'মানুষে মানুষে বন্ধন' নিয়ে খোলামেলায় আলোচনা
0804kholamela
|
বর্তমানে 'বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোর' এই রেশমপথের অংশ হিসেবে তার সঙ্গে সংযুক্ত হবে। বাংলাদেশ হচ্ছে এ অঞ্চলের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বত্তা। রেশমপথ অর্থনৈতিক অঞ্চল কেবল এক অর্থনৈতিক উন্নয়নের অঞ্চলই নয়, বরং মানবজাতির সভ্যতা-কৃষ্টি-সংস্কৃতি-অর্থনীতির সমন্বয়ে গঠিত এক 'সভ্যতার অঞ্চল'ও বটে।
'এক আঞ্চল এক পথ' প্রস্তাব উত্থাপন করার সময় পাঁচটি দিক থেকে প্রকল্পের অগ্রগিতর বিষয় উল্লেখ করা হয়েছে।'মানুষে-মানুষে বন্ধন' এ পাঁচটি দিকের একটি গুরুত্বপূর্ণ অংশ।
আজকের খোলামেলা অনুষ্ঠানে 'মানুষে মানুষে বন্ধন' কিভাবে বাড়ানো যায় সে প্রসঙ্গে কথা বলছি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিভেলপমেন্ট স্টাডিস (বিআইডিএস) এর রিসার্স ফেলো জনাব এস.এম. জাহেদুল ইসলাম চৌধুরির সাথে। (স্বর্ণা)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক