Web bengali.cri.cn   
'মানুষে মানুষে বন্ধন' নিয়ে খোলামেলায় আলোচনা
  2015-08-05 16:02:50  cri

'এক অঞ্চল এক পথ' হচ্ছে 'রেশমপথ অর্থনৈতিক অঞ্চল' আর 'একবিংশ শতাব্দী সামুদ্রিক রেশমপথ' এর সংক্ষিপ্ত নাম। 'এক অঞ্চল এক পথ' আসলে কোনো সংস্থা বা ব্যবস্থা নয়। একে সহযোগিতা উন্নয়নের এক ধারণা ও প্রস্তাব বলা যায়। ২০১৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এ ধারণা উত্থাপন করেন। এই প্রকল্প হবে প্রাচীন 'রেশমপথ' এর ভিত্তিতে শান্তিপূর্ণ উন্নয়নের উদ্দেশ্যে চীন ও সংশ্লিষ্ট দেশগুলোর বহুপক্ষীয় সহযোগিতার প্লাটফর্ম।

বর্তমানে 'বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার অর্থনৈতিক করিডোর' এই রেশমপথের অংশ হিসেবে তার সঙ্গে সংযুক্ত হবে। বাংলাদেশ হচ্ছে এ অঞ্চলের এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বত্তা। রেশমপথ অর্থনৈতিক অঞ্চল কেবল এক অর্থনৈতিক উন্নয়নের অঞ্চলই নয়, বরং মানবজাতির সভ্যতা-কৃষ্টি-সংস্কৃতি-অর্থনীতির সমন্বয়ে গঠিত এক 'সভ্যতার অঞ্চল'ও বটে।

'এক আঞ্চল এক পথ' প্রস্তাব উত্থাপন করার সময় পাঁচটি দিক থেকে প্রকল্পের অগ্রগিতর বিষয় উল্লেখ করা হয়েছে।'মানুষে-মানুষে বন্ধন' এ পাঁচটি দিকের একটি গুরুত্বপূর্ণ অংশ।

আজকের খোলামেলা অনুষ্ঠানে 'মানুষে মানুষে বন্ধন' কিভাবে বাড়ানো যায় সে প্রসঙ্গে কথা বলছি বাংলাদেশ ইনস্টিটিউট অব ডিভেলপমেন্ট স্টাডিস (বিআইডিএস) এর রিসার্স ফেলো জনাব এস.এম. জাহেদুল ইসলাম চৌধুরির সাথে। (স্বর্ণা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040