Web bengali.cri.cn   
তাইওয়ান প্রণালীর দু'তীরের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক ভিত্তি সুসংবদ্ধ করার আহ্বান
  2015-08-02 19:20:07  cri
আগস্ট ২: তাইওয়ান প্রণালীর দু'তীরের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে রাজনৈতিক ভিত্তি সুসংবদ্ধ করার আহ্বান জানিয়েছেন এ প্রণালীর দু'তীরের সম্পর্ক বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান সুন ইয়া ফু। তিনি বলেন, দু'তীরের উচিত '২ সেপ্টেম্বরের মতৈক্য' বাস্তবায়ন ও 'স্বাধীন তাইওয়ান' ধারণার বিরোধিতা করা এবং রাজনৈতিক ভিত্তি জোরদারের জন্য বিনিময় ও সহযোগিতা বাড়ানো।

গতকাল (শনিবার) ২০১৫ সালের ম্যাকাও ও তাইওয়ান সম্পর্ক ফোরামে অংশগ্রহণ করে সুন ইয়া ফু এসব কথা বলেছেন।

তিনি বলেন, বর্তমানে দু'তীরের মধ্যে শান্তিপূর্ণ উন্নত সম্পর্ক রয়েছে। দু'তীরের বিনিময়, সহযোগিতা ও সমন্বয়ে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। এ সম্পর্ক আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে তা মোকাবিলা করার জন্য দু'তীরের উচিত '২ সেপ্টেম্বরের মতৈক্য' বাস্তবায়ন ও 'স্বাধীন তাইওয়ান' সংশ্লিষ্ট ধারণার বিরোধিতা করা। তিনি বলেন, '২ সেপ্টেম্বর মতৈক্য' বাস্তবায়ন ও 'স্বাধীন তাইওয়ান' ধারণার বিরোধিতা হলো 'এক চীন' নীতির মূল কথা।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040