![](/images/12index_07.jpg)
![](/images/12index_27.jpg)
0811minyue
|
(রি ১) বন্ধুরা, যে সুর মাত্র শুনলেন সেটা হল 'চিং থাই লান' সুরটি।
শুনুন, আরেকটি সুর 'সুই ইয়ুয়ে'। (রি ২)
টাইটেনিক চলচ্চিত্রটি খুব বিখ্যাত, তার থিম সঙ্গীত 'মে হার্ট ওয়েল গো ওন' খুব জনপ্রিয়। শুনুন চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের বাজানো এ সুরটি। (রি ৩)
ছুটির দিনে সবাই বিভিন্ন পর্যটন স্থানে অবসর সময় কাটায়। ছুটির দিনে সমুদ্রের বীজে কেমন অবস্থা হয়? শুনুন সুর 'চিয়া রি ত্য হাই থান'। (রি ৪)
চীনের ঐতিহ্যবাহী সঙ্গীত সুরের মধ্যে একটি খুব বিখ্যাত হয়, তার নাম 'শিয়াও আও চিয়াং হু'। পৃথিবীতে জন্মায় মানে একটি অভিযাত্রা শুরু করা। আর এ অভিযাত্রায় ইতিবাচক মানসিকতা নিয়ে যাওয়া ভাল হয়। শুনুন এ সুরটি। (রি ৫)
বাঁশি শুনে আর কাজ নেই, সে যো ডাকা দিয়া বাঁশি। বাঁশির সুর শুনুন একটি, 'মু ছুই'। (রি ৬)
চীনের রূপকথায় 'ফেং হুয়াং' নামক একটি পাখি আছে, সে হলো সব পাখি'র রানী। যে কোন পাখি তাকে শ্রদ্ধা জানাতে হয়। শুনুন সুর 'পাই নিয়াও ছাও ফেং'। (রি ৭)
সুপ্রিয় শ্রোতা, আজ বিদায় নিতে হচ্ছে। আজকের সুরের ধারা অনুষ্ঠান এ পর্যন্তই। আবার কথা হবে। সবাই ভাল থাকুন, সুন্দর থাকুন। চাই চিয়েন। (স্বর্ণা/মান্না)
![](/images/12index_27.jpg)
![](/images/12index_27.jpg)
![Play](/images/12index_11.jpg)
![Stop](/images/12index_13.jpg)
![](/images/12index_27.jpg)