববর্ষের একটি অনুষ্ঠানে তিনি ক্যানটোনিজ ভাষার 'তোমাকে পছন্দ করি' গেয়েছিলেন। তখন গানটি উপস্থিত সবাই পছন্দ করেন। এতেই গানটি তিব্বতি ভাষায় গাওয়ার ধারণা তার মনে জাগে। কিন্তু তিব্বতি ভাষায় গাওয়ার ক্ষেত্রে সমস্যা ছিল। তিব্বতি ভাষা ও ক্যানটোনিজ ভাষার মধ্যে উচ্চারণগত ও ব্যাকরণগত পার্থক্য অনেক। তাই গানের কথাগুলো অনুবাদ করা কঠিন ছিল। বিয়ান তে পা চি বলেন," 'তোমাকে পছন্দ করি' মাত্র তিনটি শব্দ। অথচ একে তিব্বতি ভাষায় অনুবাদ করলে দাঁড়ায় পাঁচটি শব্দ। তাই অনুবাদের সময় গানের কথায় সামান্য পরিবর্তন করতে হয়েছে।"

বিয়ান তে পা চি তিব্বত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে এ গানটির ভিডিওচিত্র ধারণ করেন। ছাত্রছাত্রীরা শুরুতে অবাক হয়েছিল। কারণ তারা জানত না কী হচ্ছে! তবে কিছুক্ষণের মধ্যেই বিয়ান তে পা চির মিষ্টি কণ্ঠ সবাইকে আকর্ষণ করে। তারা হাততালি দেয়। ছাত্রছাত্রীরদের উত্সাহ দেখে দরদ দিয়ে গানটি গাইতে বিয়ান তে পা চির পক্ষে আরও সহজ হয় ।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন বিয়ান তে পা চি ও তার ৪ বন্ধু মিলে তিব্বতে মেয়েদের প্রথম Punk ব্যান্ড গঠন করেন। পরে তিনি নতুন করে 'তোমাকে পছন্দ করি' গানটির ভিডিওচিত্র ধারণ করেন। বিয়ান জানালেন, সংগীতের প্রতি তিব্বতি যুবসমাজের আগ্রহ আরও বাড়াতে চান তিনি।

আসলে চীনের খুব বেশি মানুষ তিব্বতি সংগীত সম্পর্কে জানে না। তাদের অধিকাংশই শুনেছেন কেবল পুরাতন তিব্বতি গান বা তিব্বতি উপাদান মিশিয়ে সৃষ্ট ম্যান্ডারিন পপ সংগীত।

আজকাল তিব্বতের রাজধানী লাসার রাস্তায় হাঁটলে আপনি শুনতে পাবেন তিব্বতি ভাষায় গাওয়া 'তোমাকে পছন্দ করি' গানটি। বিয়ান পা তে চিও তিব্বতে ব্যাপক পরিচিতি পেয়েছেন। বিয়ান পা তে চি তিব্বতি অপেরার একজন অভিনেত্রীও বটে। তাই তার কাছে পপ সংগীত ও তিব্বতি অপেরা—দুটোই গুরুত্বপূর্ণ। তিনি আশা করেন, চীনে তিব্বতি ভাষার গান ভবিষ্যতে আরও জনপ্রিয় হবে এবং সংগীতে অপেরার উপাদান যোগ করার প্রবণতা বাড়বে। এতে প্রাচীন তিব্বতি অপেরার প্রতিও সাধারণ মানুষের দৃষ্টি আকৃষ্ট হবে।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040