0812
|
আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো কণ্ঠশিল্পী ও অভিনেতা চেন সিয়াও ছুন'র সাথে। অনুষ্ঠানের শুরুতেই আমরা উপভোগ করবো তার কণ্ঠে গাওয়া একটি ক্যানটোনীজ ভাষার গান।
বন্ধুরা, চেন সিয়াও ছুন ১৯৬৭ সালে কুয়াং তুং প্রদেশের হুই চৌ শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি স্কুল ছেড়ে বাবার সঙ্গে হংকং আসেন। ১৩ বছর বয়স থেকে তিনি কাজ শুরু করেন।
ছোটবেলা থেকে নৃত্য করতে পছন্দ করতেন চেন সিয়াও ছুন। আকস্মিক একটি সুযোগে তিনি অডিশনেও অংশ নেন। ১৯৮৫ সালে তিনি হংকংয়ের বিখ্যাত টিভি স্টেশন tvb-এর সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন।
প্রথমে একজন কণ্ঠশিল্পী হিসেবে পেশাদার জীবন শুরু করেন চেন সিয়াও ছুন। তবে অভিনেতা হিসেবে তিনি বেশ সুনাম অর্জন করেন। ১৯৯৪ সালে তিনি Hong Kong Film Awards-এর বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের পুরস্কার পান।
প্রিয় শ্রোতা, এখন আমরা শুনবো চেন সিয়াও চুনের আরেকটি গান। গানের নাম 'আলিঙ্গন'।
অভিনেতা হিসেবে চেন সিয়াও ছুন 'youth and danger' নামের চলচ্চিত্রের মাধ্যমে বড় সাফল্য অর্জন করেন। 'youth and danger' গ্যাংস্টার সম্পর্কিত ধারাবাহিক চলচ্চিত্র। চেন সিয়াও ছুন এ চলচ্চিত্রে সান চি নামে একজন গ্যাং সদস্যর চরিত্রে অভিনয় করেন। এ চরিত্র তাকে জনপ্রিয়তা এনে দেয়। তার চরিত্রটি সবার মনে গভীর ছাপ ফেলে। সবাই তাকে 'খারাপ ছেলে' বলে মনে করেন।
বন্ধুরা, আসলে চেন সিয়াও ছুনের গান অন্য রকম। গানে তিনি সবসময় lownly ও unconfident একজন ছেলে। নিজের ভালবাসা প্রকাশ করতে পারেন না। সবসময় অপেক্ষায় থাকেন। এখন আমরা শুনবো চেন সিয়াও ছুনের 'সৌভাগ্য নেই' শিরোনামে একটি গান। এ গানে তিনি গেয়েছেন 'সৌভাগ্য নেই আমার, তুমি আমাকে ভালবাসো, তা অসম্ভব। তুমি সুন্দরী মেয়ে। তোমার বীরের সঙ্গে থাকা উচিত।' শুনুন তাহলে গানটি।
শ্রোতা, চেন সিয়াও ছুন অনেক 'ব্যর্থ ভালবাসা'র গান গেয়েছেন। তাই যখন দু:খভরা প্রেমের গানের কথা আসে তখন মনের পর্দায় ভেসে ওঠে চেন সিয়াও ছুনের গানগুলো। যেমন তার বিখ্যাত একটি গান 'যে মেয়েকে আমি ভালবাসি'। গানের কথা এমন 'যে মেয়েকে আমি ভালসাবি সে অন্য একজনকে ভালবাসে। তাদের দুজনের সুখি চেহারা দেখে আমি বুঝি আমার কোন সুযোগ নেই।' শুনুন তাহলে গানটি।
'গোপনে কাউকে ভালবাসা' এমন গান ছাড়াও চেন সিয়াও ছুন বেশ কিছু বিদায়ের গানও গেয়েছেন। তার একটি গানের নাম '০৯৩২'। চীনা ভাষায় ০৯৩২-এর উচ্চারণ শুনলে চিরকালের জন্য ভালবাসায় পড়ে যেতে হবে।
বন্ধুরা, চেন সিয়াও ছুনের দুটি গান আমার ভীষণ প্রিয়। একটি হলো 'এক্সক্লুসিভ স্মৃতি'। এ গানে বলা হয়েছে যে, দুজন মানুষের সম্পর্ক শেষ হলেও পরস্পরের মনে 'এক্সক্লুসিভ স্মৃতি' থেকে যায় এবং কেউই এ স্মৃতি মন থেকে দূর করতে পারে না। শুনুন তাহলে গানটি।
যদিও চেন সিয়াও ছুন গেয়েছেন তার সৌভাগ্য নেই তবে বাস্তব জীবনে তিনি ভাগ্যবান একজন মানুষ। তার স্ত্রী ইং চাই একজন অভিনেত্রী এবং বয়সে তার চেয়ে ১৩ বছরের ছোট। দুজন বিয়ে করার পর দশর্করা আবিষ্কার করেন, 'খারাপ ছেলে' চেন সিয়াও ছুন একজন ভাল স্বামীতে পরিণত হয়েছেন। তাদের একটি ছেলে আছে। তিনজনের একটি ছোট্ট সুখি পরিবার তাদের।
প্রিয় শ্রোতা, এখন আমরা শুনুবো চেন সিয়াও ছুনের কণ্ঠে গাওয়া আমার আরেকটি প্রিয় গান। গানের নাম 'তোমাকে ছেড়ে থাকতে পারি না'। মনে হয় এটাও চেন সিয়াও ছুন এবং তার স্ত্রীর জন্য উপযুক্ত একটি গান।
আজকের শেষ গান হিসেবে আমরা শুনবো 'সুখে থাকুন' নামের একটি গান। অভিনেতা বা গায়ক হিসেবে চেন সিয়াও ছুন সব সময়ই সফল। স্বামী ও বাবা হিসেবে তিনি জীবনে আরও বেশি সাফল্য অর্জন করতে পারবেন। তারা সুখে থাকুন, এটা তিনি ও তার পরিবারের প্রতি আমার প্রত্যাশা। আশা করি আমাদের শ্রোতারাও তার মতো নিজেদের সুখ খুঁজে পাবেন। শুনুন তাহলে গানটি।(শিশির)