Web bengali.cri.cn   
পোল্যান্ডে ওয়ার্শ বিদ্রোহের ৭১তম বার্ষিকী উদযাপিত
  2015-08-02 20:04:52  cri

আগস্ট ২: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পোল্যান্ডে পালিত হলো ওয়ার্শ বিদ্রোহের ৭১তম বর্ষপূর্তি। এ উপলক্ষে পোল্যান্ড সরকার ও জনগণ গতকাল (শনিবার) রাজধানী ওয়ার্শ এবং অন্যান্য প্রধান শহরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে।

এদিন ভোর ৫টা থেকে অর্থাত ওয়ার্শ বিদ্রোহ শুরুর সময় থেকে কর্মসূচি শুরু হয়। এ বিদ্রোহে ৭১ বছর আগে যারা নিহত হয়েছিলেন, তাদের জন্য শ্রদ্ধা জানিয়ে ওয়ার্শ এবং অন্যান্য প্রধান শহরে বিমান-বিধ্বংসী সতর্কীকরণ সাইরেন বাজানো হয়, রাস্তার গাড়িগুলো সাইরেনের মতো টানা দীর্ঘ আওয়াজ করে এবং পথচারীরা এক মিনিট শোক প্রকাশ করেছে।

এদিন সকালে পোল্যান্ডের প্রেসিডেন্ট ব্রনিসলাও কমোরস্কি এবং আয়োজক সংস্থার সদস্যরা ৭১ বছরের আগে নিহতদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

(প্রকাশ/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040