Web bengali.cri.cn   
এবার আসছে স্মার্ট উইন্ডো!
  2015-08-06 14:25:33  cri


এ গ্রীষ্মে প্রচণ্ড গরমে কোনো কিছুই ভালো লাগে না, তাই না। গরমের দিনগুলোতে এসি ছাড়া থাকা যায় না। কিন্তু সব সময় এসি চালালে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

তবে, এবার একটি সুখবর নিয়ে এসেছে বিজ্ঞানীরা। তারা জানিয়েছেন, সূর্যের আলো, অতিরিক্ত গরম থেকে রেহাই দিতে আসতে পারে স্মার্ট উইন্ডো। নতুন উপাদানে তৈরি হচ্ছে স্মার্ট উইন্ডো যার সাহায্যে প্রয়োজন মতো সূর্যরশ্মির ঘরে প্রবেশ আটকানো যাবে গরম। ফলে এসির মতোই ঘরের হাওয়া নিয়ন্ত্রণ করা যাবে।

টেক্সাস ইউনিভার্সিটির ককরেল স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ডিলিয়া মিলিরন ও তার দল প্রথম ইলেক্ট্রোক্রমিক পদার্থ মিশিয়ে দুটি উপাদান তৈরি করেন যা দিয়ে উত্তাপ তৈরি করা নিয়ার-ইনফ্রার্ড লাইট (এনআইআর) নিয়ন্ত্রণ করা যাবে। গবেষকরা দেখিয়েছেন কীভাবে সামান্য বিদ্যুত্ ব্যবহার করে ন্যানোক্রিস্টাল পদার্থের সাহায্যে আলো ও শক্তি নিয়ন্ত্রণ করা যায়। এই মুহূর্তে গবেষকদের দল বৈদ্যুতিক পদার্থ দু'টির যুগান্তকারী অগ্রগতি সম্ভভ করেছেন-অতি সংবেদনশীল ঠাণ্ডা অবস্থা ও উষ্ণ অবস্থা ব্যবহারের মাধ্যমে। শীতল অবস্থায় ব্যবহৃত পদার্থের সাহায্যে এনআইআর ৯০ শতাংশ ও সূর্যরশ্মি ৮০ শতাংশ প্রতিরোধ করা যায়। মাত্র ১ মিনিটের মধ্যে দুটি মুড পরিবর্তন করা যায়। এর সাহায্যে গরমে কুলার ব্যবহারের খরচও কমানো যাবে। (ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040