Web bengali.cri.cn   
প্যারিসে পৌঁছেছে বিমানের ধ্বংসাবশেষ, তদন্ত শুরু ৫ আগস্ট
  2015-08-02 18:48:38  cri
আগস্ট ২: শনিবার ফ্রান্সের লিলে দা লা রেউনিয়ন দ্বীপ থেকে উদ্ধার করা বিমানের ধ্বংসাবশেষ ফ্রান্সের রাজধানী প্যারিসের ওর্লি বিমানবন্দরে পৌঁছেছে। আগামী ৫ আগস্ট বোয়িং-৭৭৭ বিমানের ধ্বংসাবশেষের তদন্ত শুরু হবে। রেউনিয়ন দ্বীপাঞ্চল থেকে চীনের কাউন্সিলর কুও ওয়ে জানান, চীন ঘটনাটির ওপর গভীর নজর রাখছে।

গত শুক্রবার রাতে ফ্রান্স এয়ারলাইন্সের একটি বিমানে করে উদ্ধারকৃত টুকরাটি প্যারিসে রওনা হয়। এ ধ্বংসাবশেষটি মালয়েশিয়া এয়ারলাইন্স এমএইচ-৩৭০ বিমানের হবার আশঙ্কা করা হচ্ছে। দ্বীপটির সৈকত থেকে ধ্বংস হওয়ে যাওয়া একটি সুটকেসও উদ্ধার করা হয়।

এমএইচ-৩৭০ বিমান দুর্ঘটনার তদন্ত নিয়ে ফ্রান্সের বিচারপতি, মালয়েশীয় আইন বিভাগের প্রতিনিধি, ফ্রান্সের বেসামরিক বিমান নিরাপত্তা তদন্ত ব্যুরোর সদস্যসহ বেশ কয়েকজন বিশেষজ্ঞ সোমবার প্যারিসে বৈঠক করবেন। বিমান নির্মাতা মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং প্রতিষ্ঠান গত শুক্রবার সংশ্লিষ্ট তদন্ত কাজে যোগ দিতে প্রযুক্তিবিদ পাঠাবে বলে ঘোষণা দিয়েছিল।

এদিকে, মালয়েশীয় যোগাযোগমন্ত্রী শনিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমান বন্দরে বলেন, লিলে দা লা রেউনিয়ন দ্বীপে উদ্ধারকৃত ধ্বংসাবশেষ এমএইচ-৩৭০ বিমানের অংশ, এমন প্রমাণ পাওয়া যায়নি। কোনো ধারণা না করে তদন্ত রিপোর্ট প্রকাশ করা পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

(ওয়াং তান হোং/তৌহিদ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040