Web bengali.cri.cn   
আগামী মে মাসে অনুষ্ঠিত হবে পেইচিং আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা
  2015-08-02 19:14:00  cri
আগামী মে মাসে অনুষ্ঠিত হবে পেইচিং আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা

আগস্ট ২: আগামী মে মাসে অনুষ্ঠিত হবে চতুর্থ পেইচিং আন্তর্জাতিক সেবা বাণিজ্য মেলা বা পেইচিং মেলা। আজ (রোববার) থেকে ঠিক তিনশ' দিন পর শুরু হবে মেলাটি। আগামী বছর ২৮ মে থেকে পয়লা জুন জাতীয় সম্মেলন কেন্দ্রে মেলাটি চলবে।

এ মেলায় চারটি বৈশিষ্ট্যপূর্ণ অংশ থাকবে।

প্রথমত, পেইচিং মেলায় 'এক অঞ্চল, এক পথ', ওয়েবসাইট, পেইচিং, থিয়ানচিন ও হোপেই যৌথ উন্নয়নের জাতীয় কৌশল অনুযায়ী প্রদর্শনী কেন্দ্র প্রতিষ্ঠা এবং ফোরাম ও অনুষ্ঠানের আয়োজন করা হবে।

দ্বিতীয়ত, সারা বিশ্বে অর্থবিনিয়োগ ও ক্রেতা সংগ্রহ করা হবে।

তৃতীয়ত, এবারের মেলায় শীর্ষ সম্মেলন, একশ' ফোরাম ও ওয়েবসাইট সেবায় বিভিন্ন ক্ষেত্রে শিল্পায়নের বিষয়ের গুরুত্ব দেওয়া হবে।

চতুর্থত, মিতব্যয় হবে এবারের মেলার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।

২০১২ সালে প্রথম পেইচিং মেলার আয়োজন করা হয়েছিল। এটি ছিল বিশ্বের প্রথম সেবা বাণিজ্যের ১২টি ক্ষেত্র নিয়ে আন্তর্জাতিক মেলা। (ছাই/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040