Web bengali.cri.cn   
চমকপ্রদ নামক সিরিয়ালের গানগুলো
  2015-08-06 14:42:42  cri


চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। পরিবেশন করছি আমি ওয়াং তান হোং রুবী।

আজকের এ অনুষ্ঠানে আপনাদের চীনের বর্তমান সময়ের জনপ্রিয় কিছু গানের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।

আপনারা প্রস্তুত আছেন তো? তাহলে চলুন উপভোগ করা যাক আজকের গানগুলো।

বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'স্বর্গ'।

প্রিয় শ্রোতা, 'স্বর্গ' নামের গানটি চীনের 'চমকপ্রদ' শিরোনামে একটি সিরিয়ালের গান। 'চমকপ্রদ' শিরোনামের সিরিয়ালটি ২০১১ সালে মুক্তি পায়। এতে আধুনিক জগতের একজন সুন্দর মেয়ের কোনো কারণে অতীতে চলে যাওয়ার বিষয় বর্ণনা করা হয়েছে। সেই অতীতে সে এক রাজকুমারের প্রেমে পরে। এ গানটির কথায় সেই রোমান্টিক প্রেম কাহিনীই উপস্থাপন করা হয়েছে।

শ্রোতাবন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'বিষন্ন'।

চাং সিয়াও নামে সুন্দরী এক মেয়ে শহরে কাজ করেন। এক দিন তিনি তার ছেলে বন্ধুর সাথে খুব ঝগড়া করেন। অসাবধানে রাস্তা পাড় হতে গিয়ে তিনি একটি চলন্ত গাড়ির সামনে পড়েন। গাড়িটা তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কি ঘটবে এরপর?

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'দুঃখ'।

গাড়ি দুর্ঘটনায় চাং সিয়াও মারা যাচ্ছিল। কিন্ত আসলে কি হলো। তার আত্না কয়েক শত বর্ষ অতিক্রম করে ছিং রাজবংশের গিয়ে চীনের 'মান' উপজাতির একজন অভিজাত মেয়েতে পরিণত হলো।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম হলো 'উত্সর্গ'।

ছিং রাজবংশে চাং সিয়াও'এর নতুন পরিচয় তৈরি হয়। তিনি মারথাই রুও সি নামে একটি মেয়েতে পরিণত হন। সে সময়ের ছিং রাজবংশে স্থিতিশীল ও সমৃদ্ধি ছিলো। কিন্তু সমৃদ্ধির মধ্যেও লুকিয়ে ছিলো অস্থিতিশীলতা এবং ষড়যন্ত্র।

সে সময় এই রাজবংশের সম্রাট ছিলেন খাং সি। খাং সিং সারা জীবন খুব কৌশলী এবং সবকিছু তার হাতের নিয়ন্ত্রণে ছিলো। কিন্তু এ সময় তিনি সবচেয়ে কঠিন অবস্থার মুখে পড়েন। তাকে সিদ্ধান্ত নিতে হবে, তার ছেলেদের মধ্যে কে পরবর্তী সম্রাট হবে।

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, সেটি 'বিষ্ময়কর' নামের একটি গান।

সম্রাট খাং সি'র বেশ কয়েকজন ছেলে। তাদের মধ্যে চতুর্থ ছেলে ইং জেন খুব অন্তর্মুখী। চৌদ্দতম ছেলে ইং চেং খুব উচ্চাকাঙ্ক্ষী। আর অষ্টম ছেলে ইং সি সহনশীল।

প্রিয় বন্ধুরা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার শিরোনাম 'চলে যেও না'।

সম্রাট খাং সি-এর নয়টি ছেলেই সম্রাট হওয়ার জন্য নিজেদের মধ্যে ষড়যন্ত্র ও যুদ্ধ শুরু করে দেয়। ইচ্ছে না থাকলেও রুও সিও তাদের এ যুদ্ধের মধ্যে জড়িয়ে পরে। তারপর কি ঘটবে...।

সুপ্রিয় শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন, তার নাম 'ভালোবাসার বিষ'।

সুপ্রিয় শ্রোতাবন্ধু, আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান এ পর্যন্তই। গানগুলো কেমন লাগল আপনাদের? যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেল পাঠাতে ভুলবেন না। আমাদের ইমেল ঠিকানা হলো .....................।

এবার বিদায়ের পালা। আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। চাই চিয়ান। (রুবি/মান্না)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040